কক্সবাজার পৌরসভা
কক্সবাজার | |
---|---|
পৌরসভা | |
কক্সবাজার পৌরসভা | |
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
বাংলাদেশে কক্সবাজার পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°২৬′২৯″ উত্তর ৯১°৫৮′৩৬″ পূর্ব / ২১.৪৪১৩৯° উত্তর ৯১.৯৭৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | কক্সবাজার সদর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১ এপ্রিল, ১৮৬৯ |
সরকার | |
• পৌর মেয়র | মুজিবুর রহমান (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৩২.৯০ বর্গকিমি (১২.৭০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৬৭,৪৭৭ |
• জনঘনত্ব | ৫,১০০/বর্গকিমি (১৩,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫.৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭০০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
কক্সবাজার পৌরসভা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি পৌরসভা। এটি একটি ‘ক‘ শ্রেণির পৌরসভা।
আয়তন[সম্পাদনা]
কক্সবাজার পৌরসভার আয়তন ৩২.৯০ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কক্সবাজার পৌরসভার লোকসংখ্যা ১,৬৭,৪৭৭ জন। এর মধ্যে পুরুষ ৯৪,২৭৯ জন এবং মহিলা ৭৩,১৯৮ জন।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে পাহাড়ের পাদদেশ এবং বঙ্গোপসাগরের তীরঘেঁষে কক্সবাজার পৌরসভার অবস্থান। এর উত্তরে খুরুশকুল ইউনিয়ন, পূর্বে ও দক্ষিণে ঝিলংজা ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
কক্সবাজার পৌরসভা গঠিত হয় ১৮৬৯ সালের ১ এপ্রিল।[২] ১৯৫৯ ইং সালে কক্সবাজার পৌরসভার নাম পরিবর্তন করে টাউন কমিটি করা হয়। পরবর্তীতে ১৯৭২ সালে টাউন কমিটির নাম পরিবর্তন করে কক্সবাজার পৌরসভা করা হয়।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
কক্সবাজার পৌরসভায় ১২টি ওয়ার্ড রয়েছে। কক্সবাজার জেলা সদর এ পৌরসভার অবস্থিত। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ নিচে উল্লেখ করা হল:
ওয়ার্ড নং | এলাকার নাম |
---|---|
১নং ওয়ার্ড | সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া |
২নং ওয়ার্ড | বিমানবন্দর সড়ক, উত্তর নুনিয়াছড়া |
৩নং ওয়ার্ড | ৬নং ঘাট, বদর মোকাম, বড় বাজার |
৪নং ওয়ার্ড | পেশকার পাড়া, টেকপাড়া |
৫নং ওয়ার্ড | আলির জাহাল, এস এম পাড়া, পূর্ব টেকপাড়া |
৬নং ওয়ার্ড | উত্তর ডিক্কুল, বাস টার্মিনাল, উপজেলা সদর |
৭নং ওয়ার্ড | রুমালিয়ার ছড়া, রহমানিয়া মাদ্রাসা সড়ক, পাহাড়তলী |
৮নং ওয়ার্ড | বইল্যা পাড়া, বৌদ্ধ মন্দির সড়ক, বৈদ্যঘোনা, ঘোনার পাড়া |
৯নং ওয়ার্ড | মোহাজের পাড়া, বাদশা ঘোনা |
১০নং ওয়ার্ড | দক্ষিণ বাহারছড়া, পুরাতন স্টেডিয়াম |
১১নং ওয়ার্ড | মধ্য বাহারছড়া |
১২নং ওয়ার্ড | হোটেল মোটেল জোন, বৃহত্তর কলাতলী |
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
কক্সবাজার পৌরসভার সাক্ষরতার হার ৫৫.৭০%।[১] এ পৌরসভায় ১টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ১টি সরকারি মেডিকেল কলেজ, ২টি সরকারি কলেজ, ২টি বেসরকারি কলেজ, ৩টি কামিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ১৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান সমূহ[সম্পাদনা]
- বিশ্ববিদ্যালয়
- মেডিকেল কলেজ
- কলেজ
- কক্সবাজার সরকারি কলেজ
- কক্সবাজার সরকারি মহিলা কলেজ
- কক্সবাজার সিটি কলেজ
- কক্সবাজার ডিসি কলেজ
- মাদ্রাসা[৪]
- ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা
- কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা
- হাশেমিয়া কামিল মাদ্রাসা কক্সবাজার
- মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিম
- কলাতলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- কুতুবদিয়াপাড়া মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা
- হযরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৪]
- আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়
- কক্সবাজার আইডিয়াল স্কুল
- কক্সবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়
- কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ
- কক্সবাজার পৌর প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়
- কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়
- কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়
- কুতুবদিয়াপাড়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়
- টিএমসি বালিকা উচ্চ বিদ্যালয়
- বাহারছড়া উচ্চ বিদ্যালয়
- বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী
- বিমানবন্দর পাবলিক উচ্চ বিদ্যালয়
- সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়
- সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- আইডিয়াল ইনস্টিটিউট
- বিবেকানন্দ বিদ্যা নিকেতন
- শহীদ এরশাদ স্মৃতি বিদ্যাপীঠ
- হাজী আলিমউদ্দিন স্মৃতি আদর্শ শিক্ষা নিকেতন
- প্রাথমিক বিদ্যালয়
- আবু বক্কর ছিদ্দিক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর নুনিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এস এম আমির হোছাইন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কস্তুরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘোনারপাড়া কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পেশকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- প্রিপারেটরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য ঝিলংজা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজী হাছান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
কক্সবাজার পৌরসভা এলাকায় দুটি প্রধান সড়কসহ অসংখ্য উপসড়ক ও অলি-গলি রয়েছে। জেলা সদরের বাসটার্মিনাল ও বিমানবন্দরটি পৌরসভা এলাকায় অবস্থিত। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহর থেকে আকাশপথে কক্সবাজার আসা যায়।
খাল ও নদী[সম্পাদনা]
কক্সবাজার পৌরসভার উত্তর সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁকখালী নদী।[১]
হাট-বাজার[সম্পাদনা]
কক্সবাজার পৌরসভায় মোট ৭টি হাট-বাজার রয়েছে।[১] প্রধান হাটবাজার হল বড়বাজার, মাছবাজার, পুরানো পান বাজার।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- কক্সবাজার সমুদ্র সৈকত (পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত)
- ঐতিহ্যবাহী লালদিঘী, গোলদিঘী ও বাজারঘাটা পুকুর
- ৪টি ভাস্কর্য (সাম্পান, স্টার ফিস, রূপচাঁদা, ঝিনুক ভাস্কর্য)
- কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজার বিমানবন্দর
- শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার
- রাডারস্টেশন (হিলটপ সার্কিট হাউজ সংলগ্ন)
- বার্মিজ মার্কেট
- বাঁকখালী বেড়িবাঁধ
- সার্কিট হাউজ
- নাজিরারটেক (এশিয়ার বৃহত্তম শুটকি পল্লী)
- ঐতিহাসিক বৌদ্ধ মন্দির, জাদি মুরা, বৌদ্ধ বিহার
- মিনি সুন্দরবন (নুনিয়ারছরার শেষাংশে)
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান মেয়র: মুজিবুর রহমান[৫]
কাউন্সিলর পরিষদের সদস্যরা হলেন-
- সংরক্ষিত
- মহিলা-১ আসনের কাউন্সিলর শাহেনা আকতার (প্যানেল মেয়র-৩)
- ২ নম্বর আসনের ইয়াছমিন আকতার,
- ৩ নম্বর আসনের জাহেদা আকতার ও
- ৪ নম্বর আসনের নাছিমা আক্তার। এছাড়া সাধারণ আসনের
- ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস আই এম আক্তার কামাল আজাদ,
- ২ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান,
- ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী,
- ৪ নম্বর ওয়ার্ডের মো. দিদারুল ইসলাম রুবেল,
- ৫ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দীন,
- ৬ নম্বর ওয়ার্ডের ওমর ছিদ্দিক লালু,
- ৭ নম্বর ওয়ার্ডের আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ,
- ৮ নম্বর ওয়ার্ডের রাজ বিহারী দাশ,
- ৯ নম্বর ওয়ার্ডের মো. হেলাল উদ্দিন কবীর, (প্যানেল মেয়র)
- ১০ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন সেতু,
- ১১ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ মাঝু ও
- ১২ নম্বর ওয়ার্ডের কাজী মোরশেদ আহম্মদ বাবু।[৬]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ ঙ চ "এক নজরে পৌরসভা - কক্সবাজার সদর উপজেলা - কক্সবাজার সদর উপজেলা"। sadar.coxsbazar.gov.bd। ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৭।
- ↑ "কক্সবাজার পৌরসভার আয়তন বেড়েছে ৪ গুণ বাড়েনি নাগরিক সুবিধা"। এম এ মালেক। দৈনিক আজাদী। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৩।
- ↑ "ওয়ার্ড সমূহ - কক্সবাজার সদর উপজেলা - কক্সবাজার সদর উপজেলা"। sadar.coxsbazar.gov.bd। ১৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৭।
- ↑ ক খ গ ঘ "Schools/Colleges in COX\'S BAZAR SADAR - Bangladesh School, College Directory"। edu.review.net.bd। ২২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭।
- ↑ "কক্সবাজার পৌর মেয়র হলেন মুজিবুর রহমান"। Daily Nayadiganta।
- ↑ https://www.jugantor.com/country-news/81355/%E0%A6%B6%E0%A6%AA%E0%A6%A5-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8C%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE