কক্সবাজার পৌরসভা
কক্সবাজার | |
---|---|
পৌরসভা | |
কক্সবাজার পৌরসভা | |
বাংলাদেশে কক্সবাজার পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°২৬′২৯″ উত্তর ৯১°৫৮′৩৬″ পূর্ব / ২১.৪৪১৩৯° উত্তর ৯১.৯৭৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | কক্সবাজার সদর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১ এপ্রিল, ১৮৬৯ |
সরকার | |
• পৌর মেয়র | মুজিবুর রহমান (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৩২.৯০ বর্গকিমি (১২.৭০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৬৭,৪৭৭ |
• জনঘনত্ব | ৫,১০০/বর্গকিমি (১৩,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫.৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭০০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
কক্সবাজার পৌরসভা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি পৌরসভা। এটি একটি ‘ক‘ শ্রেণির পৌরসভা।
আয়তন[সম্পাদনা]
কক্সবাজার পৌরসভার আয়তন ৩২.৯০ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কক্সবাজার পৌরসভার লোকসংখ্যা ১,৬৭,৪৭৭ জন। এর মধ্যে পুরুষ ৯৪,২৭৯ জন এবং মহিলা ৭৩,১৯৮ জন।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে পাহাড়ের পাদদেশ এবং বঙ্গোপসাগরের তীরঘেঁষে কক্সবাজার পৌরসভার অবস্থান। এর উত্তরে খুরুশকুল ইউনিয়ন, পূর্বে ও দক্ষিণে ঝিলংজা ইউনিয়ন এবং পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
কক্সবাজার পৌরসভা গঠিত হয় ১৮৬৯ সালের ১ এপ্রিল।[২] কক্সবাজার পৌরসভার প্রথম মনোনীত চেয়ারম্যান ছিলেন রামু উপজেলার অধিবাসী মেহের আলী বিএল। ১৯৫৯ ইং সালে কক্সবাজার পৌরসভার নাম পরিবর্তন করে টাউন কমিটি করা হয়। পরবর্তীতে ১৯৭২ সালে টাউন কমিটির নাম পরিবর্তন করে কক্সবাজার পৌরসভা করা হয়।
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
কক্সবাজার পৌরসভায় ১২টি ওয়ার্ড রয়েছে। কক্সবাজার জেলা সদর এ পৌরসভার অবস্থিত। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ নিচে উল্লেখ করা হল:
ওয়ার্ড নং | এলাকার নাম |
---|---|
১নং ওয়ার্ড | সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া |
২নং ওয়ার্ড | বিমানবন্দর সড়ক, উত্তর নুনিয়াছড়া |
৩নং ওয়ার্ড | ৬নং ঘাট, বদর মোকাম, বড় বাজার |
৪নং ওয়ার্ড | পেশকার পাড়া, টেকপাড়া |
৫নং ওয়ার্ড | আলির জাহাল, এস এম পাড়া, পূর্ব টেকপাড়া |
৬নং ওয়ার্ড | উত্তর ডিক্কুল, বাস টার্মিনাল, উপজেলা সদর |
৭নং ওয়ার্ড | রুমালিয়ার ছড়া, রহমানিয়া মাদ্রাসা সড়ক, পাহাড়তলী |
৮নং ওয়ার্ড | বইল্যা পাড়া, বৌদ্ধ মন্দির সড়ক, বৈদ্যঘোনা, ঘোনার পাড়া |
৯নং ওয়ার্ড | মোহাজের পাড়া, বাদশা ঘোনা |
১০নং ওয়ার্ড | দক্ষিণ বাহারছড়া, পুরাতন স্টেডিয়াম |
১১নং ওয়ার্ড | মধ্য বাহারছড়া |
১২নং ওয়ার্ড | হোটেল মোটেল জোন, বৃহত্তর কলাতলী |
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
কক্সবাজার পৌরসভার সাক্ষরতার হার ৫৫.৭০%।[১] এ পৌরসভায় ১টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ১টি সরকারি মেডিকেল কলেজ, ২টি সরকারি কলেজ, ২টি বেসরকারি কলেজ, ৩টি কামিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা, ১৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান সমূহ[সম্পাদনা]
- বিশ্ববিদ্যালয়
- মেডিকেল কলেজ
- কলেজ
- কক্সবাজার সরকারি কলেজ
- কক্সবাজার সরকারি মহিলা কলেজ
- কক্সবাজার সিটি কলেজ
- কক্সবাজার ডিসি কলেজ
- মাদ্রাসা
- ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা
- কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা
- হাশেমিয়া কামিল মাদ্রাসা কক্সবাজার
- মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিম
- কলাতলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- কুতুবদিয়াপাড়া মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা
- হযরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়
- কক্সবাজার আইডিয়াল স্কুল
- কক্সবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়
- কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ
- কক্সবাজার পৌর প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়
- কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়
- কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়
- কুতুবদিয়াপাড়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়
- টিএমসি বালিকা উচ্চ বিদ্যালয়
- বাহারছড়া উচ্চ বিদ্যালয়
- বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী
- বিমানবন্দর পাবলিক উচ্চ বিদ্যালয়
- সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়
- সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- আইডিয়াল ইনস্টিটিউট
- বিবেকানন্দ বিদ্যা নিকেতন
- শহীদ এরশাদ স্মৃতি বিদ্যাপীঠ
- হাজী আলিমউদ্দিন স্মৃতি আদর্শ শিক্ষা নিকেতন
- প্রাথমিক বিদ্যালয়
- আবু বক্কর ছিদ্দিক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর নুনিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এস এম আমির হোছাইন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কস্তুরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘোনারপাড়া কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পেশকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- প্রিপারেটরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য ঝিলংজা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজী হাছান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
কক্সবাজার পৌরসভা এলাকায় দুটি প্রধান সড়কসহ অসংখ্য উপসড়ক ও অলি-গলি রয়েছে। জেলা সদরের বাসটার্মিনাল ও বিমানবন্দরটি পৌরসভা এলাকায় অবস্থিত। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহর থেকে আকাশপথে কক্সবাজার আসা যায়।
খাল ও নদী[সম্পাদনা]
কক্সবাজার পৌরসভার উত্তর সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁকখালী নদী।[১]
হাট-বাজার[সম্পাদনা]
কক্সবাজার পৌরসভায় মোট ৭টি হাট-বাজার রয়েছে।[১] প্রধান হাটবাজার হল বড়বাজার, মাছবাজার, পুরানো পান বাজার।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- কক্সবাজার সমুদ্র সৈকত (পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত)
- ঐতিহ্যবাহী লালদিঘী, গোলদিঘী ও বাজারঘাটা পুকুর
- ৪টি ভাস্কর্য (সাম্পান, স্টার ফিস, রূপচাঁদা, ঝিনুক ভাস্কর্য)
- কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজার বিমানবন্দর
- শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার
- রাডারস্টেশন (হিলটপ সার্কিট হাউজ সংলগ্ন)
- বার্মিজ মার্কেট
- বাঁকখালী বেড়িবাঁধ
- সার্কিট হাউজ
- নাজিরারটেক (এশিয়ার বৃহত্তম শুটকি পল্লী)
- ঐতিহাসিক বৌদ্ধ মন্দির, জাদি মুরা, বৌদ্ধ বিহার
- মিনি সুন্দরবন (নুনিয়ারছরার শেষাংশে)
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান মেয়র: মুজিবুর রহমান[৫]
কাউন্সিলর পরিষদের সদস্যরা হলেন-
- সংরক্ষিত
- মহিলা-১ আসনের কাউন্সিলর শাহেনা আকতার (প্যানেল মেয়র-৩)
- ২ নম্বর আসনের ইয়াছমিন আকতার,
- ৩ নম্বর আসনের জাহেদা আকতার ও
- ৪ নম্বর আসনের নাছিমা আক্তার। এছাড়া সাধারণ আসনের
- ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস আই এম আক্তার কামাল আজাদ,
- ২ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান,
- ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী,
- ৪ নম্বর ওয়ার্ডের মো. দিদারুল ইসলাম রুবেল,
- ৫ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দীন,
- ৬ নম্বর ওয়ার্ডের ওমর ছিদ্দিক লালু,
- ৭ নম্বর ওয়ার্ডের আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ,
- ৮ নম্বর ওয়ার্ডের রাজ বিহারী দাশ,
- ৯ নম্বর ওয়ার্ডের মো. হেলাল উদ্দিন কবীর, (প্যানেল মেয়র)
- ১০ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন সেতু,
- ১১ নম্বর ওয়ার্ডের নুর মোহাম্মদ মাঝু ও
- ১২ নম্বর ওয়ার্ডের কাজী মোরশেদ আহম্মদ বাবু।[৬]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ ঙ চ "এক নজরে পৌরসভা - কক্সবাজার সদর উপজেলা - কক্সবাজার সদর উপজেলা"। sadar.coxsbazar.gov.bd। ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৭।
- ↑ "কক্সবাজার পৌরসভার আয়তন বেড়েছে ৪ গুণ বাড়েনি নাগরিক সুবিধা"। এম এ মালেক। দৈনিক আজাদী। ২০১৬-০৩-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৩।
- ↑ "ওয়ার্ড সমূহ - কক্সবাজার সদর উপজেলা - কক্সবাজার সদর উপজেলা"। sadar.coxsbazar.gov.bd। ১৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৭।
- ↑ ক খ গ ঘ "Schools/Colleges in COX\'S BAZAR SADAR - Bangladesh School, College Directory"। edu.review.net.bd। ২২ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭।
- ↑ "কক্সবাজার পৌর মেয়র হলেন মুজিবুর রহমান"। Daily Nayadiganta।
- ↑ https://www.jugantor.com/country-news/81355/%E0%A6%B6%E0%A6%AA%E0%A6%A5-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8C%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE