রায়গঞ্জ পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রায়গঞ্জ পৌরসভা
পৌরসভা
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাসিরাজগঞ্জ জেলা
উপজেলারায়গঞ্জ উপজেলা
প্রতিষ্ঠা১৭-০৮-২০০৫[১]
সরকার
 • মেয়রমোঃ আব্দুল্লাহ আল পাঠান
আয়তন
 • মোট৬.২৯ বর্গকিমি (২.৪৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২১,০৯১
 • জনঘনত্ব৩,৪০০/বর্গকিমি (৮,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট১০০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

রায়গঞ্জ পৌরসভা বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার অন্তর্গত 'খ' শ্রেণির একটি পৌরসভা।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

ওয়ার্ডঃ ০৯টি ১নং ওয়ার্ড - ধানগড়া উত্তর, পূর্ব, পশ্চিম ও সিমলা অংশ। ২নং ওয়ার্ড - ধানগড়া ডাক্তারপাড়া,ধানগড়া মধ্য পালপাড়া,ধানগড়া প্রামাণিকপাড়া ও রায়গঞ্জ অংশ। ৩নং ওয়ার্ড - রনতিথা দক্ষিণ। ৪নং ওয়ার্ড - রনতিথা উত্তর,ধানগড়া উত্তর অংশ, পূর্ব লক্ষিকোলা দাশেরপাড়া,অফিসপাড়া। ৫নং ওয়ার্ড - পূর্ব লক্ষীকোলা আয়েড়পাড়া,সরকার পাড়া,ক্ষুদ্রবাশুরিয়া উত্তর ,দাশেরপাড়া অংশ। ৬নং ওয়ার্ড - পূর্ব লক্ষিকোলা,ক্ষুদ্রবাশুরিয়া দক্ষিণ। ৭নং ওয়ার্ড - গুনগাতীঁ ও মকিমপুর। ৮নং ওয়ার্ড - চকমথুর ও পূর্ব মহেশপুর। ৯নং ওয়ার্ড - পশ্চিম মহেশপুর, ঝাপড়া রামনাথ ও কুটিরচর।

মহল্লাঃ ২৯টি[১]

আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]

মোট আয়তনঃ ৬.২৯ বর্গ কি.মি.[১]

'মোট জনসংখ্যাঃ'২০২২ এর জনশুমারির তথ্য অনুযায়ী মোট জনসংখ্যা - ১৭,৮২৭ জন পুরুষ - ৮৬৩৯ জন মহিলা - ৯১৮৮ জন [১]

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

শিক্ষার হারঃ১০০%

শিক্ষা প্রতিষ্ঠানঃ[১]

  • কেজি স্কুল - ০৫টি
  • নূরানি মাদ্রাসা - ০৫টি
  • মহিলা মাদ্রাসা - ০৪টি
  • হাফিজিয়া মাদ্রাসা - ০৩টি
  • সরকারী প্রাথমিক বিদ্যালয় - ০৬টি
  • বেসরকারী প্রাঃ বিদ্যালয় - ০৬টি
  • বেসরকারী মাদ্রাসা - ০৩ টি
  • বেসরকারী উচ্চ বিদ্যালয় - ০২টি
  • সরকারি কলেজ - ০১টি
  • বেসরকারী কলেজ - ০২টি

জনপ্রতিনিধি[সম্পাদনা]

বর্তমান মেয়রঃ মোঃ আব্দুল্লাহ আল পাঠান[১] ওয়ার্ড কমিশনার - ০১.মোঃ নাদির সরকার ০২.মোঃ উজ্জল মাহমুদ ০৩.মোঃ জহুরুল ইসলাম সংরক্ষিত মহিলা কমিশনার -মোছাঃ নাসরিন বেগম ০৪.মোঃ সুলতান মাহমুদ ০৫.মোঃ জিয়া সরকার ০৬.মোঃ আবু রায়হান সরকার সংরক্ষিত মহিলা কমিশনার - মোছাঃ মাসুমা খাতুন ০৭.মোঃ আব্দুর রশিদ ০৮.মোঃ ওবায়দুর ইসলাম চপ্পল ০৯.মোঃ চাঁন মিয়া সংরক্ষিত মহিলা কমিশনার - মোছাঃ বিউটি খাতুন

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে রায়গঞ্জ পৌরসভা"raigonj.sirajganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]