কালকিনি পৌরসভা

স্থানাঙ্ক: ২৩°৪′২২″ উত্তর ৯০°১৩′৫১″ পূর্ব / ২৩.০৭২৭৮° উত্তর ৯০.২৩০৮৩° পূর্ব / 23.07278; 90.23083
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কালকিনি
পৌরসভা
কালকিনি পৌরসভা
কালকিনি পৌরসভা
কালকিনি পৌরসভা
কালকিনি বাংলাদেশ-এ অবস্থিত
কালকিনি
কালকিনি
বাংলাদেশে কালকিনি পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪′২২″ উত্তর ৯০°১৩′৫১″ পূর্ব / ২৩.০৭২৭৮° উত্তর ৯০.২৩০৮৩° পূর্ব / 23.07278; 90.23083 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলামাদারীপুর জেলা
উপজেলাকালকিনি উপজেলা
প্রতিষ্ঠাকাল১৯৯৭
সরকার
 • মেয়রএস এম হানিফ (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট২৭ বর্গকিমি (১০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪৬,২৫২
 • জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৭৯২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

কালকিনি পৌরসভা বাংলাদেশের মধ্যাঞ্চলের মাদারীপুর জেলার কালকিনি উপজেলার অন্তর্গত একটি প্রথম শ্রেণীর পৌরসভা

আয়তন[সম্পাদনা]

কালকিনি পৌরসভা আয়তন ৬৬৭১.৮৪৬ একর (২৭ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কালকিনি পৌরসভায় সর্বমোট ৪৬,২৫২ (পুরুষ- ২৩,৮২২; মহিলা- ২২,৪৩০) পৌর নাগরিক পৌর এলাকায় বসবাস করেন।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

মাদারীপুর জেলার দক্ষিণ প্রান্তে কালকিনি পৌরসভার অবস্থান। জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব ২২ কিলোমিটার। এ পৌরসভার উত্তরে আলীনগর ও বালীগ্রাম ইউনিয়ন, পূর্বে এনায়েতনগর, শিকারমংগল ও চরদৌলতখান ইউনিয়ন, দক্ষিণে রমজানপুর ইউনিয়ন, খাঞ্জাপুর ইউনিয়ন, গৌরনদী উপজেলা এবং পশ্চিমে গোপালপুর ইউনিয়ন অবস্থিত।[১]

ভৌগোলিক অবস্থানঃ ২৩°০৪'২০.৯" উত্তর অক্ষাংশ এবং ৯০°১৪'০৫" পূর্ব দ্রাঘিমাংশ।

প্রতিষ্ঠাকাল[সম্পাদনা]

১৯৯৭ খ্রিষ্টাব্দে কালকিনি পৌরসভা স্থাপিত হয়। যা পরবর্তীতে ২০১৬ খ্রিষ্টাব্দের ১২ জানুয়ারি প্রথম শ্রেনীতে উন্নিত করা হয়।[২]

নামকরণ[সম্পাদনা]

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

কালকিনি পৌরসভার প্রশাসনিক কার্যক্রম কালকিনি উপজেলার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২২০নং নির্বাচনী এলাকা মাদারীপুর-৩ এর অংশ।

এ পৌরসভায় ৯টি ওয়ার্ড, ৩৮টি মহল্লা রয়েছে।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

কালকিনি পৌরসভার সাক্ষরতার হার ৫১.৪০%। এ পৌরসভায় ১টি কলেজ, ৪টি মাদ্রাসা, ৭টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি কওমী মাদ্রাসা, ২৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

কালকিনি পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক কালকিনি-ভুরঘাটা সড়ক। যে কোন যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া মোট রাস্তা কাঁচা ১৬৫.০০ কি.মি., সিসি/আরসিসি ১৯.০০ কি.মি., সলিং ১৩.০০ কি.মি., এইচ বি বি ৯.০০ কি.মি. এবং কার্পেটিং ৫৫.০০ কি.মি.। ব্রীজ ৬৮টি এবং কালভার্ট ৩৫টি।

স্বাস্থ্য[সম্পাদনা]

কালকিনি পৌরসভায় ১টি সরকারি হাসপাতাল, ৭টি বেসরকারি হাসপাতাল এবং ১টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, ৪৯টি ইপিআই সেন্টার রয়েছে।

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

কালকিনি পৌরসভায় ১৩৭টি মসজিদ, ১০টি ঈদগাহ, ৯টি মন্দির রয়েছে।

খাল ও নদী[সম্পাদনা]

  • পালরদী

পত্র-পত্রিকা ও সাময়িকী[সম্পাদনা]

অন্ লাইন পত্রিকা: কলকিনি ২৪ ডট কম, আমাদের মাদারীপুর ডট কম;

সাপ্তাহিক: সাপ্তাহিক কালকিনি বার্তা;

অবলুপ্ত: বালারঞ্জিকা (১৮৬৩)।[৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কালকিনি উপজেলা" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. হাসান, আবির (২০১৭-০৭-০৫)। "নুন্যতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত কালকিনি পৌরবাসী"Dasharbarta (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "কালকিনি উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]