রাজনগর উপজেলা
রাজনগর | |
---|---|
উপজেলা | |
বাংলাদেশে রাজনগর উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩১′ উত্তর ৯১°৫২′ পূর্ব / ২৪.৫১৭° উত্তর ৯১.৮৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | মৌলভীবাজার জেলা |
আয়তন | |
• মোট | ৩৪৯.৬৩ বর্গকিমি (১৩৪.৯৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,৩২,৬৬৬ |
• জনঘনত্ব | ৬৭০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮.৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩২৪০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ ৮০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
রাজনগর উপজেলা বাংলাদেশের মৌলভীবাজার জেলার একটি প্রশাসনিক এলাকা। রাজনগর সদর ইউনিয়ন হলো রাজনগর উপজেলার প্রাণকেন্দ্র।
অবস্থান ও আয়তন[সম্পাদনা]
আয়তনঃ ৩৪৯.৬৩ বর্গ কিঃ মিঃ। উত্তরে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা; পূর্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা; দক্ষিণে মৌলভীবাজার সদর উপজেলা ও কমলগঞ্জ উপজেলা; পশ্চিমে মৌলভীবাজার সদর উপজেলা।[২]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
রাজনগর উপজেলায় বর্তমানে ৮টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম রাজনগর থানার আওতাধীন।[৩]
ইতিহাস[সম্পাদনা]
প্রাচীন যুগে রাজনগর এলাকাটি কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো, এবং মধ্যযুগে মোঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো।
ঐতিহাসিক ও দর্শনীয় স্থান[সম্পাদনা]
- দেওয়ান বাড়ী (করিমুন্নেসা),
- কমলা রানির দিঘী (সাগর দিঘি),
- সরখরনগর দিঘী,
- পর্বতপুর চা বাগান,
- করিমপুর চা বাগান,
- লোহাইউনী চা বাগান,
- ইটা চা বাগান ইত্যদি।
- পাচঁগাও বধ্যভূমি
উপজেলার ঐতিহ্য[সম্পাদনা]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
মোট জনসংখ্যা ২,৩২,৬৬৬জন। পুরুষ ১,১৩,১৪৮জন, মহিলা ১,১৯,৫১৭ জন।
শিক্ষা[সম্পাদনা]
রাজনগরে শিক্ষার হার ৬৭.২%। নারী শিক্ষার হার ৫২.৬%। কলেজ ২, মাধ্যমিক বিদ্যালয় ১৩, প্রাথমিক বিদ্যালয় ১৪২, স্যাটেলাইট স্কুল ১৫, মাদ্রাসা ১৮। এখানে রয়েছে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়
অর্থনীতি[সম্পাদনা]
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৫১.৬১%, অকৃষি শ্রমিক ১৪.০৭%, ব্যবসা ৮.১৬%, পরিবহন ও যোগাযোগ ১.৫৫%, চাকরি ৩.৫৫%, নির্মাণ ১.২৩%, ধর্মীয় সেবা ০.৩৪%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৫.৪৭% এবং অন্যান্য ১৪.০২%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪৫.৬২%, ভূমিহীন ৫৪.৩৮%। শহরে ৪৪.০৪% এবং গ্রামে ৪৫.৭২% পরিবারের কৃষিজমি রয়েছে।
প্রধান কৃষি ফসল ধান, চা, আলু, সরিষা, আদা, হলুদ, পান, শাকসবজি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি তিল, মিষ্টি আলু, অড়হর।
প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, আনারস, জাম, কলা, পেঁপে।
মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ১১, গবাদিপশু ২৫, হাঁস-মুরগি ৩২।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
বিবিধ[সম্পাদনা]
- পত্র-পত্রিকা
১. রাজনগর বার্তা (প্রিন্ট)-অনলাইন ২. রাজনগরের ডাক (অনিয়মিত) ৩. সাপ্তাহিক রাজনগর ৪. শৈশব (ত্রৈমাসিক) ৫. জাগরণ (ত্রৈমাসিক) ৬. নবযাত্রা (মাসিক) ৭. রাজনগরের খবর (মাসিক)
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে রাজনগর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৭ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৬।
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "উপজেলার ভৌগোলিক পরিচিতি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইউনিয়নসমূহ - রাজনগর উপজেলা"। rajnagar.moulvibazar.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |