ভালুকা পৌরসভা
ভালুকা পৌরসভা | |
---|---|
পৌরসভা | |
দেশ | ![]() |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | ভালুকা উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৯৮[১] |
সরকার | |
• মেয়র | এ.কে.এম. মেজবাহ উদ্দিন[২] (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ১০.৬৮ বর্গকিমি (৪.১২ বর্গমাইল) |
• ক্রম | ১,৬০,০০০ জন[৩] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ভালুকা পৌরসভা বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার অন্তর্গত একটি "ক শ্রেণির" পৌরসভা।[১][৩]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
পৌরসভাটি ময়মনসিংহ জেলাধীন ভালুকা উপজেলা সদরে অবস্থিত। রাজধানী থেকে এটির দূরত্ব উত্তর দিকে মাত্র ৮০ কি.মি. এবং ময়মনসিংহ থেকে মাত্র ৪৫ কি.মি. দক্ষিণে। পৌরসভাটি ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের উভয় পার্শ্বে অবস্থিত। রাজধানী থেকে ময়মনসিংহে যাওয়ার পথে বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য ভাওয়াল জাতীয় উদ্যানের নিকটবর্তী স্থানে অবস্থিত। এটি বৃহত্তর ময়মনসিংহের সড়ক পথের প্রবেশদ্বার এবং বৃহত্তর ময়মনসিংহ হতে ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত।[১]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
পৌরসভাটি ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। [৩][৪]
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
সীমানাঃ উত্তরে ভরাডোবা ও মল্লিকবাড়ী ইউনিয়ন, পূর্বে ভরাডোবা ভালুকা ইউনিয়ন, দক্ষিণে ভালুকা ও মল্লিকবাড়ী ইউনিয়ন,এবং পশ্চিমে মল্লিকবাড়ী ইউনিয়ন। জেলা সদর থেকে দূরত্ব ৪৮ কি.মি.। আয়তন ১০.৬৮ বর্গ কি.মি.।[৪]
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- সরকারী প্রাথমিক বিদ্যালয় - ৬টি[৩][৪]
- সরকারী উচ্চ বিদ্যালয় - ৩টি
- সরকারী কলেজ - ৪টি
- স্কুল এবং কলেজ - ১৩টি
- কাওমি মাদ্রাসা - ২টি
- অন্যান্য মাদ্রাসা - ২টি
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান মেয়রঃ এ.কে.এম. মেজবাহ উদ্দিন (২০১৬-বর্তমান)[২]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "ভালুকা পৌরসভা সম্পর্কে তথ্য"। bhalukapourashava.org। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
- ↑ ক খ "ময়মনসিংহে ২ পৌরসভায় স্বতন্ত্র, ১টিতে নৌকার জয়"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-১১।
- ↑ ক খ গ ঘ "ভালুকা পৌরসভা"। bdmayor.com। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
- ↑ ক খ গ "এক নজরে ভালুকা পৌরসভা"। bhaluka.mymensingh.gov.bd। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।