চকরিয়া পৌরসভা

স্থানাঙ্ক: ২১°৪৭′১০″ উত্তর ৯২°৪′৪২″ পূর্ব / ২১.৭৮৬১১° উত্তর ৯২.০৭৮৩৩° পূর্ব / 21.78611; 92.07833
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চকরিয়া
পৌরসভা
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
চকরিয়া বাংলাদেশ-এ অবস্থিত
চকরিয়া
চকরিয়া
বাংলাদেশে চকরিয়া পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪৭′১০″ উত্তর ৯২°৪′৪২″ পূর্ব / ২১.৭৮৬১১° উত্তর ৯২.০৭৮৩৩° পূর্ব / 21.78611; 92.07833 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাচকরিয়া উপজেলা
প্রতিষ্ঠাকাল১৪ ডিসেম্বর, ১৯৯৪
সরকার
 • পৌর মেয়রআলমগীর চৌধুরী (আওয়ামী লীগ)
আয়তন
 • মোট১৫.৪২ বর্গকিমি (৫.৯৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১,১৮,৫৪০
 • জনঘনত্ব৭,৭০০/বর্গকিমি (২০,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৯.৯৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৪০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

চকরিয়া পৌরসভা বাংলাদেশের কক্সবাজার জেলার একটি পৌরসভা

আয়তন[সম্পাদনা]

চকরিয়া পৌরসভার আয়তন ১৫.৪২ বর্গ কিলোমিটার।[১]

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চকরিয়া পৌরসভার লোকসংখ্যা ১,১৮,৫৪০ জন। এর মধ্যে পুরুষ ৬০,৪৭১ জন এবং মহিলা ৫৮,০৬৯ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ২%।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

কক্সবাজার জেলা সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে চকরিয়া পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে লক্ষ্যারচর ইউনিয়ন, পূর্বে কাকারা ইউনিয়নফাঁসিয়াখালী ইউনিয়ন, দক্ষিণে চিরিঙ্গা ইউনিয়ন এবং পশ্চিমে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন অবস্থিত।

প্রতিষ্ঠাকাল[সম্পাদনা]

চকরিয়া পৌরসভা ১৯৯৪ সালে ১৪ ডিসেম্বর গঠিত হয়। এটি একটি শ্রেণীর পৌরসভা। চকরিয়া পৌরসভার প্রথম প্রশাসক হলেন এডভোকেট আমজাদ হোসেন। [১]

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

৯টি ওয়ার্ড নিয়ে এই পৌর এলাকাটি গঠিত হয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ।

ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাগুলো হল:

ওয়ার্ড নং ওয়ার্ডের আওতাধীন এলাকা
১নং ওয়ার্ড কাজির পাড়া,বাজার পাড়া,আবদুল বারী পাড়া,আমান পাড়া,নুর বাপের পাড়া, ছাবেত পাড়া, তরছ পাড়া, জালিয়া পাড়া।
২নং ওয়ার্ড হালকাকারা, লক্ষ্যারচর চরপাড়া
৩নং ওয়ার্ড লক্ষ্যারচর, বাটাখালী
৪নং ওয়ার্ড নিজপানখালী
৫নং ওয়ার্ড করাইয়াঘোনা,পশ্চিম করাইয়াঘোনা,দক্ষিণ করাইয়াঘোনা,খন্ডকার পাড়া,রসিদারবিল পাড়া,কাহারিয়াঘোনার একাংশ।

এটি আয়তনে ও জনসংখ্যার পৌরসভার বৃহত্তম ওয়ার্ড।

৬নং ওয়ার্ড কাহারিয়াঘোনা, মধ্য চকরিয়া
৭নং ওয়ার্ড পালাকাটা
৮নং ওয়ার্ড চকরিয়া
৯নং ওয়ার্ড পশ্চিম দিগরপানখালী

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

চকরিয়া পৌরসভার সাক্ষরতার হার ৩৯.৯৬%।[২] এখানে ৪টি কলেজ, ১টি আইটি প্রতিষ্ঠান, ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি দাখিল মাদ্রাসা, ১০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ
আইটি প্রতিষ্ঠান
  • ফ্রিল্যান্সার একাডেমি
  • কোয়ালিটি কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট
মাধ্যমিক বিদ্যালয়

[৩]

মাদ্রাসা
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • অনুশীলন একাডেমী
  • আস সাফা আদর্শ শিক্ষানিকেতন
  • কুসুমকলি শিক্ষানিকেতন
  • চকরিয়া আল হেরা স্কুল এন্ড কলেজ
  • চকরিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ
  • চকরিয়া প্রত্যাশার আলো শিক্ষালয়
  • চকোরী পৌর আদর্শ শিক্ষানিকেতন
  • চাইল্ডস মডার্ন ইনস্টিটিউট
  • লিটল জুয়েলস সমবায় প্রি-ক্যাডেট স্কুল
  • লোটেইন রেডিয়্যান্স ক্যাডেট স্কুল
প্রাথমিক বিদ্যালয়
  • করাইয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাজীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাহারিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চিরিঙ্গা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নিজপানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম দিগরপানখালী সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাটাখালী (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লক্ষ্যারচর চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লক্ষ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

চকরিয়া পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।[১]

স্বাস্থ্য[সম্পাদনা]

চকরিয়া পৌরসভায় ১টি সরকারি হাসপাতাল, ৪টি বেসরকারি হাসপাতাল ও ৪টি ক্লিনিক রয়েছে।[১]

খাল ও নদী[সম্পাদনা]

চকরিয়া পৌরসভার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে মাতামুহুরী নদী[১]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান পৌর মেয়র: আলমগীর চৌধুরী[৪]
  • কাউন্সিলরঃ মোঃ নুরুস শফি(১)
  • কাউন্সিলরঃ মোঃ সাইফুল ইসলাম(২)
  • কাউন্সিলরঃ এ এইচ এম ইফতেখারুল ইসলাম(৩)
  • কাউন্সিলরঃ জাফর আলম(৪)
  • কাউন্সিলরঃ ফোরকানুল ইসলাম তিতু(৫)
  • কাউন্সিলরঃ আব্দুচ ছালাম(৬)
  • কাউন্সিলরঃ নুরুল আমিন (৭)
  • কাউন্সিলরঃ মোহাম্মদ মুজিবুল হক(৮)
  • কাউন্সিলরঃ বেলাল উদ্দীন (৯)
  • সংরক্ষিত কাউন্সিলরঃ রাশেদা বেগম(১,২,৩)
  • সংরক্ষিত কাউন্সিলরঃ ফারহানা ইয়াছমিন(৪,৫,৬)
  • সংরক্ষিত কাউন্সিলরঃআঞ্জুমান আরা বেগম(৭,৮,৯)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

চকরিয়া পৌরসভা "১নং ওয়ার্ড" তরছ পাড়া