আদমপুর ইউনিয়ন, কমলগঞ্জ
আদমপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে আদমপুর ইউনিয়ন, কমলগঞ্জের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৪′৫৩.০০২″ উত্তর ৯১°৫৩′৪৯.৯৯৯″ পূর্ব / ২৪.২৪৮০৫৬১১° উত্তর ৯১.৮৯৭২২১৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | মৌলভীবাজার জেলা |
উপজেলা | কমলগঞ্জ উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১১,৪১২ হেক্টর (২৮,১৯৯ একর) |
জনসংখ্যা | |
• মোট | ২৭,২৩২ |
• জনঘনত্ব | ২৪০/বর্গকিমি (৬২০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ ৫৬ ১৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আদমপুর ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ইউনিয়ন।[১][২]এই ইউনিয়নটি মনিপুরী শাড়ীর জন্য বেশ সুনাম অর্জন করেছে।বাংলাদেশে মনিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই এলাকায় বেশি দেখা যায়।আদমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদাল হোসেন।যিনি ২০২২ সালে অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করেন।
আদমপুর ইউনিয়নের সবচেয়ে পরিচিত ও ঐতিহ্যবাহি জায়গা হলো নইনারপার বাজার। অনেকে এটিকে আদমপুরের প্রাণকেন্দ্র বলেও চিনেন।
অবস্থান
[সম্পাদনা]কমলগঞ্জ উপজেলা হতে ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দুরত্ব ৯ কিঃ মিঃ। [১]
ইতিহাস
[সম্পাদনা]৭নং আদমপু ইউনিয়ন ২৪টি গ্রাম নিয়ে গঠিত। নানা সম্প্রদায়ের লোকের বসবাস। উপজাতি সম্প্রদায় মনিপুরী মীতৈ, বিষ্ণুপ্রিয়া মনিপুরী, পাঙ্গাল, খাসিয়া, গারো ইত্যাদি এবং অনগ্রসর সম্প্রদায় হিসাবে শব্দকর ও নমঃসুদ্র সমাজের বসবাস। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে এ ইউনিয়ন তার আপন গতিতে চলমান।[১]
ভানুবিল কৃষকপ্রজা আন্দোলন কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক ঘটনা। বাংলা ১৩০৭ সনে সংঘটিত এই ঘটনায় মণিপুরী কৃষকরা ব্রিটিশ ও তাদের পোষ্য জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
উল্লেখ্য, ১৯৫৮ সালে আইয়ুব খান এর মৌলিক গণতন্ত্র নীতির আলোকে পাকিস্তান জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রাক্তন সদস্য, দানশীল ব্যক্তিত্ব মো. কেরামত আলীর পরামর্শক্রমে ও পাকিস্তান জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য মোহাম্মদ মুহিবুর রহমান এর পরিকল্পনামতে আদমপুর ইউনিয়ন এর সীমানা নির্ধারিত হয়।
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]আয়তন: ১১৪ বর্গ কি:মি:। লোকসংখ্যা : ২৭১৪৯ জন (পুরুষ- ১৩১৫৫, মহিলা- ১৩৯৯০)। [১]
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার: ৭০%। [১]
শিক্ষা প্রতিষ্ঠান:[১]
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : ১৪টি
- বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : ০৮টি
- উচ্চ বিদ্যালয় : ০২টি
- জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র : ০১ টি
- মাদ্রাসা: ০৪টি
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান:[১]
- এম. এ. ওহাব উচ্চ বিদ্যালয়,আদমপুর
- একে বাংলা স্কুল,নয়াপত্তন।
- আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়, আদমপুর বাজার।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- কালেঞ্জী পান পুঞ্জি
- ১০ নং রোড, নইনারপার বাজার
- আদমপুর বন
- মনিপুরী কমপ্লেক্স (মাঝের গাঁও)
- চাউবা মেমোরিয়াল মণিপুরি ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিউজিয়াম, ছনগাঁও
- মনিপুরী কালচারেল কমপ্লেক্স (তেতইগাঁও)
- ভানুবিল কৃষক আন্দোলন (উত্তর ভানুবিল)
গ্রাম সমূহ
[সম্পাদনা]হকতিয়ারখোলা, কাটাবিল, কেওয়ালীঘাট, মধ্যভাগ, বনগাঁও, নওয়াগাঁও, উত্তরভাগ, জালালপুর, বন্দরগাঁও, পূর্ব জালালপুর, কাউয়ারগলা, রাজকান্দি, আধগানী, কোনাগাঁও, ছনগাঁও, ভানুবিল, মাঝেরগাঁও, নয়াপত্তন, উত্তর ভানুবিল, ঘোড়ামারা, তিলকপুর, হোমেরজান, তেতইগাঁও, কান্দিগাঁও, পশ্চিম জালালপুর। [১]
হাট-বাজার
[সম্পাদনা]- আদমপুর বাজার
- রানীর বাজার
- নইনারপার বাজার
- আধকানি নতুন বাজার
- হেরেংগা বাজার
- মধ্যভাগ বাজার
খাল ও নদী
[সম্পাদনা]- নইনাছড়া নদী। যা নইনারপার বাজার ঘেঁষে প্রবাহিত হয়েছে।
- ধলাই নদী
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "এক নজরে আদমপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩ অক্টোবর ২০১৮। ৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৯।
- ↑ "কমলগঞ্জ উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ এপ্রিল ২০১৫। ৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৯।