নান্দাইল পৌরসভা
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
নান্দাইল পৌরসভা | |
---|---|
পৌরসভা | |
দেশ | ![]() |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | নান্দাইল উপজেলা |
প্রতিষ্ঠা | ১৯৯৭[১] |
সরকার | |
• মেয়র | মো. রফিক উদ্দিন ভূইয়া[১] (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২৩ বর্গকিমি (৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫০,০০০[২] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
নান্দাইল পৌরসভা বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা।[১][২]
নামকরণ[সম্পাদনা]
এক সময়ে নন্দদুলাল নামের এক জমিদার ছিলেন। জমিদারি সীমানা তিনি নির্ধারণ করেছিলেন আইলের মাধ্যমে। মোগল আমলে এ এলাকার জনগণের নিকট থেকে জমির খাজনা আদায় করা খুবই দুরূহ ছিল। নন্দলাল প্রজাদের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করে খাজনা আদায়ে সাফল্য লাভ করেন। তখন থেকেই এ এলাকার নাম তার নামানুসারে নান্দাইল রাখা হয়। নন্দ দুলালের "নন্দ"। এর সঙ্গে আইল অপভ্রংশ যুক্ত হয়ে নান্দাইল নামকরণ হয়।
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
উত্তরে ঈশ্বরগঞ্জ, পূর্বে কেন্দুয়া উপজেলা, দক্ষিণে হোসেনপুর উপজেলা এবং পশ্চিমে গফরগাঁও।[৩]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
ওয়ার্ডঃ ০৯ টি ওয়ার্ড সমূহ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নান্দাইল পৌরসভার ওয়ার্ডসমূহ
ওয়ার্ডের নং | অন্তর্ভূক্ত গ্রাম/মহল্লার নাম |
---|---|
১নং | বালিয়াপাড়া, কাঠলীপাড়া |
২নং | কাকচর, ভূইয়াপাড়া |
৩নং | ঝালুয়া |
৪নং | পাছপাড়া |
৫নং | চারি আনি পাড়া |
৬নং | আমোদাবাদ |
৭নং | আচারগাঁও, ঝাউগড়া |
৮নং | চন্ডীপাশা, দশালিয়া |
৯নং | চন্ডীপাশা |
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
- মোট আয়তনঃ ২৩ বর্গ কি.মি.
- মোট জনসংখ্যাঃ ৫০,০০০ জন[২]
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- শিক্ষার হারঃ
- শিক্ষা প্রতিষ্ঠানঃ
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান মেয়রঃ মো. রফিক উদ্দিন ভূইয়া[১] (২০১৬ - )
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ "যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নান্দাইল পৌরসভার মেয়র: সব এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করেছি"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
- ↑ ক খ গ "নান্দাইল পৌরসভা"। bdmayor.com। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
- ↑ উদ্ধৃতি ত্রুটি: অবৈধ
<ref>
ট্যাগ;np
নামের সূত্রের জন্য কোন লেখা প্রদান করা হয়নি