নান্দাইল পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নান্দাইল পৌরসভা
পৌরসভা
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলানান্দাইল উপজেলা
প্রতিষ্ঠা১৯৯৭[১]
সরকার
 • মেয়রমো. রফিক উদ্দিন ভূইয়া[১] (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট২৩ বর্গকিমি (৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৫০,০০০[২]
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

নান্দাইল পৌরসভা বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা।[১][২]

নামকরণ[সম্পাদনা]

এক সময়ে নন্দদুলাল নামের এক জমিদার ছিলেন। জমিদারি সীমানা তিনি নির্ধারণ করেছিলেন আইলের মাধ্যমে। মোগল আমলে এ এলাকার জনগণের নিকট থেকে জমির খাজনা আদায় করা খুবই দুরূহ ছিল। নন্দলাল প্রজাদের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করে খাজনা আদায়ে সাফল্য লাভ করেন। তখন থেকেই এ এলাকার নাম তার নামানুসারে নান্দাইল রাখা হয়। নন্দ দুলালের "নন্দ"। এর সঙ্গে আইল অপভ্রংশ যুক্ত হয়ে নান্দাইল নামকরণ হয়।

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

উত্তরে ঈশ্বরগঞ্জ, পূর্বে কেন্দুয়া উপজেলা, দক্ষিণে হোসেনপুর উপজেলা এবং পশ্চিমে গফরগাঁও।[৩]

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

নান্দাইল পৌরসভা ৯টি ওয়ার্ডে বিভক্ত। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নান্দাইল পৌরসভার ওয়ার্ডসমূহ:

পৌরসভার ওয়ার্ডের মানচিত্র
পৌরসভার মৌজার মানচিত্র
ওয়ার্ড মৌজা অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লা
নান্দাইল বালিয়াপাড়া, কাঠলীপাড়া
নান্দাইল কাকচর, ভূইয়াপাড়া
ঝালুয়া, ভাটি ঝালুয়া
নান্দাইল, ভাটি পাছপাড়া
নান্দাইল চারি আনি পাড়া
আমোদাবাদ, আচারগাঁও আমোদাবাদ, গারুয়া (ভাটুয়াপাড়া), গারুয়া
আচারগাঁও আচারগাঁও, ঝাউগড়া
চণ্ডীপাশা, দশালিয়া চণ্ডীপাশা, দশালিয়া
চণ্ডীপাশা চণ্ডীপাশা

আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]

  • মোট আয়তনঃ ২৩ বর্গ কি.মি.
  • মোট জনসংখ্যাঃ ৫০,০০০ জন[২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নান্দাইল পৌরসভার মেয়র: সব এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করেছি"যুগান্তর। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  2. "নান্দাইল পৌরসভা"bdmayor.com। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; np নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি