বিষয়বস্তুতে চলুন

ঠাকুরগাঁও পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঠাকুরগাঁও পৌরসভা

ঠাকুরগাঁও পৌরসভা রংপুর বিভাগের অন্তর্গত ঠাকুরগাঁও জেলা সদরে অবস্থিত একটি পৌরসভা। এটি জেলার ৩টি পৌরসভার মধ্যে সর্ববৃহৎ।

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয় শহরের কলেজ রোড এলাকায় টাঙ্গন নদীর তীরে অবস্থিত। বর্তমানে জগন্নাথপুর, সালান্দর,আকচা, নিশ্চিন্তপুর, গোন্দিনগর,ছিটচিলারং,হরিহরপুর ও রহিমানপুর এই আটটি মৌজার মোট ৩০.০০ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এ পৌরসভাটির অবস্থান।

জনসংখ্যা

[সম্পাদনা]

ইতিহাস

[সম্পাদনা]

১লা মার্চ,১৯৫৮ ইং তারিখে নিশ্চিন্তপুর, জগন্নাথপুর,  সালন্দর ও গোবিন্দনগর এই ৪টি মৌজা সহ মোট ১৬.০০ বর্গ কিলোমিটার  জায়গা নিয়ে এ পৌরসভা গঠিত হয়। পরবর্তীতে  ৩রা ফেব্রুয়ারি ১৯৯৭ ইং তারিখে এটি ‘‘ক’’  শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়।[]

ওয়ার্ড ও মহল্লা

[সম্পাদনা]

ঠাকুরগাঁও পৌরসভার অন্তর্গত মোট ওয়ার্ড ১২ টি এবং মহল্লা ৩০ টি।

প্রশাসন ও শাখাসমূহ

[সম্পাদনা]

ঠাকুরগাঁও পৌরসভার বর্তমান মেয়রের আঞ্জুমান আরা বন্যা। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ এর প্রার্থী হিসেবে জয়লাভ করেন । এর বিভিন্ন শাখা নিম্নরূপঃ

১। সাধারণ শাখা

২। এসেসমেন্ট শাখা

৩। হিসাব শাখা

৪। কর আদায় শাখা

৫। লাইসেন্স শাখা

৬। বাজার শাখা

৭। পরিচ্ছন্নতা শাখা

৮। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন শাখা

তথ্যসূত্র

[সম্পাদনা]

১। জেলা তথ্য বাতায়ন

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. [www.thakurgaon.gov.bd "জেলা তথ্য বাতায়ন"] |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)