বিষয়বস্তুতে চলুন

বাঘাইছড়ি পৌরসভা

বাঘাইছড়ি
পৌরসভা
বাঘাইছড়ি পৌরসভা
বাঘাইছড়ি বাংলাদেশ-এ অবস্থিত
বাঘাইছড়ি
বাঘাইছড়ি
বাংলাদেশে বাঘাইছড়ি পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৯′১৬″ উত্তর ৯২°১১′১৭″ পূর্ব / ২৩.১৫৪৪৪° উত্তর ৯২.১৮৮০৬° পূর্ব / 23.15444; 92.18806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলারাঙ্গামাটি জেলা
উপজেলাবাঘাইছড়ি উপজেলা
প্রতিষ্ঠাকাল২০০৪
সরকার
  পৌর মেয়রমোহাম্মদ জাফর আলী খান (আওয়ামী লীগ)
আয়তন
  মোট২২.৮৭ বর্গকিমি (৮.৮৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৬৪,২১১
  জনঘনত্ব২,৮০০/বর্গকিমি (৭,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৫.৩৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৫৯০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

বাঘাইছড়ি পৌরসভা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত একটি পৌরসভা

আয়তন

[সম্পাদনা]

বাঘাইছড়ি পৌরসভার আয়তন ২২.৮৭ বর্গ কিলোমিটার।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী পৌরসভার জনসংখ্যা ১৫,৬৪৪জন। এর মধ্যে ১২,৪৩৬জন মুসলিম, ২,৪৪৫জন বৌদ্ধ, ৭৪৩জন হিন্দু। নৃতাত্ত্বিকভাবে ১৩,৩১৯জন বাঙালি, ২,২২৩জন চাকমা ও ১০২জন অন্যান্য।[]

অবস্থান ও সীমানা

[সম্পাদনা]

বাঘাইছড়ি উপজেলার দক্ষিণাংশে বাঘাইছড়ি পৌরসভার অবস্থান। রাঙ্গামাটি জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব ১৪৬ কিলোমিটার। এ পৌরসভার পূর্বে মারিশ্যা ইউনিয়নবাঘাইছড়ি ইউনিয়ন, দক্ষিণে বাঘাইছড়ি ইউনিয়ন এবং পশ্চিমে ও উত্তরে রূপকারী ইউনিয়ন অবস্থিত।[]

প্রতিষ্ঠাকাল

[সম্পাদনা]

২০০৪ সালে বাঘাইছড়ি পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে| এটি একটি শ্রেণীর পৌরসভা।

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

বাঘাইছড়ি পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম বাঘাইছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ।

ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ হল:

ওয়ার্ড নং এলাকার নাম
১নং ওয়ার্ড মধ্যম পাড়া, মাস্টার পাড়া, পুরাণ মারিশ্যা, ঢেবার পাড়া
২নং ওয়ার্ড পশ্চিম মুসলিম ব্লক, গুচ্ছগ্রাম, মাতব্বর পাড়া
৩নং ওয়ার্ড মুসলিম ব্লক, ইমাম পাড়া, কলেজ পাড়া
৪নং ওয়ার্ড হাজী পাড়া, উপজেলা সদর, মাদ্রাসা পাড়া
৫নং ওয়ার্ড কাচালং বাজার, মোস্তফা কলোনী, জামাল পাড়া, গুচ্ছগ্রাম, বৌদ্ধ কলোনী, মডেল টাউন, বেলীব্রিজ
৬নং ওয়ার্ড হেডম্যান পাড়া, চেয়ারম্যান পাড়া, বটতলী, পূর্ব লাইল্যাঘোনা, পশ্চিম লাইল্যাঘোনা
৭নং ওয়ার্ড মধ্যম বাঘাইছড়ি, এফ ব্লক, জি ওয়ান ব্লক
৮নং ওয়ার্ড কাদের মেম্বার পাড়া, উত্তর উগলছড়ি, দক্ষিণ উগলছড়ি, দক্ষিণ বাঘাইছড়ি
৯নং ওয়ার্ড মধ্যম বাঘাইছড়ি, তালুকদার পাড়া, বাবু পাড়া

[]

শিক্ষা ব্যবস্থা

[সম্পাদনা]

বাঘাইছড়ি পৌরসভার সাক্ষরতার হার ৪৫.৩৭%।[] এ পৌরসভায় ১টি ডিগ্রী কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
কলেজ

[]

মাধ্যমিক বিদ্যালয়

[]

মাদ্রাসা

সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা

[]

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • কাচালং মেদিনীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • বটতলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

[]

প্রাথমিক বিদ্যালয়
  • আয়নামতি আজিজ পাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাঘাইছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাঘাইছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মারিশ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

বাঘাইছড়ি পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া রাঙ্গামাটি জেলা সদর থেকে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। লঞ্চ, স্পীডবোট, ইঞ্জিন চালিত বোট প্রধান যোগাযোগ মাধ্যম।

খাল ও নদী

[সম্পাদনা]

বাঘাইছড়ি পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কাচালং নদী[]

হাট-বাজার

[সম্পাদনা]

বাঘাইছড়ি পৌরসভার প্রধান হাট-বাজার হল কাচালং বাজার।[]

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
পৌর মেয়ররাজনৈতিক দল
মোহাম্মদ জাফর আলী খানবাংলাদেশ আওয়ামী লীগ

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "এক নজরে পৌরসভা - বাঘাইছড়ি উপজেলা-"www.baghaichari.rangamati.gov.bd[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
  3. "ওয়ার্ড সমূহ - বাঘাইছড়ি উপজেলা-"baghaichari.rangamati.gov.bd[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; banglapedia.org নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  5. "কাচালং ডিগ্রি কলেজ"www.baghaichari.rangamati.gov.bd। ৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৮
  6. "মাধ্যমিক বিদ্যালয় - বাঘাইছড়ি উপজেলা-"www.baghaichari.rangamati.gov.bd
  7. "মাদ্রাসা - বাঘাইছড়ি উপজেলা-"www.baghaichari.rangamati.gov.bd
  8. "নিম্নমাধ্যমিক বিদ্যালয়"www.baghaichari.rangamati.gov.bd
  9. "প্রাথমিক বিদ্যালয় - বাঘাইছড়ি উপজেলা-"www.baghaichari.rangamati.gov.bd[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]