বগুড়া পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বগুড়া পৌরসভা
স্থানীয় সরকার
ইতিহাস
শুরু১ জুলাই ১৮৭৬; ১৪৭ বছর আগে (1876-07-01)
পূর্বসূরীবগুড়া মিউনিসিপ্যাল কমিটি
নতুন অধিবেশন শুরু২৪ ফেব্রুয়ারি ২০১৭ (2017-02-24)
নেতৃত্ব
রেজাউল করিম বাদশাহ [১], বিএনপি
নির্বাচন
এফপিটিপি
সর্বশেষ নির্বাচন
২৮ ফেব্রুয়ারি ২০২১ (2021-02-28)
সভাস্থল
বগুড়া পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

বগুড়া পৌরসভা বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা যেটি বগুড়া শহরের পরিচালনা করে থাকে। ১৮৭৬ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি ‘‘ক’’ শ্রেনীর পৌরসভা। [২] এটি ২১টি ওয়ার্ডে বিভক্ত।

ইতিহাস[সম্পাদনা]

১৮৭৬ সালে ঐতিহ্যবাহী প্রাচীন নগরী ও বাণিজ্যকেন্দ্র বগুড়া শহরের পরিচালনার জন্য বগুড়া পৌরসভা গঠন করা হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এর আয়তন ১.২৫ বর্গ মাইল এবং মাত্র ৭ হাজার জনসংখ্যা ছিল। পরে ১৯৮১ সালের ১লা আগস্ট এটি ক শ্রেণীতে উন্নীত হয় এবং এর আয়তন ১৪.৭৬ বর্গ কি.মি. করা হয়। ২০০৬ সালে বগুড়া পৌরসভার আয়তন বেড়ে ৬৯.৫৬ বর্গ কি.মি. হয়। বগুড়া পৌরসভা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পৌরসভা।[৩]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বগুড়া পৌরসভার মোট জনসংখ্যা ৪,০০,৯৮৩ জন। এর মধ্যে পুরুষ ২১০,০৯৩ জন এবং মহিলা ১৯০,৮৯০ জন। পৌর এলাকায় মোট হোল্ডিং রয়েছে ৯৩,৩৫১টি।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বগুড়া পৌরসভার মেয়র"। ৪ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১২ 
  2. "এক নজরে বগুড়া পৌরসভা"। ১৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১২ 
  3. "পৌরসভার ইতিহাস"। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১২ 
  4. "Urban Agglomerations"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ৪.২:Paurashavas of Bangladesh। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ১৭৫। ২০১৯-০৪-১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৫