বগুড়া পৌরসভা
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
বগুড়া পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
ইতিহাস | |
শুরু | ১ জুলাই ১৮৭৬ |
পূর্বসূরী | বগুড়া মিউনিসিপ্যাল কমিটি |
নতুন অধিবেশন শুরু | ২৪ ফেব্রুয়ারি ২০১৭ |
নেতৃত্ব | |
পৌর মেয়র | এ কে এম মাহবুবুর রহমান [১], বিএনপি |
নির্বাচন | |
ভোটদান ব্যবস্থা | এফপিটিপি |
সর্বশেষ নির্বাচন | ৩০ ডিসেম্বর ২০১৫ |
সভাস্থল | |
বগুড়া পৌরসভা কার্যালয় |
বগুড়া পৌরসভা বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা যেটি বগুড়া শহরের পরিচালনা করে থাকে। ১৮৭৬ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি ‘‘ক’’ শ্রেনীর পৌরসভা। [২] এটি ২১টি ওয়ার্ডে বিভক্ত।
ইতিহাস[সম্পাদনা]
১৮৭৬ সালে ঐতিহ্যবাহী প্রাচীন নগরী ও বাণিজ্যকেন্দ্র বগুড়া শহরের পরিচালনার জন্য বগুড়া পৌরসভা গঠন করা হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এর আয়তন ১.২৫ বর্গ মাইল এবং মাত্র ৭ হাজার জনসংখ্যা ছিল। পরে ১৯৮১ সালের ১লা আগস্ট এটি ক শ্রেণীতে উন্নীত হয় এবং এর আয়তন ১৪.৭৬ বর্গ কি.মি. করা হয়। ২০০৬ সালে বগুড়া পৌরসভার আয়তন বেড়ে ৬৯.৫৬ বর্গ কি.মি. হয়।[৩]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বগুড়া পৌরসভার মোট জনসংখ্যা ৪০০,৯৮৩ জন। এর মধ্যে পুরুষ ২১০,০৯৩ জন এবং মহিলা ১৯০,৮৯০ জন। পৌর এলাকায় মোট হোল্ডিং রয়েছে ৯৩,৩৫১টি।[৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বগুড়া পৌরসভার মেয়র"। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১২।
- ↑ "এক নজরে বগুড়া পৌরসভা"। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১২।
- ↑ "পৌরসভার ইতিহাস"। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১২।
- ↑ "Urban Agglomerations"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (PDF) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ৪.২:Paurashavas of Bangladesh। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ১৭৫। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৫।