মঠবাড়িয়া পৌরসভা
মঠবাড়ীয়া পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
![]() মঠবাড়ীয়া পৌরসভা লোগো | |
ইতিহাস | |
শুরু | ১৯৯৩ |
নতুন অধিবেশন শুরু | ১০ ফেব্রুয়ারি ২০১১ |
নেতৃত্ব | |
মেয়র | আব্দুল কাইয়ুম, পৌর নির্বাহী কর্মকর্তা |
নির্বাচন | |
এফপিটিপি | |
সর্বশেষ নির্বাচন | ১৩ জানুয়ারি ২০১১ |
সভাস্থল | |
মঠবাড়ীয়া পৌরসভা কার্যালয় | |
ওয়েবসাইট | |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
মঠবাড়ীয়া পৌরসভা বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত মঠবাড়ীয়া উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৯৯৩ সালে মঠবাড়ীয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় [১] এটি একটি "ক" শ্রেনীর পৌরসভা। [২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৩ সালে মঠবাড়ীয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
প্রশাসনিক অবকাঠামো
[সম্পাদনা]মঠবাড়িয়া পৌরসভার আয়তন ৪ বর্গ কিলোমিটার। [১] ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। [৩] এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম মঠবাড়িয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৯নং নির্বাচনী এলাকা পিরোজপুর-৩ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মঠবাড়িয়া পৌরসভার মোট জনসংখ্যা ১৮,৩৭৫ জন। এর মধ্যে পুরুষ ৯,১২৪ জন এবং মহিলা ৯,২৫১ জন। মোট পরিবার ৪,৩৩০টি।[৪]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মঠবাড়িয়া পৌরসভার সাক্ষরতার হার ৭৭.৯%।[৪]
মেয়রদের তালিকা
[সম্পাদনা]- মোঃ রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস , মেয়র ( কার্যকাল ১০ ফেব্রুয়ারি ২০১১ - ২০২৪)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "মঠবাড়ীয়া পৌরসভা সম্পর্কে তথ্য"। www.Paurainfo.gov.bd। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫।
- ↑ "পৌরসভার তালিকা" (পিডিএফ)। স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মঠবাড়িয়া পৌরসভা ওয়ার্ড সমূহ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫।
- ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯।