টেকনাফ পৌরসভা
টেকনাফ | |
---|---|
পৌরসভা | |
টেকনাফ পৌরসভা | |
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
বাংলাদেশে টেকনাফ পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২০°৫২′১৭″ উত্তর ৯২°১৮′৪″ পূর্ব / ২০.৮৭১৩৯° উত্তর ৯২.৩০১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | টেকনাফ উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ২০০০ |
সরকার | |
• পৌর মেয়র | হাজী মোহাম্মদ ইসলাম (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৪.০৫ বর্গকিমি (১.৫৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৬৭,৪৭৭ |
• জনঘনত্ব | ৪১,০০০/বর্গকিমি (১,১০,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫.৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৬০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
টেকনাফ পৌরসভা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি পৌরসভা। এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের পৌরসভা।
আয়তন[সম্পাদনা]
টেকনাফ পৌরসভার আয়তন ৪.০৫ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী টেকনাফ পৌরসভার লোকসংখ্যা ২৫,১৩৭ জন। এর মধ্যে পুরুষ ১৩,৩৭৬ জন এবং মহিলা ১১,৭৬১ জন।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
টেকনাফ উপজেলার দক্ষিণাংশে টেকনাফ পৌরসভার অবস্থান। কক্সবাজার জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব প্রায় ৮২ কিলোমিটার। এর উত্তরে ও পশ্চিমে টেকনাফ সদর ইউনিয়ন, দক্ষিণে সাবরাং ইউনিয়ন এবং পূর্বে নাফ নদী ও মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০০ সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের টেকনাফ মৌজার আংশিক নিয়ে টেকনাফ পৌরসভা গঠন করে। জনগণের সার্বিক সহযোগিতায় ২০১২ সালের ১১ জুলাই এ পৌরসভাকে গ শ্রেণী থেকে খ শ্রেণীতে এবং ২০২০ সালের ১১ মার্চ ক শ্রেণীতে উন্নীত করা হয়।[২]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
টেকনাফ পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ নিচে উল্লেখ করা হল:
ওয়ার্ড নং | এলাকার নাম |
---|---|
১নং ওয়ার্ড | নাইট্যংপাড়া |
২নং ওয়ার্ড | পল্লানপাড়া |
৩নং ওয়ার্ড | কায়ুকখালীপাড়া |
৪নং ওয়ার্ড | ইসলামাবাদ, পল্লানপাড়া (আংশিক) |
৫নং ওয়ার্ড | অলিয়াবাদ |
৬নং ওয়ার্ড | কুলালপাড়া |
৭নং ওয়ার্ড | জালিয়াপাড়া |
৮নং ওয়ার্ড | জালিয়াপাড়া |
৯নং ওয়ার্ড | জালিয়াপাড়া |
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
টেকনাফ পৌরসভার সাক্ষরতার হার ৫৫.৭০%।[৩] এ পৌরসভায় ১টি সরকারি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]
- কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- টেকনাফ রাইফেলস পাবলিক স্কুল
- প্রাথমিক বিদ্যালয়
- জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
টেকনাফ পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক কক্সবাজার-টেকনাফ সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]
টেকনাফ পৌরসভায় ২৮টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে।[১]
খাল ও নদী[সম্পাদনা]
টেকনাফ পৌরসভার পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে নাফ নদী।[১]
হাট-বাজার[সম্পাদনা]
টেকনাফ পৌরসভায় মোট ১টি হাট-বাজার রয়েছে।[১]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
- বর্তমান মেয়র: হাজী মোহাম্মদ ইসলাম[৫]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ ঙ চ "এক নজরে টেকনাফ পৌরসভা - টেকনাফ উপজেলা - টেকনাফ উপজেলা"। www.teknaf.coxsbazar.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "টেকনাফ পৌরসভা ১ম শ্রেণীতে উন্নীত"। coxsbazarbarta.com। কক্সবাজার বার্তা। ১২ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "টেকনাফ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ "Schools/Colleges in TEKNAF - Bangladesh School, College Directory"। edu.review.net.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://www.dainikpurbokone.net/87772/%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AB-%E0%A6%AA%E0%A7%8C%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%B0-%E0%A6%93-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]