দৌলতখান পৌরসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দৌলতখান পৌরসভা
স্থানীয় সরকার
দৌলতখান পৌরসভা লোগো
ইতিহাস
শুরু১৯৯৮ (1998)
নতুন অধিবেশন শুরু২০ ফেব্রুয়ারি ২০১১ (2011-02-20)
নেতৃত্ব
মেয়র
মোঃ বাকির হোসেন তালুকদার, বাংলাদেশ আওয়ামী লীগ
নির্বাচন
এফপিটিপি
সর্বশেষ নির্বাচন
১৩ জানুয়ারি ২০১১ (2011-01-13)
সভাস্থল
দৌলতখান পৌরসভা কার্যালয়

দৌলতখান পৌরসভা বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত দৌলতখান উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৯৯৮ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। [১] এটি একটি ‘‘খ’’ শ্রেনীর পৌরসভা। [২]

ইতিহাস[সম্পাদনা]

১৯৯৮ সালে ‘‘গ’’ শ্রেণীর পৌরসভা হিসেবে দৌলতখান পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর এটি “খ” শ্রেণীতে উন্নীত হয়। [৩]

প্রশাসনিক অবকাঠামো[সম্পাদনা]

দৌলতখান পৌরসভার আয়তন ২.৫০ বর্গ কিলোমিটার। [৪] এর উত্তরে চরপাতা ইউনিয়ন, পূর্বে ভবানীপুর ইউনিয়ন, দক্ষিণে সৈয়দপুর ইউনিয়ন এবং পশ্চিমে চরখলিফা ইউনিয়ন অবস্থিত। ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম দৌলতখান থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৬নং নির্বাচনী এলাকা ভোলা-২ এর অংশ।

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দৌলতখান পৌরসভার মোট জনসংখ্যা ১৬,৭২৮ জন। এর মধ্যে পুরুষ ৮,৫৩৫ জন এবং মহিলা ৮,১৯৩ জন। মোট পরিবার ৩,২৩০টি।[৫]

শিক্ষা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দৌলতখান পৌরসভার সাক্ষরতার হার ৪৮.১%।[৫]

মেয়রগণের তালিকা[সম্পাদনা]

  • আলী আজম মুকুল, মেয়র [৬]
  • মোঃ জাকির হোসেন তালুকদার, , মেয়র (কার্যকাল ২০১৪ - বর্তমান)

শিক্ষাব্যবস্থা[সম্পাদনা]

শিক্ষার জন্য দৌলতখান পৌর এলাকায় ২টি ডিগ্রী কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি প্রাথমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা, ৩টি কিন্ডারগার্টেন সহ আরো বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে দৌলতখান পৌরসভা"। www.paurainfo.gov.bd। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫ 
  2. "পৌরসভার তালিকা" (পিডিএফ)স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "দৌলতখান পৌরসভা সম্পর্কে তথ্য"। www.paurainfo.gov.bd। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "এক নজরে পৌরসভা"জাতীয় তথ্য বাতায়ন। ১৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫ 
  5. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৯ 
  6. "রাজশাহী, রংপুর, খুলনা,ও বরিশাল বিভাগের বিজয়ী মেয়র প্রার্থীদের তালিকা"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]