দিনাজপুর পৌরসভা
দিনাজপুর পৌরসভা | |
---|---|
পৌরসভা | |
দেশ | ![]() |
জেলা | দিনাজপুর |
উপজেলা | দিনাজপুর সদর |
প্রতিষ্ঠাকাল | ১৮৬৯ |
আসন | দিনাজপুর - ০৩ |
সরকার | |
• মেয়র | মোঃ জাহাঙ্গীর আলম[১] |
আয়তন | |
• মোট | ২৪.৫০ বর্গকিমি (৯.৪৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,৫৭,৩৪৩ [১] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫২০০ ![]() |
দিনাজপুর পৌরসভা রংপুর বিভাগের দিনাজপুর জেলার অন্তর্গত দিনাজপুর সদর উপজেলার অধীন একটি পৌরসভা যা বাংলাদেশ ও উত্তরবঙ্গের সবচেয়ে পুরাতন পৌরসভা হিসেবে বিবেচিত। ১৮৬৯ সালে দিনাজপুর পৌরসভা গঠিত হয়। এটি একটি প্রথম শ্রেণির পৌরসভা।
১৮৬৯ খ্রিঃ প্রায় ৪ বর্গমাইল এলাকা নিয়ে দিনাজপুর পৌরসভা প্রতিষ্ঠিতহয় এবং পদাধিকার বলে এর প্রথম চেয়ারম্যান ছিলেন তত্কালীন জেলা ম্যাজিষ্ট্রেট মিঃপ্যাটারসন ৷তখন জনসংখ্যা ছিল আনুমানিক ১০/১২হাজার৷ ১৮৭২ সালে প্রথম সরকারীভাবে আদমশুমারীতে জনসংখ্যা ১৩৭৮২জন গণনা করা হয়৷ ১৮৯৮ সালে সরকারী নিয়ন্ত্রণমুক্ত পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ করদাতাদের ভোটাধিকারের ভিত্তিতে দিনাজপুরের তত্কালিন মহারাজা গিরিজানাথরায় পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন৷ প্রাথমিক পর্যায়ে বাংলাস্কুলের একটি পৌরসভার দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হলেও ১৯০৩ সালে বর্তমান পৌরভবনটি নির্মিত হয়৷ বর্তমানে দিনাজপুর পৌরসভা ১২টি ওয়ার্ড সন্বনয়ে একটি প্রথম শ্রেনীর পৌরসভা, যারআয়তন ২৪.৫০ বর্গকিলোমিটার, লোকসংখ্যা ১,৫৭,৩৪৩ জন, ভোটারসংখ্যা ৯৯৮৬৬ জন৷ ০.৭৬ একর জমির উপর গঠিত অতিপুরাতন তিনটি ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালিত হচ্ছে- এর পূর্বে ঐতিহ্যবাহী জিলা স্কুল, পশ্চিমে রেলস্টেশন, উত্তরে জেলা সদর হাসপাতাল, দক্ষিণে জেলা প্রশাসক কার্যালয় ও বিচারীক ভবন সমূহ অবস্থিত৷ দিনাজপুর পৌরসভায় বিনোদনের জন্যএকটি শিশুপার্ক আছে৷ এখানে একটি বাস টার্মিনাল, একটি ট্রাক টার্মিনাল, একটি খেয়াঘাট ও চারটি হাট-বাজার আছে৷ [২]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
পৌরসভা কার্যালয়ের অবস্থান | পৌরসভা রোড, দিনাজপুর |
আয়তন | ২৪.৫০ বর্গ কি.মি. |
ওয়ার্ড | ১২ টি |
মহল্লা | ... টি |
মৌজা | ... টি |
পৌরসভার সীমানা[সম্পাদনা]
উত্তরে - ইউনিয়ন
দক্ষিণে - ইউনিয়ন
পূর্বে - ইউনিয়ন
পশ্চিমে - পূর্ণভবা নদী[২]