শাহরাস্তি পৌরসভা
শাহরাস্তি | |
---|---|
পৌরসভা | |
শাহরাস্তি পৌরসভা | |
বাংলাদেশে শাহরাস্তি পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৩′৩২″ উত্তর ৯০°৫৬′৫১″ পূর্ব / ২৩.২২৫৫৬° উত্তর ৯০.৯৪৭৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চাঁদপুর জেলা |
উপজেলা | শাহরাস্তি উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৫ অক্টোবর, ১৯৯৮ |
সরকার | |
• পৌর মেয়র | আব্দুল লতিফ (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৩.৫০ বর্গকিমি (১.৩৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬২,৬৫০ |
• জনঘনত্ব | ১৮,০০০/বর্গকিমি (৪৬,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৯৩.৪০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৬২০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
শাহরাস্তি পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা।
আয়তন
[সম্পাদনা]শাহরাস্তি পৌরসভার আয়তন ১৩.৩৮ বর্গ কিলোমিটার (৩,৩০৭ একর)।[১]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাহরাস্তি পৌরসভার মোট জনসংখ্যা ২৮,২৮৭ জন। এর মধ্যে পুরুষ ১৩,৬৯৫ জন এবং মহিলা ১৪,৫৯২ জন। মোট পরিবার ৫,৮১৫টি।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]শাহরাস্তি উপজেলার উত্তরাংশে শাহরাস্তি পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে মেহের উত্তর ইউনিয়ন ও টামটা উত্তর ইউনিয়ন, পশ্চিমে টামটা দক্ষিণ ইউনিয়ন, দক্ষিণে মেহের দক্ষিণ ইউনিয়ন এবং পূর্বে মেহের উত্তর ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]নামকরণ
[সম্পাদনা]হযরত বোগদাদি শাহরাস্তি (রহ.) এর নামে নামকরণ করা হয় এই উপজেলা।
প্রতিষ্ঠাকাল
[সম্পাদনা]১৯৯৮ সালের ১৫ অক্টোবর শাহরাস্তি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে গ শ্রেণীর পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হলেও ২০১২ সালের ১১ জুলাই পৌরসভাটি খ শ্রেণীতে এবং ২০১৪ সালের ২৩ জুন ক শ্রেণীতে উন্নীত করা হয়। [২]
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]শাহরাস্তি পৌরসভায় ১২টি ওয়ার্ড রয়েছে। এটি জাতীয় সংসদের ২৬৪নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৫ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাহরাস্তি পৌরসভার সাক্ষরতার হার ৬৭%।[১] এ পৌরসভায় ২টি কলেজ, ৪টি মাদ্রাসা, ৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]স্বপ্নীল কিন্ডার গার্ডেন স্কুল
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]কুমিল্লা বিশ্বরোড হতে চাঁদপুর যাওয়ার মধ্যপথেই শাহরাস্তি গেট, দোয়াভাঙ্গা নামক স্থানে নেমে যাওয়া যায় শাহরাস্তিতে।
অর্থনীতি
[সম্পাদনা]মূলত কৃষি, ব্যবসা এবং বৈদেশিক রেমিটেন্স থেকে এ পৌরসভার অর্থনীতি নির্ভরশীল।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]মেয়র- হাজী আবদুল লতিফ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ "চাঁদপুর বার্তা"। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |