বোদা পৌরসভা
বোদা পৌরসভা | |
---|---|
পৌরসভা | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | পঞ্চগড় জেলা |
উপজেলা | বোদা উপজেলা |
প্রতিষ্ঠা | ২০০১ |
সরকার | |
• মেয়র | শূণ্য পদ |
আয়তন | |
• মোট | ১৪.৩২ বর্গকিমি (৫.৫৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০২১) | |
• মোট | ২১,৪৯০ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
বোদা পৌরসভা বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার বোদা উপজেলার অন্তর্গত 'খ' শ্রেণির একটি পৌরসভা। [১]
ইতিহাস
[সম্পাদনা]কাঞ্চনজঙ্ঘার হিমেল পরশে উত্তরের হিমালয়ের শেষ পাদদেশে পঞ্চগড় জেলা একসময় বৃহত্তর দিনাজপুর জেলার মহকুমা ছিল। বাংলাদেশের তৎকালীন সরকার ১৯৮৩ সনে পঞ্চগড় কে জেলায় উন্নিত করে । পাঁচটি উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় জেলার মধ্যে বোদা উপজেলা অন্যতম। বৃটিশ অধ্যূষ্যিত এ অঞ্চল কোন এক সময় কুচবিহার মহারাজ্যের অণত্মরগত ছিল। ২০০১ ইং সনে তৎকালীন প্রধানমন্ত্রী বোদা পৌরসভা ঘোষনা করেন। স্বল্প জনবল এবং অনির্বাচিত প্রতিনিধি ও দ্বায়িত্ব প্রাপ্ত প্রশাসক নিয়ে জনসেবা ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে পৌরসভাটি। উপজেলা প্রশাসনের তিনটি কক্ষ ভাড়া নিয়ে এবং স্বল্প সংখ্যক জনবল দিয়ে ১৯৬০৭ জনসংখ্যার শহরমূখী জীবনের আশা আকাংখার প্রতীক হয়ে আছে এই পৌরসভাটি।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠানন
[সম্পাদনা]- বোদা পাইলট উচ্চ বিদ্যালয়
জনপ্রতিনিধি
[সম্পাদনা]শূণ্য পদ
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বোদা উপজেলা"। boda.panchagarh.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]