বারইয়ারহাট পৌরসভা

স্থানাঙ্ক: ২২°৫৩′৪″ উত্তর ৯১°৩২′১৭″ পূর্ব / ২২.৮৮৪৪৪° উত্তর ৯১.৫৩৮০৬° পূর্ব / 22.88444; 91.53806
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বারৈয়ারহাট পৌরসভা থেকে পুনর্নির্দেশিত)
বারইয়ারহাট
পৌরসভা
বারইয়ারহাট পৌরসভা
বারইয়ারহাট বাংলাদেশ-এ অবস্থিত
বারইয়ারহাট
বারইয়ারহাট
বাংলাদেশে বারইয়ারহাট পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৩′৪″ উত্তর ৯১°৩২′১৭″ পূর্ব / ২২.৮৮৪৪৪° উত্তর ৯১.৫৩৮০৬° পূর্ব / 22.88444; 91.53806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা
প্রতিষ্ঠাকাল২৭ এপ্রিল, ২০০০
সরকার
 • পৌর মেয়রমোঃ রেজাউল করিম (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট২.১২ বর্গকিমি (০.৮২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১১,৬০২
 • জনঘনত্ব৫,৫০০/বর্গকিমি (১৪,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৮.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩২৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

বারইয়ারহাট পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি পৌরসভা

অবস্থান ও আয়তন[সম্পাদনা]

চট্টগ্রাম জেলা সদর থেকে ৭৩ কিলোমিটার উত্তরে মীরসরাই উপজেলার উত্তরাংশে বারইয়ারহাট পৌরসভার অবস্থান। এর মোট আয়তন ২.১২ বর্গ কিলোমিটার।[১] এ পৌরসভার উত্তরে হিঙ্গুলী ইউনিয়নধুম ইউনিয়ন, পশ্চিমে ওসমানপুর ইউনিয়ন এবং দক্ষিণে ও পূর্বে জোরারগঞ্জ ইউনিয়ন অবস্থিত।

প্রতিষ্ঠাকাল[সম্পাদনা]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগ, পৌর শাখা-৩, পৌরসভা ঘোষণার প্রজ্ঞাপন এস.আর.ও নং- ৬৬-আইন-৯৯, তাং- ২৫/০৩/১৯৯৯ইং অনুযায়ী মীরসরাই উপজেলার বারইয়ারহাটকে “বারইয়ারহাট মিউনিসিপ্যালিটি” (বারইয়ারহাট পৌরসভা বা শহর এলাকা) ঘোষণা করেছে। এটি 'ক' শ্রেণীর পৌরসভা। এই পৌরসভার কার্যক্রম ২৭ এপ্রিল, ২০০০ সাল তারিখ থেকে শুরু হয়েছে।[১] স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় দপ্তরের তৎকালীন মন্ত্রী জনাব জিল্লুর রহমান ১৮ নভেম্বর, ২০০০ ইংরেজি রোজ বুধবার এ পৌরসভা উদ্বোধন করেন। এটি বাংলাদেশের ২১৫ তম পৌরসভা।

হিঙ্গুলী, জোরারগঞ্জধুম এই তিনটি ইউনিয়ন এর জামালপুর, পূর্ব হিঙ্গুলী, পশ্চিম হিঙ্গুলী, আজমনগর, সোনাপাহাড়, ইমামপুর ও ধুম-এই সাতটি মৌজার সর্ব মোট ২.১২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বারইয়ারহাট পৌরসভার প্রশাসনিক এলাকা গঠিত হয়।

প্রশাসনিক এলাকা[সম্পাদনা]

বারইয়ারহাট পৌরসভা জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম জোরারগঞ্জ থানার আওতাধীন। মোট নয়টি ওয়ার্ড নিয়ে এই পৌরসভাটি গঠিত হয়েছে। ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ হল:[২]

ওয়ার্ড নং গ্রাম/মহল্লার নাম
১নং ওয়ার্ড ইমামপুর, সোনাপাহাড় (আংশিক)
২নং ওয়ার্ড জামালপুর (আংশিক), সোনাপাহাড় (আংশিক)
৩নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী (আংশিক)
৪নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী (আংশিক)
৫নং ওয়ার্ড জামালপুর (আংশিক), পশ্চিম হিঙ্গুলী
৬নং ওয়ার্ড জামালপুর (আংশিক)
৭নং ওয়ার্ড জামালপুর (আংশিক)
৮নং ওয়ার্ড জামালপুর (আংশিক)
৯নং ওয়ার্ড জামালপুর (আংশিক), ধুম

বারইয়ারহাট পৌরসভার সীমানা: উত্তরে ধুমঘাট ব্রীজ এর দক্ষিণ পাশ, পূর্বে মেহেদীনগর কালা মিয়া মসজিদ, দক্ষিণে মঈন উদ্দিন চৌধুরী ফিলিং স্টেশন ও সিপি বাংলাদেশ লিমিটেড এবং পশ্চিমে শান্তিরহাট।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বারইয়ারহাট পৌরসভার মোট জনসংখ্যা ১১,৬০২ জন। এর মধ্যে পুরুষ ৫,৯৮৩ জন এবং মহিলা ৫,৬১৯ জন। মোট পরিবার ২,৩৯৯টি।[৩] বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩০%। এখানে মোট পরিবারের সংখ্যা ২,৩৬০ টি। লোক সংখ্যার ঘনত্ব ৫,৩৪৩ জন (প্রতি বর্গ কিলোমিটারে)। পৌরসভার ভোটার সংখ্যা সর্ব মোট ৬,৬২৯ জন; যার মধ্যে ৩,৩৪০ জন পুরুষ ও ৩,২৮৯ জন মহিলা।[১]

শিক্ষা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বারইয়ারহাট পৌরসভার সাক্ষরতার হার ৫৮.৩%।[৩] এখানে মোট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি ডিগ্রী কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি এবতেদায়ী মাদ্রাসা ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

কলেজ

স্বাস্থ্য[সম্পাদনা]

বারইয়ারহাট পৌরসভায় ৩টি বেসরকারী হাসপাতাল, ১টি পরিবার পরিকল্পনা ক্লিনিক ও ১৫টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।[১]

শিল্প[সম্পাদনা]

বারইয়ারহাট পৌরসভায় ১৫টি কল-কারখানা রয়েছে।[১]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

বারইয়ারহাট পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এছাড়া পৌরসভার অভ্যন্তরে ৬ কিলেমিটার পাকা রাস্তা, ১৪ কিলোমিটার আধা-পাকা রাস্তা ও ৮ কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে।[১]

ধর্মীয় উপাসনালয়[সম্পাদনা]

বারইয়ারহাট পৌরসভায় ১১টি মসজিদ ও ৬টি মন্দির রয়েছে।[১]

হাট-বাজার[সম্পাদনা]

বারইয়ারহাট ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল বারইয়ারহাট বাজার এবং শান্তিরহাট বাজার।[১]

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান পৌর মেয়র: রেজাউল করিম খোকন
পৌর প্রশাসক ও মেয়রগণের তালিকা[১]
ক্রম নং. নাম পদবী মেয়াদকাল
০১ আবুল কাসেম (উপজেলা নির্বাহী কর্মকর্তা) প্রথম পৌর প্রশাসক (সরকার মনোনীত) ১ জুন, ২০০০ইং থেকে ৭ আগস্ট, ২০০১ইং পর্যন্ত
০২ জহির রায়হান (সহকারী ভূমি কমিশনার) পৌর প্রশাসক (ভারপ্রাপ্ত) ৭ আগস্ট, ২০০১ইং থেকে ০৯ আগস্ট, ২০০১ইং পর্যন্ত
০৩ মোহাম্মদ আব্দুল হাই (উপজেলা নির্বাহী কর্মকর্তা) পৌর প্রশাসক ৯ আগস্ট, ২০০১ইং থেকে ২৪ মার্চ, ২০০২ইং পর্যন্ত
০৪ মোহাম্মদ জালাল উদ্দিন প্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান (পরবর্তীতে পৌর মেয়র) ২৪ মার্চ, ২০০২ইং থেকে ২২ ফেব্রুয়ারি, ২০১১ইং পর্যন্ত
০৫ মোহাম্মদ তাহের পৌর মেয়র ২২ ফেব্রুয়ারি, ২০১১ইং থেকে ৩০ ডিসেম্বর,২০১৫ইং পর্যন্ত
০৬ নিজাম উদ্দীন পৌর মেয়র ৩০ ডিসেম্বর, ২০১৫ইং থেকে এপ্রিল ২০২১

| ০৭ || রেজাউল করিম খোকন || পৌর মেয়র || ৩০ এপ্রিল ২০২১ইং থেকে বর্তমান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে পৌরসভা - মীরসরাই উপজেলা - মীরসরাই উপজেলা"mirsharai.chittagong.gov.bd। ৪ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  2. "ওয়ার্ডসমুহ - মীরসরাই উপজেলা - মীরসরাই উপজেলা"mirsharai.chittagong.gov.bd। ৯ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  3. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]