পতনঊষার ইউনিয়ন
অবয়ব
পতনঊষার | |
---|---|
ইউনিয়ন | |
২নং পতনঊষার ইউনিয়ন | |
বাংলাদেশে পতনঊষার ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২৫′৫০.০০২″ উত্তর ৯১°৫২′৫৭.০০০″ পূর্ব / ২৪.৪৩০৫৫৬১১° উত্তর ৯১.৮৮২৫০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | মৌলভীবাজার জেলা |
উপজেলা | কমলগঞ্জ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | অলি আহমদ খান |
আয়তন | |
• মোট | ৬০.৯১ বর্গকিমি (২৩.৫২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ২৩,০১৫ |
• জনঘনত্ব | ৩৮০/বর্গকিমি (৯৮০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ ৫৬ ৬৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পতনঊষার ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]উত্তর পশ্চিমে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন এবং উত্তর পূর্বে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় অবস্থিত। কমলগঞ্জ উপজেলা পরিষদ থেকে পতনঊষার ইউনিয়নের দূরত্ব ১২ কিলোমিটার।
ইতিহাস
[সম্পাদনা]১৯৫৮ সালে আইয়ুব খান এর মৌলিক গণতন্ত্র নীতির আলোকে পাকিস্তান জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রাক্তন সদস্য, দানশীল ব্যক্তিত্ব মো. কেরামত আলীর পরামর্শক্রমে ও পাকিস্তান জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য মোহাম্মদ মুহিবুর রহমান এর পরিকল্পনামতে পতনঊষার ইউনিয়ন এর সীমানা নির্ধারিত হয়।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]গ্রাম সমূহ:
[সম্পাদনা]পতনঊষার | গুঞ্জরকান্দি | রসুলপুর |
শ্রীসূর্য্য | টিলাগড় | রামেশ্বরপুর |
পূর্ব শ্রীসূর্য্য | নোওয়াগাও | চন্দ্রপুর |
ধুপাটিলা | মনসুরপুর | জগন্নাথপুর |
পশ্চিম শ্রীসূর্য্য | ব্রাম্মনউষার | সোনারগাও বলরাম পুর |
হালাবাদি | শ্রীমতপুর | দুর্গাপুর |
উসমানগড় | অনন্তপুর | লক্ষীপুর |
বৈদ্যনাথপুর | দক্ষিণ পল্কী | বৃন্দাবনপুর |
দরগাহপুর | শ্রীরামপুর | পালিতকোনা |
গোবিন্দপুর | আফছলগতি | গোপীনগর |
বৃন্দাবনপুর | রাধাগোবিন্দপুর | মিনারাই |
কান্দিগাও | নিজ বৃন্দাবনপুর | বৈরাগীরচক |
মহেশপুর | নওয়াগাও | নন্দগ্রাম |
পেকুপাড়া | মীর্জাপুর | রশিদপুর |
টিকরপাড়া | কবিরাজী | রামচন্দ্রপুর |
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]আয়তন: ২৩.৫২ বর্গ মাইল। জনসংখ্যা: ৩৬৪৯৪ জন।
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার : ৭৫%।
শিক্ষা প্রতিষ্ঠান
প্রাথমিক বিদ্যালয় | : সরকারী- ১২টি, রেজি- ০২টি। |
মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক বিদ্যালয় | : ০২টি। |
মাদ্রাসা (এবতেদায়ী, দাখিল, আলিম, ফাযিল) | : ০৯টি। |
মহাবিদ্যালয় | : ০২টি। |
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- শ্রীশ্রী ঠাকুরবাণীর থলা (গোঁসাই বাড়ি, কুড়ালী লক্ষীপুর)
- কেওলার হাওর
- উসমানগড়
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- চৌধুরী গোলাম আকবর - বাংলা একাডেমীর বাংলাদেশের লোক সাহিত্য সংগ্রাহক
- ইসহাক কাজল - বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত লেখক, সাংবাদিক, চা শ্রমিক নেতা
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান- অলি আহমদ খান
ক্রমিক | নির্বাচিত চেয়ারম্যানগণের নাম | মেয়াদ |
---|---|---|
০১ | আব্দুস সত্তার | ১০ মার্চ ১৯৬০-১৩ সেপ্টেম্বর ১৯৬৫ |
০২ | মোঃ ইন্তাজ আলী | ১৩ সেপ্টেম্বর ১৯৬৫-২২ ফেব্রুয়ারি ১৯৭২ |
০৩ | ইলিয়াছুর রহমান চৌধুরী | ১৪ ফেব্রুয়ারি ১৯৭৪-২৩ ফেব্রুয়ারি ১৯৭৭ |
৪০ | জহির উদ্দিন চৌধুরী | ২৩ ফেব্রুয়ারি ১৯৭৭-২০ ফেব্রুয়ারি ১৯৮৯ |
৫০ | ইলিয়াছুর রহমান চৌধুরী | ২০ ফেব্রুয়ারি ১৯৮৯-২৮ মে ১৯৯২ |
৬০ | জহির উদ্দিন চৌধুরী | ২৪ নভেম্বর ১৯৯২-৫ ফেব্রুয়ারি ১৯৯৮ |
৭০ | আব্দুল আহাদ চৌধুরী | ৫ ফেব্রুয়ারি ১৯৯৮-৫ সেপ্টেম্বর ২০০২ |
৮০ | এখলাছুর রহমান | ২৩ মার্চ ২০০৩-৯ আগস্ট ২০১১ |
৯০ | সেলিম আহমদ চৌধুরী | ৯ আগস্ট ২০১১-৯ আগস্ট ২০১৬ |
১০ | তওফিক আহমদ বাবু | ৯ আগস্ট ২০১৬-১০ ফেব্রুয়ারি ২০২২ |
১১ | অলি আহমদ খান | ১১ ফেব্রুয়ারি ২০২২ থেকে বর্তমান |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "পতনঊষার ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "কমলগঞ্জ উপজেলা"। বাংলাপিডিয়া। ৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |