বরিশাল-৬

স্থানাঙ্ক: ২২°৩২′ উত্তর ৯০°২০′ পূর্ব / ২২.৫৪° উত্তর ৯০.৩৪° পূর্ব / 22.54; 90.34
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বরিশাল-৬
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাবরিশাল জেলা
বিভাগবরিশাল বিভাগ
মোট ভোটার
  • ২,৯৫,৫০৯ (ডিসেম্বর ২০২৩)[১]
  • পুরুষ ভোটার: ১,৪৯,৬০০
  • নারী ভোটার: ১,৪৫,৯০৬
  • হিজড়া ভোটার: ৩
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদআবদুল হাফিজ মল্লিক

বরিশাল-৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বরিশাল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১২৪নং আসন।এ আসনের বর্তমান সাংসদ হলেন দেশবরেণ্য সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব:) প্রকৌশলী আবদুল হাফিজ মল্লিক

সীমানা[সম্পাদনা]

বরিশাল-৬ আসনটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[২][৩]

ইতিহাস[সম্পাদনা]

বরিশাল-৬ নির্বাচনী এলাকা ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।

নির্বাচিত সাংসদ[সম্পাদনা]

নির্বাচন সদস্য দল
১৯৭৩ মোকিম হোসাইন হাওলাদার বাংলাদেশ আওয়ামী লীগ[৪]
১৯৭৯ সিরাজুল হক মন্টু বাংলাদেশ জাতীয়তাবাদী দল[৫]
১৯৮৬ এ বি এম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টি[৬][৭]
১৯৯১ ইউনুস খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
১৯৯৫ উপ-নির্বাচন আব্দুর রশিদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ আনোয়ার হোসেন চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ সৈয়দ মাসুদ রেজা বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ আবুল হোসেন খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ এ বি এম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টি (এরশাদ)
২০১৪ নাসরিন জাহান রত্না জাতীয় পার্টি (এরশাদ)
২০১৮ নাসরীন জাহান রত্না জাতীয় পার্টি (এরশাদ)
২০২৪ মেজর জেনারেল (অব:) আব্দুল হাফিজ মল্লিক বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন[সম্পাদনা]

২০১০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৮]

২০০০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন ২০০৮: বরিশাল-৬[৯]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি এ বি এম রুহুল আমিন হাওলাদার ৮৯,২৩৭ ৫৮.৯ প্র/না
বিএনপি আবুল হোসেন খান ৫৪,০০৫ ৩৫.৭ -৪.৪
ইসলামী আন্দোলন রফিকুল ইসলাম ৭,৫০৫ ৫.০ প্র/না
স্বতন্ত্র হুমায়ুন কবির মোল্লাহ ২৮৬ ০.২ প্র/না
তরিকত ফেডারেশন এ এইচ এম সাইফুল ইসলাম সাফি ২৭৮ ০.২ প্র/না
বিকল্পধারা মোঃ আব্দুর রশিদ খান ১৭২ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৫,২৩২ ২৩.৩ -১৩.৬
ভোটার উপস্থিতি ১,৫১,৪৮৩ ৮২.৬ +২২.৫
বিএনপি থেকে জাতীয় পার্টি অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: বরিশাল-৬[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আবুল হোসেন খান ৫৪,৩১৮ ৪০.১ +৬.২
আওয়ামী লীগ সৈয়দ মাসুদ রেজা ৪১,১৭১ ৩০.৪ -১১.৩
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট এ বি এম রুহুল আমিন হাওলাদার ২০,১২০ ১৪.৯ প্র/না
স্বতন্ত্র সামছুল আলম চুনু ১৯,৬৬৪ ১৪.৫ প্র/না
বাংলাদেশ প্রগতিশীল দল পুষ্পান নাহার ১৩২ ০.১ প্র/না
জাতীয় পার্টি সামছুল আলম সেলিম ৫১ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৩,১৪৭ ৯.৭ +১.৯
ভোটার উপস্থিতি ১,৩৫,৪৫৬ ৬০.১ -৮.১
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বরিশাল-৬[১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ সৈয়দ মাসুদ রেজা ৪১,৮৬৪ ৪১.৬
বিএনপি মোঃ আব্দুর রশিদ খান ৩৪,০৩৮ ৩৩.৯
জাতীয় পার্টি এ বি এম রুহুল আমিন হাওলাদার ১৫,৬৬১ ১৫.৬
ইসলামী ঐক্য জোট আব্দুল মতিন মিয়া ৬,৩৪১ ৬.৩
জামায়াতে ইসলামী মোঃ মাহমুদুন্নবী তালুকদার ২,০১০ ২.০
জাসদ মোঃ মহসিন হাওলাদার ২৭৮ ০.৩
ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন বারেক মিয়া ২৩৩ ০.২
স্বতন্ত্র সিদ্দিক আহমেদ নোমান ৯৪ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৭,৮২৬ ৭.৮
ভোটার উপস্থিতি ১,০০,৫১৯ ৬৮.২
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

১৯৯৫ সালের জানুয়ারিতে উপ-নির্বাচন হয় এবং তাতে বিএনপির মোঃ আবদুর রশিদ খান নির্বাচিত হন।[১১]

সাধারণ নির্বাচন ১৯৯১: বরিশাল-৬[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোঃ ইউনুস খান ৪২,৩৬১ ৪০.৮
ন্যাপ (মুজাফফর) মজিবুর রহমান তালুকদার ২৭,১৮৯ ২৬.২
জাতীয় পার্টি এ বি এম রুহুল আমিন হাওলাদার ১৯,৪৮৬ ১৮.৮
ইসলামী ঐক্য জোট আব্দুল মতিন মিয়া ৬,৮৯৮ ৬.৬
স্বতন্ত্র মোয়াজ্জেম হোসেন চৌধুরী ২,৮৭৯ ২.৮
জামায়াতে ইসলামী আবুল কালাম আজাদ ২,২১৫ ২.১
জাসদ আবুল হোসেন খান ১,২১৮ ১.২
স্বতন্ত্র মহিউদ্দিন আহমেদ ৬২৫ ০.৬
জাকের পার্টি সামছুল হক ৫৯২ ০.৬
বাকশাল সহিদুল ইসলাম খান ৩৭৫ ০.৪
সংখ্যাগরিষ্ঠতা ১৫,১৭২ ১৪.৬
ভোটার উপস্থিতি ১,০৩,৮৩৮ ৪৫.৮
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বরিশাল-৬ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  4. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  8. "উত্তাপ নেই ভোটের মাঠে"মানবজমিন। ৩১ ডিসেম্বর ২০১৩। ৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. আখতার, মুহাম্মদ ইয়াহিয়া (২০০১)। Electoral Corruption in Bangladesh [বাংলাদেশে নির্বাচনী দুর্নীতি] (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ২৪৩। আইএসবিএন 0-7546-1628-2 

বহিঃসংযোগ[সম্পাদনা]