বিষয়বস্তুতে চলুন

উজিরপুর উপজেলা

স্থানাঙ্ক: ২২°৪৮′৫০″ উত্তর ৯০°১৪′৩১″ পূর্ব / ২২.৮১৩৮৯° উত্তর ৯০.২৪১৯৪° পূর্ব / 22.81389; 90.24194
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উজিরপুর
উপজেলা
মানচিত্রে উজিরপুর উপজেলা
মানচিত্রে উজিরপুর উপজেলা
স্থানাঙ্ক: ২২°৪৮′৫০″ উত্তর ৯০°১৪′৩১″ পূর্ব / ২২.৮১৩৮৯° উত্তর ৯০.২৪১৯৪° পূর্ব / 22.81389; 90.24194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরিশাল জেলা
আয়তন
 • মোট২৪৯.৩২ বর্গকিমি (৯৬.২৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
 • মোট২,৩৪,৯৫৯
 • জনঘনত্ব৯৪০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬২.৫৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৬ ৯৪
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

উজিরপুর উপজেলা বাংলাদেশের বরিশাল জেলার একটি প্রশাসনিক এলাকা।

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

বরিশাল জেলার উত্তরে গৌরনদী উপজেলা, দক্ষিণে বানারিপাড়াঝালকাঠি সদর উপজেলা, পূর্বে বাবুগঞ্জ উপজেলা, পশ্চিমে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাগোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা

ইতিহাস ও নামকরণ

[সম্পাদনা]

উজিরপুর উপজেলাটি জেলা শহর থেকে ১৮ কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে ২৫৯ কিলোমিটার দুরে অবস্থিত। উপজেলাটির আয়তন ২৩৯.৩২ বর্গ কিলোমিটার। এখানে বসবাস করে ২ লক্ষ ৪১ হাজার ৩০০ জন মানুষ। উজিরপুরের নামকরণ হয়েছিল মূঘল আমলের উজির মাহমুদের "উজির" পদবীর উপর নির্ভর করে।

উজিরপুর উপজেলার মোট জনসংখ্যার ৭২শতাংশ মুসলিম, ২৪শতাংশ হিন্দু এবং ৪শতাংশ খ্রীষ্টান সম্প্রদায়ের লোক বসবাস করে। উপজেলা জুড়ে ৪৬০ টি মসজিদ, ১০৫টি মন্দির ও ১৯টি গীর্জা রয়েছে। উজিরপুরের মানুষের বৈচিত্র্যময় জীবনযাত্রা ও প্রাকৃতিক সৌন্দর্যকে পরিপূর্ণ করে তুলেছে উপজেলার পাশ ঘেষে বয়ে যাওয়া সন্ধ্যা নদী। উজিরপুর উপজেলার কৃষিজাত ফসলের মধ্যে পান উল্লেখযোগ্য। যা দেশব্যাপী বিখ্যাত। এই উপজেলার ৭৮ শতাংশ লোক শিক্ষিত। যা দেশের অন্যসব উপজেলা থেকে অনেক এগিয়ে। এখানে রয়েছে ১৮০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।আরও রয়েছে ৫০টি মাধ্যমিক বিদ্যালয়সহ ১৩টি কলেজ ও ২৩টি মাদরাসা।

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

উজিরপুর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ১২৫টি গ্রাম রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম উজিরপুর থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উজিরপুর উপজেলার মোট জনসংখ্যা ২,৩৪,৯৫৯ জন। এর মধ্যে পুরুষ ১,১৩,৫২৯ জন এবং মহিলা ১,২১,৪৩০ জন। মোট পরিবার ৫২,৯৫৯টি।[]

সীমানা

[সম্পাদনা]

উত্তরে গৌরনদী উপজেলা, পূর্বে বাবুগঞ্জ উপজেলা, দক্ষিণে বানারীপড়া ও ঝালকাঠী সদর উপজেলা এবং পশ্চিমে নাজিরপুর ও কোটালীপাড়া উপজেলা।[]

শিক্ষা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উজিরপুর উপজেলার সাক্ষরতার হার ৬২.৫%।[]

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
  1. ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন
  2. শেরে বাংলা পাইলট বালিকা বিদ্যালয়
  3. আলহাজ্ব বি এন খান কলেজ
  4. উজিরপুর মহিলা কলেজ
  5. বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রী কলেজ
  6. ধামুরা ডিগ্রী কলেজ
  7. গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ
  8. সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজ,শিকারপুর।
  9. সৈয়দ আজিজুল হক ডিগ্রী কলেজ,হাবিবপুর।
  10. শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়[]
  11. হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ১৯৩১
  12. এইচ এম ইনস্টিটিউশন, হস্তিশুন্ড
  13. হস্তিশুন্ড ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
  14. শহীদ স্মরণিকা ডিগ্রী কলেজ
  15. শহীদ স্মরণিকা মাধ্যমিক বিদ্যালয়

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • সাতলার শাপলা বিল[]
  • মোল্লা পার্ক[]
  • গুঠিয়া মসজিদ -চাংগুরিয়া, গুঠিয়া[]
  • উজিরপুরে ঐতিহ্যবাহী মা তাঁরা মন্দির[]

উজিরপুরের পুরাকীর্তিসমূহ[]

[সম্পাদনা]
  • শিকারপুরের উগ্রতারা মন্দির
  • পির ইদ্রাকের মাজার, ধামুরা
  • দ্বাদশ শিবমন্দির, শোলক
  • বাইতুল আমান মসজিদ, চাংগুরিয়া, গুঠিয়া

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে উজিরপুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৫ 
  2. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯ 
  3. "জাতীয় তথ্য বাতায়ন উজিরপুর উপজেলা"wazirpur.barisal.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৩ 
  4. "শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যোৎসাহী নির্বাচিত হলেন শিক্ষক ইন্দ্রজিৎ"বরিশাল ক্রাইম নিউজ (ইংরেজি ভাষায়)। ২০২২-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৩ 
  5. "সাতলার শাপলা বিল: বিস্তৃত লাল গালিচার নিরব কান্না"চ্যানেল আই অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৩ 
  6. "প্রকৃতির সান্নিধ্য পেতে ঘুরে আসুন 'মোল্লা পার্ক এন্ড পিকনিক স্পট'"amarsangbad.com (ইংরেজি ভাষায়)। ২০২১-১২-০৫। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৪ 
  7. "বরিশালের মনোমুগ্ধকর গুঠিয়া মসজিদ কোথায় অবস্থিত ? ভ্রমণ গাইড"Mosque BD (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "শিকারপুর উগ্রতাঁরা মন্দির - মন্দির দর্শন"mandirdarshanbd.com। ২০২২-১১-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৪ 
  9. "উজিরপুর উপজেলা - Barisalpedia"www.barisalpedia.net.bd। ২০২২-১১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]