দ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকা
দ্বাদশ জাতীয় সংসদ | |||
---|---|---|---|
| |||
সংক্ষিপ্ত বিবরণ | |||
আইনসভা | জাতীয় সংসদ | ||
অধিকারক্ষেত্র | বাংলাদেশ | ||
সভাস্থল | জাতীয় সংসদ ভবন | ||
কার্যকাল | ১০ জানুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪ | ||
নির্বাচন | দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৪ | ||
সদস্য | ৩৫০ |
২০২৪ সালের ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি উক্ত নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের একটি তালিকা।
এর আগে, সাংবিধানিক বাধ্যবাধকতায় ১৫ নভেম্বর ২০২৩ সালে রেডিও ও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া সরাসরি ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।[১][২][৩] ঘোষণা অনুযায়ী ৭ জানুয়ারি ২০২৪ সালে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।[৪] একাদশ জাতীয় সংসদের সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ ও শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল তফসিল ঘোষণাকে স্বাগত জানায়।[৫] একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করে জানায়, “নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করতে বাধ্য। তবে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হবে বলে আশা প্রকাশ করে।”[৬] অন্যতম বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তফসিল ঘোষণা প্রত্যাখ্যান করে নির্বাচনের এই আয়োজনকে ‘ভোটরঙ্গ’ আখ্যায়িত করে।[৭] বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।[৮] বিএনপি ও তাদের সমমনা জোট থেকে বেরিয়ে শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেয়। তার মধ্যে অন্যতম বিএনপির পদত্যাগকারী ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, যিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসনে মনোনয়ন লাভ করেন।[৯] এছাড়াও জোটের অন্যতম শরীক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমও নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন।[১০] এর পাশাপাশি বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকার, শমসের মবিন চৌধুরী, মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন।[১১][১২][১৩] ২৯ ডিসেম্বর ২০২৩ সালে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে ৭ জানুয়ারি ২০২৪ সালে উক্ত আসনে ভোটগ্রহণ স্থগিত করেছিল বাংলাদেশ নির্বাচন কমিশন, যেটি পরে অনুষ্ঠিত হয়।[১৪]
২০২৪ সালের আগস্ট মাসে অসহযোগ আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন। ৬ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভেঙে দিলে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হয়।[১৫]
সংসদ সদস্য
[সম্পাদনা]- রঙের ব্যাখা
সংরক্ষিত মহিলা আসন
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]- বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের তালিকা
- দশম জাতীয় সংসদ সদস্যদের তালিকা
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
- শেখ হাসিনার পঞ্চম মন্ত্রিসভা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণার প্রজ্ঞাপন"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২০২৩-১১-১৫।
- ↑ "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি সময়সূচি জারী, সময়সূচির প্রজ্ঞাপন, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপন, সময়সূচির গণবিজ্ঞপ্তি প্রকাশ, প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা (পরিপত্র-১)"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২০২৩-১১-১৫।
- ↑ "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপন"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২০২৩-১১-১৫।
- ↑ "জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ ৭ জানুয়ারি, মনোনয়ন জমা ৩০ নভেম্বর"। ডেইলি স্টার বাংলা। ২০২৩-১১-১৫।
- ↑ "তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ"। বাংলাদেশ সংবাদ সংস্থা। ২০২৩-১১-১৫।
- ↑ "তফসিল ঘোষণায় রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া"। ডেইলি স্টার বাংলা। ২০২৩-১১-১৫।
- ↑ "তফসিল প্রত্যাখ্যান বিএনপির"। প্রথম আলো। ২০২৩-১১-১৫।
- ↑ বাবু, তাফসীর (২০২৩-১২-০৯)। "নির্বাচনে নেই, আন্দোলনেও দুর্বল -কী পেল বিএনপি?"। বিবিসি বাংলা।
- ↑ "বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আ. লীগের প্রার্থী হলেন শাহজাহান ওমর"। ডেইলি স্টার বাংলা। ২০২৩-১১-৩০।
- ↑ "মুহাম্মদ ইবরাহিমের কল্যাণ পার্টির নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে যুক্তফ্রন্ট"। ডেইলি স্টার বাংলা। ২০২৩-১১-২২।
- ↑ "সিলেট-৬ আসনে লড়বেন শমসের মবিন চৌধুরী"। যুগান্তর। ২০২৩-১১-২৯।
- ↑ "সুষ্ঠু নির্বাচনের নমুনা দেখতে পাচ্ছি: তৈমুর আলম"। ইত্তেফাক। ২০২৩-১২-০১।
- ↑ "নির্বাচনের ঘোষণা দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান"। প্রতিদিনের সংবাদ। ২০২৩-১১-২৬।
- ↑ "নওগাঁ-২ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত"। বাংলাদেশ সংবাদ সংস্থা। ২০২৩-১২-২৯।
- ↑ "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬।