নজরুল ইসলাম বাবু (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মো: নজরুল ইসলাম বাবু
জাতীয় সংসদ
কাজের মেয়াদ
২০০৮ – বর্তমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1967-03-10) ১০ মার্চ ১৯৬৭ (বয়স ৫৭)
নারায়ণগঞ্জ জেলা, বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

মো: নজরুল ইসলাম বাবু (জন্ম: ১০ মার্চ ১৯৬৭) বাংলাদেশের নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[১] তাছাড়া তিনি বাংলাদেশ ছাত্রলীগ-এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি জাতীয় সংসদের হুইপ।

জন্ম ও শিক্ষাজীবন[সম্পাদনা]

নজরুল ইসলাম বাবুর পৈতৃক বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের অন্তর্গত বাজবী মৌলভী বাড়ী এলাকায়। তিনি জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতকোত্তর পাশ করেছেন।

কর্মজীবন[সম্পাদনা]

পেশায় ব্যবসায়ী নজরুল ইসলাম বাবু রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নজরুল ইসলাম বাবুর শশুর নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং নরসিংদী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এডভোকেট আসাদুজ্জামান।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

দাম্পত্য জীবনে নজরুল ইসলাম বাবুর স্ত্রী আড়াইহাজার উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা: সায়েমা ইসলাম ইভা। তিনি এক পুত্র সন্তানের বাবা।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. নারায়ণগঞ্জ-২, মো: নজরুল ইসলাম বাবু। "Constituency 205_10th_Bn"www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-০৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]