ঢাকা-১২
অবয়ব
ঢাকা-১২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ঢাকা জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← ঢাকা-১১ ঢাকা-১৩ → |
ঢাকা-১২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৫নং আসন।
সীমানা
[সম্পাদনা]ঢাকা-১২ আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন | সদস্য | দল | |
---|---|---|---|
১৯৭৩ | শেখ মুজিবুর রহমান | বাংলাদেশ আওয়ামী লীগ[৩] | |
১৯৭৩ (উপ-নির্বাচন) | মোহাম্মদ হানিফ | বাংলাদেশ আওয়ামী লীগ [৪] | |
১৯৭৯ | জাহাঙ্গীর মোহাম্মদ আদেল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল[৫] | |
সীমানা পরিবর্তন | |||
১৯৮৬ | সামসুদ্দোহা খান মজলিশ | বাংলাদেশ আওয়ামী লীগ[৬] | |
১৯৮৮ | আশরাফ উদ্দিন খান ইমু | সম্মিলিত বিরোধী দল[৭] | |
১৯৯১ | নিয়ামত উল্লাহ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
ফেব্রুয়ারি ১৯৯৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
জুন ১৯৯৬ | দেওয়ান মো. সালাউদ্দিন | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
২০০১ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ||
সীমানা পরিবর্তন | |||
২০০৮ | শেখ ফজলে নূর তাপস | বাংলাদেশ আওয়ামী লীগ | |
সীমানা পরিবর্তন | |||
২০১৪ | আসাদুজ্জামান খাঁন কামাল | বাংলাদেশ আওয়ামী লীগ | |
২০১৮ | বাংলাদেশ আওয়ামী লীগ | ||
২০২৪ | বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আসাদুজ্জামান খাঁন কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৮]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | শেখ ফজলে নূর তাপস | ১,১৮,১৩৬ | ৬২.০ | +২২.০ | ||
বিএনপি | খন্দকার মাহবুব আহমদ | ৬৯,২৬২ | ৩৬.৩ | -২০.৮ | ||
ইসলামী আন্দোলন | মোঃ আব্দুল আওয়াল | ২,৫৫২ | ১.৩ | প্র/না | ||
গণফোরাম | নুরুন্নাহার হাবিব | ১৯৩ | ০.১ | প্র/না | ||
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন | সহিদুল ইসলাম খান | ১৫৮ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | আফজাল হোসাইন বাচ্চু | ১২৭ | ০.১ | প্র/না | ||
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি | বাহারানা সুলতান বাহার | ১১৭ | ০.১ | প্র/না | ||
জাসদ (রব) | আবুল কালাম আজাদ | ১১২ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৮,৮৭৪ | ২৫.৬ | +৮.৬ | |||
ভোটার উপস্থিতি | ১,৯০,৬৫৭ | ৭৩.১ | +৩.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | দেওয়ান মোঃ সালাউদ্দিন | ১,৩৯,৭৮৮ | ৫৭.১ | +১২.৪ | |
আওয়ামী লীগ | তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ | ৯৮,০৬২ | ৪০.০ | +১০.৩ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ নেয়ামত উল্লাহ | ৫,৭০৮ | ২.৩ | প্র/না | |
বিকেএ | আলী আব্বাস | ৭৬৭ | ০.৩ | -০.৬ | |
কমিউনিস্ট পার্টি | লিনা চক্রবর্তী | ৩৫৯ | ০.১ | প্র/না | |
জাতীয় পার্টি | খন্দকার সাহিন আলদিন রেজভি | ১৭৭ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪১,৭২৬ | ১৭.০ | +২.০ | ||
ভোটার উপস্থিতি | ২,৪৪,৮৬১ | ৬৯.৭ | −৫.২ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | দেওয়ান মো: সালাউদ্দিন | ৭১,২৪৩ | ৪৪.৭ | -৭.৩ | |
আওয়ামী লীগ | আশরাফ উদ্দিন খান ইমু | ৪৭,৩৪৩ | ২৯.৭ | -১.০ | |
জাতীয় পার্টি | মোঃ ফিরোজ কবির | ৩৩,৩৬১ | ২১.০ | +১৮.৪ | |
জামায়াতে ইসলামী | মোঃ হাসান মাহাবুব | ৪,৪৫০ | ২.৮ | -০.৮ | |
বিকেএ | মোহাম্মদ সামসুদ্দিন | ১,৩৫৭ | ০.৯ | প্র/না | |
জাকের পার্টি | মোঃ নাজিম উদ্দিন | ৫৯৫ | ০.৪ | -০.৬ | |
ন্যাপ | মোঃ মফিজুল ইসলাম | ৪২১ | ০.৩ | প্র/না | |
গণফোরাম | সিরাজ উদ্দিন আহমেদ | ৩৬৬ | ০.২ | প্র/না | |
জাতীয় জনতা পার্টি (আসাদ) | গাজী নজরুল ইসলাম | ৬৭ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,৯০০ | ১৫.০ | −৬.৪ | ||
ভোটার উপস্থিতি | ১,৫৯,২০৩ | ৭৪.৯ | +১৫.৬ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মোঃ নিয়ামতুল্লাহ | ৬৩,২৭৯ | ৫২ | |||
আওয়ামী লীগ | সামসুদ্দোহা খান মজলিশ | ৩৭,২৯৮ | ৩০.৭ | |||
স্বতন্ত্র | আশরাফ উদ্দিন খান ইমু | ৮,২৭৯ | ৬.৮ | |||
জামায়াতে ইসলামী | মোঃ সহিদুল ইসলাম | ৪,৪০২ | ৩.৬ | |||
জাতীয় পার্টি | মেজবাহ | ৩,১১৯ | ২.৬ | |||
কমিউনিস্ট পার্টি | মুজাহিদুল ইসলাম সেলিম | ২,২৮২ | ১.৯ | |||
জাকের পার্টি | আবুল হাসান | ১,২১১ | ১.০ | |||
বিকেএ | মোঃ সামুদ্দিন | ৮৬১ | ০.৭ | |||
ন্যাপ (মুজাফফর) | মফিজুল ইসলাম | ৬৭৩ | ০.৬ | |||
জাসদ (রব) | আবুল হোসেন | ২৮২ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৫,৯৮১ | ২১.৪ | ||||
ভোটার উপস্থিতি | ১,২১,৬৮৬ | ৫৯.৩ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ঢাকা-১২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "কারাবন্দি সাঈদ খোকনকে বাবা মেয়র হানিফ যা লিখেছিলেন চিঠিতে | কালের কণ্ঠ"। Kalerkantho। ২০২২-১১-২৮। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে ঢাকা-১২