বগুড়া-৪

স্থানাঙ্ক: ২৪°৫০′ উত্তর ৮৯°১৬′ পূর্ব / ২৪.৮৩° উত্তর ৮৯.২৬° পূর্ব / 24.83; 89.26
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বগুড়া-৪
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাবগুড়া জেলা
বিভাগরাজশাহী বিভাগ
মোট ভোটার৩,১২,০৮১ (২০১৮)[১]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলজাতীয় সমাজতান্ত্রিক দল
সদস্য(গণ)এ কে এম রেজাউল করিম তানসেন

বগুড়া-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৩৯নং আসন। বর্তমান সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন

সীমানা[সম্পাদনা]

বগুড়া-৪ আসনটি বগুড়া জেলার কাহালু উপজেলানন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত।[২][৩]

ইতিহাস[সম্পাদনা]

স্বাধীনতার পর নতুন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন ১৯৭৩ সালে আয়োজনের সময় বগুড়া-৪ সংসদীয় আসনটি তৈরি করা হয়েছিল।

২০০৮ সালের সাধারণ নির্বাচনের আগে, নির্বাচন কমিশন ২০০১ সালের আদমশুমারির প্রকাশিত জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য নির্বাচনী সীমানা পুনঃনির্ধারণ করেছিল। ফলে ২০০৮ সালের নির্বাচনে এ আসনের সীমানা পরিবর্তন হয়েছিল।

নির্বাচিত সাংসদ[সম্পাদনা]

নির্বাচন সদস্য দল
১৯৭৩ মোজাফ্ফর হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ[৪]
১৯৭৯ একেএম মতিয়ার রহমান প্রামাণিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল[৫]
সীমানা পরিবর্তন
১৯৮৬ মামদুদুর রহমান চৌধুরী জাতীয় পার্টি[৬][৭]
১৯৯১ আজিজুল হক মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
১৯৯৪ উপনির্বাচন জিয়াউল হক মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ জিয়াউল হক মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ জিয়াউল হক মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ জিয়াউল হক মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ জেড. আই. এম. মোস্তফা আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০১৪ এ কে এম রেজাউল করিম তানসেন জাতীয় সমাজতান্ত্রিক দল
২০১৮ মোশারফ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০২৩ উপনির্বাচন এ কে এম রেজাউল করিম তানসেন জাতীয় সমাজতান্ত্রিক দল

নির্বাচনী ফলাফল[সম্পাদনা]

২০১০-এর দশকে[সম্পাদনা]

উপনির্বাচন ২০২৩: বগুড়া-৪
দল প্রার্থী ভোট % ±%
জাসদ এ কে এম রেজাউল করিম তানসেন ২০,৪০৫
স্বতন্ত্র হিরো আলম ১৯,৫৭১
সাধারণ নির্বাচন ২০১৪: বগুড়া-৪[৮]
দল প্রার্থী ভোট % ±%
জাসদ এ কে এম রেজাউল করিম তানসেন ২২,২০৩ ৬২.২ +২৯.৪
জাতীয় পার্টি মোঃ নুরুল আমিন বাচ্চু ১৩,৪৮৯ ৩৭.৮ N/A
সংখ্যাগরিষ্ঠতা ৮,৭১৪ ২৪.৪ +০.৫
ভোটার উপস্থিতি ৩৫,৬৯২ ১২.৬ -৭৮.৩
বিএনপি থেকে জাসদ অর্জন করে

২০০০-এর দশকে[সম্পাদনা]

সাধারণ নির্বাচন ২০০৮: বগুড়া-৪[৯][১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি জে. আই. এম. মোস্তফা আলী ১,৩১,৪১৪ ৫৬.৭ -২.০
জাসদ এ কে এম রেজাউল করিম তানসেন ৭৫,৯৯১ ৩২.৮ +৩১.৪
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) মামদুদুর রহমান চৌধুরী ২১,৭৩৭ ৯.৪ N/A
ইসলামী আন্দোলন আব্দুল হক আজাদ ২,৪৪৭ ১.১ N/A
সংখ্যাগরিষ্ঠতা ৫৫,৪২৩ ২৩.৯ +২.২
ভোটার উপস্থিতি ২,৩১,৫৮৯ ৯০.৯ +৪.৫
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: বগুড়া-৪[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি জিয়াউল হক মোল্লা ১,১৪,৮১৪ ৫৮.৭ +১৫.৯
আওয়ামী লীগ শহীদুল আলম দুদু ৭২,৪৬৪ ৩৭.১ +১১.৫
জাসদ এ কে এম রেজাউল করিম তানসেন ২,৭৭৮ ১.৪ +০.৮
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট মোঃ নুরুল আমিন বাচ্চু ২,৬৮৩ ১.৪ N/A
স্বতন্ত্র সাইফুল ইসলাম ২,৪৪৬ ১.৩ N/A
গণফোরাম মোঃ আতিকুল মাহবুব ৩১১ ০.২ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ৪২,৩৫০ ২১.৭ +৪.৫
ভোটার উপস্থিতি ১,৯৫,৪৯৬ ৮৬.৪ +৩.৯
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে[সম্পাদনা]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বগুড়া-৪[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি জিয়াউল হক মোল্লা ৬৪,১৪১ ৪২.৮ +৬.৮
আওয়ামী লীগ সহিদুল আলম দুদু ৩৮,৩৯৫ ২৫.৬ -০.৪
জামায়াতে ইসলামী নাজির আহমেদ মন্ডল ৩২,৬২৫ ২১.৮ -৬.৮
জাতীয় পার্টি মামদুদুর রহমান চৌধুরী ১২,৮৫০ ৮.৬ +১.৪
জাসদ এ কে এম রেজাউল করিম তানসেন ৮৮৮ ০.৬ -০.৮
জাকের পার্টি মোঃ সহিদুল ইসলাম দুলাল ৪৬৮ ০.৩ -০.৩
গণফোরাম মোঃ আতিকুল মাহবুব ৩৩৭ ০.২ N/A
বাংলাদেশ ফ্রিডম পার্টি মোঃ সাইদুল ইসলাম তালুকদার ২৪৭ ০.২ N/A
সংখ্যাগরিষ্ঠতা ২৫,৭৪৬ ১৭.২ +৯.৮
ভোটার উপস্থিতি ১,৪৯,৯৫১ ৮২.৫ +১৩.০
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: বগুড়া-৪[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আজিজুল হক মোল্লা ৪৩,২৪৭ ৩৬.০
জামায়াতে ইসলামী আব্দুর রহমান ফকির ৩৪,৩৭২ ২৮.৬
আওয়ামী লীগ সহিদুল আলম দুদু ৩১,১৯২ ২৬.০
জাতীয় পার্টি মামদুদুর রহমান চৌধুরী ৮,৫৯৭ ৭.২
জাসদ এ কে এম রেজাউল করিম তানসেন ১,৬৩৯ ১.৪
জাকের পার্টি মোঃ সহিদুল ইসলাম ৭৬৭ ০.৬
জাসদ (রব) আতিকুল ইসলাম আতিক ৩৫১ ০.৩
সংখ্যাগরিষ্ঠতা ৮,৮৭৫ ৭.৪
ভোটার উপস্থিতি ১,২০,১৬৫ ৬৯.৫
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

টীকা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  4. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  8. "Bogra-4"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৮ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  10. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]