নোয়াখালী-১
| নোয়াখালী-১ | |
|---|---|
| জাতীয় সংসদের নির্বাচনী এলাকা | |
| জেলা | নোয়াখালী জেলা |
| বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
| মোট ভোটার |
|
| বর্তমান নির্বাচনী এলাকা | |
| সৃষ্ট | ১৯৭৩ |
| বর্তমান সাংসদ | শূন্য |
← ফেনী-৩ | |
নোয়াখালী-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নোয়াখালী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৬৮নং আসন।
সীমানা
[সম্পাদনা]নোয়াখালী-১ আসনটি নোয়াখালী জেলার চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়ন, নদনা ইউনিয়ন, চাষীরহাট ইউনিয়ন, সোনাপুর ইউনিয়ন, দেওটি ইউনিয়ন, আমিশাপাড়া ইউনিয়ন নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এইচ. এম. ইব্রাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]গণতন্ত্রী পার্টির প্রার্থী নুরুল ইসলাম নির্বাচনের কয়েকদিন আগে মারা যান।[৮] এই ঘটনায় নোয়াখালিী ১ আসনে নির্বাচন ১২ জানুয়ারি ২০০৯ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়। এইচ এম এম ইব্রাহিম, যিনি পূর্বে নূরুল ইসলামের পক্ষে প্রার্থীতা প্রত্যাহার করেছিলেন, তিনি মহাজোটের প্রার্থী হিসাবে তার জায়গায় নির্বাচনে অংশ নেন।
| দল | প্রার্থী | ভোট | % | ±% | |
|---|---|---|---|---|---|
| বিএনপি | মাহবুব উদ্দীন খোকন | ১,০৫,৩৮০ | ৫৪.৮ | -৭.১ | |
| আ.লীগ | এইচ. এম. ইব্রাহিম | ৮০,৬৫৮ | ৪১.৯ | +৮.৭ | |
| ইসলামী আন্দোলন | আব্দুর রহীম | ৩,৪৫৮ | ১.৮ | প্র/না | |
| বিকেএ | মোহাম্মদ জিয়াউল হক | ৭২৫ | ০.৪ | প্র/না | |
| স্বতন্ত্র | গোলাম মাওলা | ৫৩১ | ০.৩ | প্র/না | |
| কেএসজেএল | মোহাম্মদ আমিন উল্লাহ | ৪৬০ | ০.২ | প্র/না | |
| স্বতন্ত্র | মাহবুবুর রহমান | ৩৮৬ | ০.২ | প্র/না | |
| স্বতন্ত্র | খন্দকার রুহুল আমিন | ৩২০ | ০.২ | প্র/না | |
| ন্যাশনাল পিপলস পার্টি | মোহাম্মদ মোশাররফ হোসাইন | ২২১ | ০.১ | প্র/না | |
| জাসদ | মোহাম্মদ হারুনুর রশীদ | ১৬১ | ০.১ | -০.৪ | |
| জাসদ (রব) | দীন মুহাম্মাদ ভূঁইয়া | ৫০ | ০.০ | প্র/না | |
| সংখ্যাগরিষ্ঠতা | ২৪,৭২২ | ১২.৯ | −১৫.৮ | ||
| ভোটার উপস্থিতি | ১,৯২,৩৫০ | ৭৭.৭ | +১৪.৬ | ||
| বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
| দল | প্রার্থী | ভোট | % | ±% | |
|---|---|---|---|---|---|
| বিএনপি | যাইনুল আবেদীন ফারুক | ৫৭,৫৫৫ | ৬১.৯ | +১৫.৬ | |
| আ.লীগ | জাফর আহমদ চৌধুরী | ৩০,৮৭৬ | ৩৩.২ | +১০.৩ | |
| ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | শিবু প্রসাদ চন্দ্র | ৩,৮৯৭ | ৪.২ | প্র/না | |
| জাসদ | মোহাম্মদ তাজুল ইসলাম | ৫০৬ | ০.৫ | প্র/না | |
| জাপা (মঞ্জু) | এস. এম. এ. ওয়াহাব | ১৭৭ | ০.২ | প্র/না | |
| সংখ্যাগরিষ্ঠতা | ২৬,৬৭৯ | ২৮.৭ | +৫.৩ | ||
| ভোটার উপস্থিতি | ৯৩,০১১ | ৬৩.১ | −৩.১ | ||
| বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]| দল | প্রার্থী | ভোট | % | ±% | |
|---|---|---|---|---|---|
| বিএনপি | যাইনুল আবেদীন ফারুক | ৩১,১৮৭ | ৪৬.৩ | +১৪.৩ | |
| আ.লীগ | মোহাম্মদ ভি পি মোস্তফা | ১৫,৪৪০ | ২২.৯ | +২.৯ | |
| জাপা | মওদুদ আহমেদ | ১৫,১৮১ | ২২.৫ | -৬.৬ | |
| জামাত | আবু শাকের মোহাম্মদ জাকারিয়া | ৪,৬৮২ | ৬.৯ | প্র/না | |
| বাংলাদেশ সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) | মহিউদ্দীন | ৩১১ | ০.৫ | প্র/না | |
| জাকের পার্টি | নাসিরুদ্দিন | ২৭৭ | ০.৪ | +০.১ | |
| ইসলামী শাসনতন্ত্র আন্দোলন | মোহাম্মদ মহসিন | ১৮৪ | ০.৩ | প্র/না | |
| স্বতন্ত্র | মাস্টার নুরুল ইসলাম | ১১৫ | ০.২ | প্র/না | |
| সংখ্যাগরিষ্ঠতা | ১৫,৭৪৭ | ২৩.৪ | +২০.৫ | ||
| ভোটার উপস্থিতি | ৬৭,৩৭৭ | ৬৬.২ | +৩৩.০ | ||
| বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
| দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
|---|---|---|---|---|---|---|
| বিএনপি | যাইনুল আবেদীন ফারুক | ২১,৪১৮ | ৩২.০ | |||
| জাপা | মওদুদ আহমেদ | ১৯,৫০৮ | ২৯.১ | |||
| আ.লীগ | রফিক উদ্দীন আহমেদ | ১৩,৩৯৫ | ২০.০ | |||
| স্বতন্ত্র | জাফর আহমদ | ৯,০৫৮ | ১৩.৫ | |||
| বিকেএ | নুরুল্লাহ কাসেমি | ১,৩৬০ | ২.০ | |||
| বাংলাদেশ জনতা পার্টি | ওসমান গণি | ১,১১৪ | ১.৭ | |||
| জাসদ | কাজী মোহাম্মদ সুলাইমান | ৩২৭ | ০.৫ | |||
| স্বতন্ত্র | মোহাম্মদ মোস্তফা ভূঁইয়া | ২১৫ | ০.৩ | |||
| জাকের পার্টি | আবু লাইস আনসারি | ১৭৩ | ০.৩ | |||
| বাংলাদেশ ইনকিলাব পার্টি | রুহুল আমিন চৌধুরী | ১২৯ | ০.২ | |||
| ফ্রিডম পার্টি | মোহাম্মদ আব্দুজ জাহের চৌধুরী | ৮৯ | ০.১ | |||
| ন্যাপ (ভাসানী) | আব্দুল মোতালেব | ৬১ | ০.১ | |||
| স্বতন্ত্র | মোহাম্মদ খলীলুর রাহমান মজুমদার | ৫৭ | ০.১ | |||
| বাংলাদেশ মুসলিম লীগ (ইউসুফ) | এম. এন. তাহের খান | ৪৮ | ০.১ | |||
| স্বতন্ত্র | এম. এ. বারী | ৪৮ | ০.১ | |||
| সংখ্যাগরিষ্ঠতা | ১,৯১০ | ২.৯ | ||||
| ভোটার উপস্থিতি | ৬৭,০০০ | ৩৩.২ | ||||
| আ.লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নোয়াখালী-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনপূর্ণবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "অগ্নিদগ্ধ নুরুল ইসলামের মৃত্যু"। www.bbc.com। ৪ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- 1 2 3 "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে নোয়াখালী-১