সাইফুজ্জামান চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইফুজ্জামান চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্মসাইফুজ্জামান চৌধুরী জাভেদ
(1969-02-18) ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯ (বয়স ৫৪)
চট্টগ্রাম
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পিতাআখতারুজ্জামান চৌধুরী বাবু
পেশাসংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়
ধর্মইসলাম
ডাকনামজাবেদ

সাইফুজ্জামান চৌধুরী জাভেদ  বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্বরত আছেন।[১][২][৩] তিনি বাংলাদেশ নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন।[৪]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সাইফুজ্জামান চৌধুরী ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের আনোয়ারা থানায় জন্মগ্রহণ করেন।[৫] তার বাবার নাম আখতারুজ্জামান চৌধুরী বাবু ও মায়ের নাম নুর নাহার জামান।[৫] তার বাবা একজন মুক্তিযোদ্ধা। তার বাবা বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রবীণ সদস্য। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের  সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

শিক্ষা[সম্পাদনা]

সাইফুজ্জামান চৌধুরী প্রাথমিক শিক্ষা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে যান উচ্চ শিক্ষা গ্রহণ করতে।

রাজনীতি[সম্পাদনা]

মূলত সাইফুজ্জামান চৌধুরী তার বাবার মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন। তার বাবা চট্টগ্রামের আনোয়ারা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বাবা মারা যাওয়ার পর ওই আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।[৬] এরপর ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আবার নির্বাচিত হন।[৪]

কর্মজীবন[সম্পাদনা]

সাইফুজ্জামান চৌধুরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটি[৬] এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরামিট গ্রুপের চেয়ারম্যান।[৫] তিনি চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির তিনবারের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "JS committee suggests no construction on agri-land"The Financial Express Online Version। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৬ 
  2. "EC to write to PMO, Speaker seeking action against Mymensingh MP Sharif Ahmed for 'threatening' election official"। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৬ 
  3. "Independence Day celebrated across the country | Dhaka Tribune"archive.dhakatribune.com। ১৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৬ 
  4. "Activists vandalise Chittagong Awami League office over nomination in Union Parishad elections"। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৬ 
  5. "মাননীয় প্রতিমন্ত্রী |Ministry Of Land-Government of the People's Republic of Bangladesh | ভূমি মন্ত্রণালয়-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১২-২৬ 
  6. BanglaNews24.com। "সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হলেন"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১২-৩১ 
  7. "জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ | চট্টগ্রাম জেলা | চট্টগ্রাম জেলা" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১২-৩১