আমানুর রহমান খান রানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমানুর রহমান খান রানা
১০ম জাতীয় সংসদের সদস্য
কাজের মেয়াদ
৫ জানুয়ারি ২০১৪ – ৩০ ডিসেম্বর ২০১৯
কাজের মেয়াদ
১৮ নভেম্বর ২০১২ – ৫ জানুয়ারি ২০১৪
পূর্বসূরীমতিউর রহমান
৯ম জাতীয় সংসদের সদস্য
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1966-10-06) ৬ অক্টোবর ১৯৬৬ (বয়স ৫৭) ঘাটাইল, টাঙ্গাইল
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশারাজনীতিবিদ

আমানুর রহমান খান রানা একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং টাঙ্গাইল -৩ আসনের সংসদ সদস্য[১] তিনি ৯ম জাতীয় সংসদে টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য মৃত্যুবরণ করার পর ২০১২ সালের ১৮ নভেম্বর উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।[১][২] ২০১৪ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে একই আসন থেকে পুনরায় জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।[১][৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

রানা ১৯৬৬ সালের ৬ অক্টোবর টাঙ্গাইল জেলার ঘটাইল উপজেলায় জন্মগ্রহণ করেন।[৩] তার পিতার নাম আতাউর রহমান খান ও মাতার নাম ফাতেমা রহমান খান।[৪] এই দম্পতির পাঁচ পুত্রের মধ্যে রানা দ্বিতীয়, অন্যরা হলেন টাঙ্গাইলের সাবেক আওয়ামীলীগ নেতা মরহুম আমিনুর রহমান খান বাপ্পী, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী জাহিদুর রহমান খান কাকন এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান বাপ্পা।[৫]

বিতর্ক[সম্পাদনা]

বিভিন্ন সময় রানার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে মামলা হয়েছে।[৬] ২০১৩ সালের ১৮ জানুয়ারি আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ খুন হন।[১] ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ মামলার অভিযোগপত্রে প্রধান আসামী হিসেবে রানার নাম দাখিল করে। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর থেকে এই মামলায় তিনি টানা ৩৪ মাস কারাভোগের পর ২০১৯ সালের ৯ জুলাই জামিনে মুক্তি পান।[১][৫][৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Kantho, Kaler (১৯ সেপ্টে ২০১৬)। "এমপি রানা কারাগারে"Kalerkantho। সংগ্রহের তারিখ ৬ ডিসে ২০১৮ 
  2. "৯ম জাতীয় সংসদ সদস্য তালিকা পার্টি অনুযায়ী (বাংলা)"www.parliament.gov.bd। ২০১৮-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০৬ 
  3. "Constituency 132_10th_Bn"www.parliament.gov.bd। ২০২৩-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২৮ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  5. "এমপি রানাকে ফের গ্রেফতারের আবেদন গোয়েন্দা পুলিশের"Jugantor 
  6. "এমপি রানা ঘাটাইলে মূর্তিমান আতঙ্ক"সমকাল। সংগ্রহের তারিখ ৬ ডিসে ২০১৮ 
  7. "৩৪ মাস পর জামিনে মুক্ত সাবেক সাংসদ আমানুর"প্রথম আলো২। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৯