খুলনা-২

স্থানাঙ্ক: ২২°৪৯′ উত্তর ৮৯°৩৪′ পূর্ব / ২২.৮২° উত্তর ৮৯.৫৬° পূর্ব / 22.82; 89.56
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খুলনা-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাখুলনা জেলা
বিভাগখুলনা বিভাগ
মোট ভোটার
  • ৩,২০,২২০ (ডিসেম্বর ২০২৩)[১]
  • পুরুষ ভোটার: ১,৫৯,২৭০
  • নারী ভোটার: ১,৬০,৯৪২
  • হিজড়া ভোটার: ৮
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদশেখ সালাহউদ্দিন জুয়েল

খুলনা-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি খুলনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০০নং আসন।

সীমানা[সম্পাদনা]

খুলনা-২ আসনটি খুলনা জেলার খুলনা সিটি কর্পোরেশন এর 16 থেকে 31 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।[২]

নির্বাচিত সাংসদ[সম্পাদনা]

নির্বাচন সদস্য দল
১৯৭৩ শেখ আব্দুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ[৩]
১৯৭৯ আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল[৪]
সীমানা পরিবর্তন
১৯৮৬ মোহাম্মদ মহসিন জাতীয় পার্টি[৫]
১৯৮৮ মিয়া মুসা হোসেন জাতীয় পার্টি[৬]
১৯৯১ শেখ রাজ্জাক আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ শেখ রাজ্জাক আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল
নভে ২০০১ উপ-নির্বাচন আলী আসগর লবি বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ নজরুল ইসলাম মঞ্জু বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০১৪ মুহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ শেখ সালাহউদ্দিন জুয়েল বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ শেখ সালাহউদ্দিন জুয়েল বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন[সম্পাদনা]

২০১০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন ২০১৪: খুলনা-২[৭]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মুহাম্মদ মিজানুর রহমান ৬৯,০১৭ ৯৫.০ +৪৫.৯
জাতীয় পার্টি রাশিদা করিম ৩,৬৪৯ ৫.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬৫,৩৬৮ ৯০.০ +৮৯.১
ভোটার উপস্থিতি ৭২,৬৬৬ ২৭.৬ -৪৮.৭
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

২০০০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন ২০০৮: খুলনা-২[৮][৯]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি নজরুল ইসলাম মঞ্জু ৯০,৯৫০ ৫০.০ -৭.৮
আওয়ামী লীগ মুহাম্মদ মিজানুর রহমান ৮৯,২৮০ ৪৯.১ +১০.১
ন্যাপ মোঃ ফজলুর রহমান ১,০৮১ ০.৬ প্র/না
সম্মিলিত নাগরিক আন্দোলন কাজী ফারুক আহমেদ ২৭৭ ০.২ প্র/না
বাসদ এ বি এম নুরুল আলম ১৩১ ০.১ প্র/না
ন্যাশনাল পিপলস পার্টি শেখ মোঃ জাকির হোসেন ৯৭ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,৬৭০ ০.৯ -১৭.৯
ভোটার উপস্থিতি ১,৮১,৮১৬ ৭৬.৩ +৩.০
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০১ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে দাড়ান: বগুড়া-৬, বগুড়া-৭, খুলনা-২, ফেনী-১, ও লক্ষ্মীপুর-২। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি বগুড়া-৬ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে চার দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ আওয়ামী লীগ নভেম্বরে নির্ধারিত উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা না করার সিদ্ধান্ত নিলে বিএনপির আলী আসগর লবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[১০][১১]

সাধারণ নির্বাচন ২০০১: খুলনা-২[১২]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি খালেদা জিয়া ৯১,৮১৯ ৫৭.৮ +১০.৯
আওয়ামী লীগ মঞ্জুরুল ইমাম ৬২,০২১ ৩৯.০ -০.৩
স্বতন্ত্র মোহাম্মদ হোসেন মুক্তা ২,২৮২ ১.৪ প্র/না
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট ফেরদৌস খান ১,৭৯০ ১.১ প্র/না
স্বতন্ত্র তরিকুল ইসলাম? ৬৯৭ ০.৪ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) নুরুল ইসলাম ২০৭ ০.১ প্র/না
জাতীয় পার্টি সৈয়দ দেলওয়ার হোসেন ৯৬ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৯,৭৯৮ ১৮.৮ +১১.২
ভোটার উপস্থিতি ১,৫৮,৯১২ ৭৩.৩ -৮.৮
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: খুলনা-২[১২]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি শেখ রাজ্জাক আলী ৬৫,৩০৬ ৪৬.৯ +২.৪
আওয়ামী লীগ মঞ্জুরুল ইমাম ৫৪,৭৭৪ ৩৯.৩ +৯.১
জামায়াতে ইসলামী মোঃ আনসার উদ্দিন ৮,৪২৬ ৬.০ -৪.৫
জাতীয় পার্টি মিয়া মুসা হোসেন ৭,৩৩৩ ৫.৩ +৩.৬
ইসলামী ঐক্য জোট রফিকুর রহমান ৩,০৭২ ২.২ +০.৭
জাকের পার্টি নুরুল হক ২৬৮ ০.২ -০.৪
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) ফেরদৌস খান ১০৬ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১০,৫৩২ ৭.৬ -৬.৬
ভোটার উপস্থিতি ১,৩৯,২৮৫ ৮২.১ +৩১.২
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: খুলনা-২[১২]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি শেখ রাজ্জাক আলী ৪১,৫৯০ ৪৪.৫
আওয়ামী লীগ মঞ্জুরুল ইমাম ২৮,২৬৬ ৩০.২
জামায়াতে ইসলামী শামসুর রহমান ৯,৮৫৬ ১০.৫
স্বতন্ত্র এসকে আবুল কাশেম ৭,৪৪৩ ৮.০
জাতীয় পার্টি মিয়া মুসা হোসেন ১,৫৮১ ১.৭
ইসলামী ঐক্য জোট আলী আহমেদ ১,৪১০ ১.৫
কমিউনিস্ট পার্টি মোঃ ফিরোজ আহমেদ ১,৪০৫ ১.৫
স্বতন্ত্র মুক্তার হোসেন ৬৩৮ ০.৭
জাকের পার্টি কাজী আহমদ হাসান ৫৩৫ ০.৬
স্বতন্ত্র এ ইউ আহমেদ ৩৬৪ ০.৪
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) নুরুল আলম ১৯৬ ০.২
জাসদ (রব) সুশান্ত কুমার নন্দী ১২৫ ০.১
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) ফেরদৌস খান ৭৭ ০.১
স্বতন্ত্র লিয়াকত আলী ৩৩ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ১৩,৩২৪ ১৪.২
ভোটার উপস্থিতি ৯৩,৫১৯ ৫০.৯
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "খুলনা-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "Khulna-2"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৫ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "BNP nominees for by-election announced"Gulf News (ইংরেজি ভাষায়)। ২২ অক্টোবর ২০০১। ২৬ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮ 
  11. "পরিসংখ্যানগত প্রতিবেদন: ৮ম সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩১, ৩৫৮, ৩৬৭। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮ 
  12. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]