খুলনা-২
অবয়ব
খুলনা-২ | |
---|---|
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | খুলনা জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← খুলনা-১ খুলনা-৩ → |
খুলনা-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি খুলনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১০০নং আসন।
সীমানা
[সম্পাদনা]খুলনা-২ আসনটি খুলনা জেলার খুলনা সিটি কর্পোরেশন এর ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আ.লীগ | মুহাম্মদ মিজানুর রহমান | ৬৯,০১৭ | ৯৫.০ | +৪৫.৯ | ||
জাপা (মঞ্জু) | রাশিদা করিম | ৩,৬৪৯ | ৫.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬৫,৩৬৮ | ৯০.০ | +৮৯.১ | |||
ভোটার উপস্থিতি | ৭২,৬৬৬ | ২৭.৬ | −৪৮.৭ | |||
বিএনপি থেকে আ.লীগ অর্জন করে |
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | নজরুল ইসলাম মঞ্জু | ৯০,৯৫০ | ৫০.০ | -৭.৮ | |
আ.লীগ | মুহাম্মদ মিজানুর রহমান | ৮৯,২৮০ | ৪৯.১ | +১০.১ | |
ন্যাপ | মোঃ ফজলুর রহমান | ১,০৮১ | ০.৬ | প্র/না | |
সম্মিলিত নাগরিক আন্দোলন | কাজী ফারুক আহমেদ | ২৭৭ | ০.২ | প্র/না | |
বাসদ | এ বি এম নুরুল আলম | ১৩১ | ০.১ | প্র/না | |
ন্যাশনাল পিপলস পার্টি | শেখ মোঃ জাকির হোসেন | ৯৭ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৬৭০ | ০.৯ | −১৭.৯ | ||
ভোটার উপস্থিতি | ১,৮১,৮১৬ | ৭৬.৩ | +৩.০ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০১ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে দাড়ান: বগুড়া-৬, বগুড়া-৭, খুলনা-২, ফেনী-১, ও লক্ষ্মীপুর-২। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি বগুড়া-৬ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে চার দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ আওয়ামী লীগ নভেম্বরে নির্ধারিত উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা না করার সিদ্ধান্ত নিলে বিএনপির আলী আসগর লবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[১০][১১]
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | খালেদা জিয়া | ৯১,৮১৯ | ৫৭.৮ | +১০.৯ | |
আ.লীগ | মঞ্জুরুল ইমাম | ৬২,০২১ | ৩৯.০ | -০.৩ | |
স্বতন্ত্র | মোহাম্মদ হোসেন মুক্তা | ২,২৮২ | ১.৪ | প্র/না | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | ফেরদৌস খান | ১,৭৯০ | ১.১ | প্র/না | |
স্বতন্ত্র | তরিকুল ইসলাম? | ৬৯৭ | ০.৪ | প্র/না | |
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | নুরুল ইসলাম | ২০৭ | ০.১ | প্র/না | |
জাপা (মঞ্জু) | সৈয়দ দেলওয়ার হোসেন | ৯৬ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৯,৭৯৮ | ১৮.৮ | +১১.২ | ||
ভোটার উপস্থিতি | ১,৫৮,৯১২ | ৭৩.৩ | −৮.৮ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | শেখ রাজ্জাক আলী | ৬৫,৩০৬ | ৪৬.৯ | +২.৪ | |
আ.লীগ | মঞ্জুরুল ইমাম | ৫৪,৭৭৪ | ৩৯.৩ | +৯.১ | |
জামাত | মোঃ আনসার উদ্দিন | ৮,৪২৬ | ৬.০ | -৪.৫ | |
জাপা | মিয়া মুসা হোসেন | ৭,৩৩৩ | ৫.৩ | +৩.৬ | |
ইসলামী ঐক্য জোট | রফিকুর রহমান | ৩,০৭২ | ২.২ | +০.৭ | |
জাকের পার্টি | নুরুল হক | ২৬৮ | ০.২ | -০.৪ | |
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | ফেরদৌস খান | ১০৬ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১০,৫৩২ | ৭.৬ | −৬.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,৩৯,২৮৫ | ৮২.১ | +৩১.২ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | শেখ রাজ্জাক আলী | ৪১,৫৯০ | ৪৪.৫ | |||
আ.লীগ | মঞ্জুরুল ইমাম | ২৮,২৬৬ | ৩০.২ | |||
জামাত | শামসুর রহমান | ৯,৮৫৬ | ১০.৫ | |||
স্বতন্ত্র | এসকে আবুল কাশেম | ৭,৪৪৩ | ৮.০ | |||
জাপা | মিয়া মুসা হোসেন | ১,৫৮১ | ১.৭ | |||
ইসলামী ঐক্য জোট | আলী আহমেদ | ১,৪১০ | ১.৫ | |||
কমিউনিস্ট পার্টি | মোঃ ফিরোজ আহমেদ | ১,৪০৫ | ১.৫ | |||
স্বতন্ত্র | মুক্তার হোসেন | ৬৩৮ | ০.৭ | |||
জাকের পার্টি | কাজী আহমদ হাসান | ৫৩৫ | ০.৬ | |||
স্বতন্ত্র | এ ইউ আহমেদ | ৩৬৪ | ০.৪ | |||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | নুরুল আলম | ১৯৬ | ০.২ | |||
জাসদ (রব) | সুশান্ত কুমার নন্দী | ১২৫ | ০.১ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | ফেরদৌস খান | ৭৭ | ০.১ | |||
স্বতন্ত্র | লিয়াকত আলী | ৩৩ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,৩২৪ | ১৪.২ | ||||
ভোটার উপস্থিতি | ৯৩,৫১৯ | ৫০.৯ | ||||
জাপা থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "খুলনা-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Khulna-2"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৫ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "BNP nominees for by-election announced"। Gulf News (ইংরেজি ভাষায়)। ২২ অক্টোবর ২০০১। ২৬ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৮।
- ↑ "পরিসংখ্যানগত প্রতিবেদন: ৮ম সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩১, ৩৫৮, ৩৬৭। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে খুলনা-২