ময়মনসিংহ-১
অবয়ব
ময়মনসিংহ-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ময়মনসিংহ জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← শেরপুর-৩ |
ময়মনসিংহ-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪৬নং আসন।
সীমানা
[সম্পাদনা]ময়মনসিংহ-১ আসনটি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]সাধারণ নির্বাচন ২০১৮[৭] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | জুয়েল আরেং | ২,৫৮,৯২৩ | |||
বিএনপি | আফজাল এইচ খান | ২৮,৬৩৮ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | হুমায়ুন মো: আব্দুল্লাহ আল হাদী | ৬,৫৭৫ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | |||||
ভোটার উপস্থিতি | ২,৯৪,১৩৬ | - | |||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
প্রমোদ মানকিন ২০১৬ সালের ১১ মে মাসে মারা যান। উপনির্বাচনে তার ছেলে জুয়েল আরেং সাংসদ নির্বাচিত হন।[৮]
ময়মনসিংহ-১ উপ-নির্বাচন, ২০১৬[৯] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | জুয়েল আরেং | ১,৭০,২৩৪ | ৯১.৬ | +৩১.৫ | |
স্বতন্ত্র | সেলিমা খাতুন | ১৪,৩৩৮ | ৭.৭ | প্র/না | |
জাতীয় পার্টি | সোরহাব উদ্দিন খান | ১,৫৮৬ | ০.৯ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৫৫,৮৪৬ | ৮৩.৮ | +৬২.১ | ||
ভোটার উপস্থিতি | ১,৮৫,৮৯৬ | ৫১.৩ | -৪৪.৩ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে প্রমোদ মানকিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[১০]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]সাধারণ নির্বাচন ২০০৮: ময়মনসিংহ-১[১১][১২] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | প্রমোদ মানকিন | ১,৪২,৯৮১ | ৬০.১ | +২১.৯ | |
বিএনপি | আফজাল এইচ খান | ৯১,৩৪৫ | ৩৮.৪ | +৫.৫ | |
ইসলামী আন্দোলন | মোঃ আলী আকবর | ৩,৪৮৭ | ১.৫ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫১,৬৩৬ | ২১.৭ | +১৬.৪ | ||
ভোটার উপস্থিতি | ২,৩৭,৮১৩ | ৯৫.৬ | +২০.৩ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ২০০১: ময়মনসিংহ-১[১৩] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | প্রমোদ মানকিন | ৪৭,৮৭৩ | ৩৮.২ | +৭.২ | ||
বিএনপি | আফজাল এইচ খান | ৪১,২৮০ | ৩২.৯ | +১.৯ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আলী আজগর | ৩৫,৭৭০ | ২৮.৫ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ হাবিবুর রহমান | ৪১৬ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬,৫৯৩ | ৫.৩ | -৬.৯ | |||
ভোটার উপস্থিতি | ১,২৫,৩৩৯ | ৭৫.৩ | +৫.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ময়মনসিংহ-১[১৩] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | আফজাল এইচ খান | ৪২,৩৪৯ | ৪৩.২ | +২০.১ | ||
আওয়ামী লীগ | প্রমোদ মানকিন | ৩০,৪১০ | ৩১.০ | -৫.৬ | ||
জাতীয় পার্টি | মোঃ এমদাদুল হক | ২২,২৫৯ | ২২.৭ | -৩.৪ | ||
জামায়াতে ইসলামী | মোঃ হাফিজুর রহমান | ২,০১৫ | ২.১ | প্র/না | ||
ইসলামী ঐক্য জোট | মোঃ আবু সাঈদ | ৬২৯ | ০.৬ | প্র/না | ||
জাকের পার্টি | আব্দুস সামাদ মিয়া | ৩৩৩ | ০.৩ | +০.২ | ||
ন্যাপ | মোঃ দেওয়ান সিরাজুল ইসলাম সরনালী | ১২৫ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৯৩৯ | ১২.২ | +১.৭ | |||
ভোটার উপস্থিতি | ৯৮,১২০ | ৬৯.৯ | +১৭.৮ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
সাধারণ নির্বাচন ১৯৯১: ময়মনসিংহ-১[১৩] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | প্রমোদ মানকিন | ২৭,১৯১ | ৩৬.৬ | |||
জাতীয় পার্টি | মোঃ এমদাদুল হক | ১৯,৩৯০ | ২৬.১ | |||
বিএনপি | তোফাজ্জেল হোসেন খান | ১৭,১৭১ | ২৩.১ | |||
জাসদ (রব) | মোঃ আলী আজগর | ৯,৮৭৮ | ১৩.৩ | |||
জাকের পার্টি | এ. সামাদ | ৬৮৯ | ০.৯ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৮০১ | ১০.৫ | ||||
ভোটার উপস্থিতি | ৭৪,৩১৯ | ৫২.১ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ময়মনসিংহ-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ বাংলাদেশ নির্বাচন কমিশন (১৩ ফেব্রুয়ারি ২০১৮)। "Parliament Election 1973: Constituency wise Result of Mymensingh-1"। ১৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল (১-১০০, ১০১-১৯৮ ও ১৯৯-৩০০)"। বাংলাদেশ নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৩।
- ↑ "বাবার আসন ধরে রাখার চ্যালেঞ্জে জুয়েল আরেং"। প্রথম আলো। ২১ নভেম্বর ২০১৮।
- ↑ "ময়মনসিংহের দুটি উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী"। দৈনিক ভোরের কাগজ। ১৯ জুলাই ২০১৬। ২৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৮।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে ময়মনসিংহ-১