সাজ্জাদুল হাসান (আমলা)
সাজ্জাদুল হাসান | |
---|---|
নেত্রকোণা-৪ আসনের সাবেক সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৬ আগস্ট ২০২৩ – ৬ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | রেবেকা মমিন |
উত্তরসূরী | শূন্য |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান | |
কাজের মেয়াদ ২৭ জানুয়ারি ২০২০ – ১৪ জানুয়ারি ২০২৩ | |
উত্তরসূরী | মোস্তাফা কামাল উদ্দীন |
সিনিয়র সচিব প্রধানমন্ত্রীর কার্যালয় | |
কাজের মেয়াদ ২৭ জানুয়ারি ২০১৮ – ৩০ ডিসেম্বর ২০১৯ | |
পূর্বসূরী | সুরাইয়া বেগম |
উত্তরসূরী | তোফাজ্জল হোসেন মিয়া |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মোহনগঞ্জ উপজেলা, নেত্রকোণা, বাংলাদেশ | ১ জানুয়ারি ১৯৬১
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
সম্পর্ক | ওবায়দুল হাসান (ভাই) |
সন্তান | ২ |
পিতামাতা |
|
প্রাক্তন শিক্ষার্থী | |
জীবিকা | সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ |
সাজ্জাদুল হাসান (জন্ম: ১ জানুয়ারি ১৯৬১) একজন বাংলাদেশী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ও নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]সাজ্জাদুল হাসানের জন্ম ১ জানুয়ারি ১৯৬১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেত্রকোনার মোহনগঞ্জের ছয়াশীতে।[১] তার পিতা আখলাকুল হোসাইন আহমেদ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন।[১] মাতার নাম বেগম হোসনে আরা হোসাইন। তার জ্যেষ্ঠ ভাই বিচারপতি ওবায়দুল হাসান বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি।[২][৩] তিনি মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এসএসসি এবং ঢাকা কলেজ ১৯৭৮ সালে এইচএসসি সম্পন্ন করেন।[১] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৮৪ সালে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ২০০২ সালে তিনি অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।[৪]
কর্মজীবন
[সম্পাদনা]সাজ্জাদুল হাসান ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৫ ব্যাচে (৭ম বিসিএস) সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার পদে বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার জেলা ও সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৫] হাসানকে ২৫ ফেব্রুয়ারি ২০১৫ সালে সিলেট বিভাগীয় কমিশনার থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ নিযুক্ত হন।[৬]
২৬ জানুয়ারি ২০১৮ সালে তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে উন্নীত করা হয়।[৭] ২৫ ডিসেম্বর ২০১৯ সালে তিনি সিনিয়র সচিব পদে উন্নীত হন।[৮]
হাসানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক ২৭ জানুয়ারি ২০২০ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত করা হয়।[৯][১০] ১০ জানুয়ারি ২০১৯ সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন করেন।
তিনি বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও ঢাকাস্থ মোহনগঞ্জ উপজেলা সমিতির সভাপতি।[১১]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মৃত্যুবরণ করলে ৩১ জুলাই ২০২৩ সালের নেত্রকোণা-৪ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য মনোনীত হন।[১২] ৭ আগস্ট ২০২৩ সালে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।[১৩]
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাজ্জাদুল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন।[১৪] ৪ ফেব্রুয়ারি ২০২৪ সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নিযুক্ত হন।[১৫]
৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[১৬][১৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "Govt appoints Sajjadul Hassan as secretary of PMO"। The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪।
- ↑ "নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান"। প্রথম আলো। ২০২৩-০৯-১২। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-৩০।
- ↑ "PM's Office Secretary Sajjadul Hassan's aunt death"। OurtimeBD। ২০১৯-০১-৩১। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪।
- ↑ সাজ্জাদুল হাসান। আমার বাবা ও একাত্তরের অম্লান স্মৃতি। বাংলাদেশ: আগামী প্রকাশনী। পৃষ্ঠা ১০০। আইএসবিএন 9789840426775।
- ↑ "পূর্ণ সচিব হলেন সাজ্জাদুল হাসান"। ২০১৮-০৭-১৩। ২০১৮-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪।
- ↑ Report, Star Online (২০১৫-০২-২৫)। "Sajjadul made PM's PS-1"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪।
- ↑ "Sajjadul Hasan made acting secy of PMO"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-২৬। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪।
- ↑ Bhattacharjee, Partha Pratim (২০১৯-১২-২৫)। "Coveted promotions only to be short-lived"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪।
- ↑ "Ex-PMO secy Sajjadul new Biman chairman | banglatribune.com"। Bangla Tribune (ইংরেজি ভাষায়)। ২০২১-১০-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪।
- ↑ "Sajjadul Hassan made new Biman chairman"। theindependentbd.com। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪।
- ↑ "BAEA felicitates new state minister for planning Dr Shamsul Alam"। BSS। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৪।
- ↑ "নেত্রকোনা-৪ আসনে আওয়ামী লীগের সাজ্জাদুল হাসানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা"। প্রথম আলো। ২০২৩-০৭-৩১। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-৩১।
- ↑ "শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও মহিউদ্দিন বাচ্চু"। দৈনিক ইত্তেফাক। ২০২৩-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৭।
- ↑ "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। আরটিভি। ৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৪।
- ↑ "১২টি সংসদীয় কমিটি গঠন"। প্রথম আলো। ২০২৪-০২-০৪। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১২।
- ↑ "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"। বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- জীবিত ব্যক্তি
- ১৯৬১-এ জন্ম
- নেত্রকোণা জেলার রাজনীতিবিদ
- ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশী সরকারি চাকরিজীবী
- বাংলাদেশী অর্থনীতিবিদ
- বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ
- একাদশ জাতীয় সংসদ সদস্য
- দ্বাদশ জাতীয় সংসদ সদস্য
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী