যশোর-৩
অবয়ব
যশোর-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | যশোর জেলা |
বিভাগ | খুলনা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← যশোর-২ যশোর-৪ → |
যশোর-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি যশোর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৮৭নং আসন।
সীমানা
[সম্পাদনা]যশোর-৩ আসনটি যশোর জেলার বসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত যশোর সদর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে কাজী নাবিল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোহাম্মদ খালেদুর রহমান টিটো | ১,৬৬,১৯২ | ৫৬.৯ | +২০.০ | ||
বিএনপি | তরিকুল ইসলাম | ১,২২,৫৪৯ | ৪২.০ | -৮.৪ | ||
স্বতন্ত্র | মোঃ আহসান কবির | ২,৫৪০ | ০.৯ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | ইলাহদাত খান | ৬৩২ | ০.২ | প্র/না | ||
জাসদ (রব) | কাজী আলী হায়দার | ১৮১ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৩,৬৪৩ | ১৪.৯ | +১.৪ | |||
ভোটার উপস্থিতি | ২,৯২,০৯৪ | ৮৪.১ | +২.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | তরিকুল ইসলাম | ১,৪৭,৮২৫ | ৫০.৪ | +২২.৩ | ||
আওয়ামী লীগ | আলী রেজা রাজু | ১,০৮,১৭৪ | ৩৬.৯ | +৪.৪ | ||
স্বতন্ত্র | কাজী শাহেদ আহমেদ | ২০,৪৮৮ | ৭.০ | প্র/না | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ মাহাবুবুল আলম | ১৫,৬৪৯ | ৫.৩ | প্র/না | ||
ওয়ার্কার্স পার্টি | হারুন-অর-রশিদ | ৬১৪ | ০.২ | -০.১ | ||
বিকেএ | মোঃ তৌহিদুজ্জামান | ৩২৯ | ০.১ | প্র/না | ||
কেএসজেএল | আবুল কালাম মোস্তফা | ২২৪ | ০.১ | প্র/না | ||
সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন | এ বি এম কামরুল হাসান | ১৬৮ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৯,৬৫১ | ১৩.৫ | +৯.২ | |||
ভোটার উপস্থিতি | ২,৯৩,৪৭১ | ৮১.৪ | ০.০ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | আলী রেজা রাজু | ৭৫,৭৬৯ | ৩২.৫ | +০.৩ | |
বিএনপি | তরিকুল ইসলাম | ৬৫,৬৩৪ | ২৮.১ | -৪.০ | |
জাতীয় পার্টি | মোহাম্মদ খালেদুর রহমান টিটো | ৬৩,৪৩৮ | ২৭.২ | +১১.১ | |
জামায়াতে ইসলামী | মোঃ রুহুল কুদ্দুস খান | ১৯,৩৬৩ | ৮.৩ | -৪.৫ | |
ইসলামী ঐক্য জোট | মোঃ আব্দুল জলিল | ৮,২৫৭ | ৩.৫ | -০.২ | |
ওয়ার্কার্স পার্টি | হারুন-অর-রশিদ | ৭৬৯ | ০.৩ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১০,১৩৫ | ৪.৩ | +৪.১ | ||
ভোটার উপস্থিতি | ২,৩৩,২৩০ | ৮১.৪ | +১২.৪ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | রৌশন আলী | ৫৬,৮৮৩ | ৩২.২ | |||
বিএনপি | তরিকুল ইসলাম | ৫৬,৫৮৬ | ৩২.১ | |||
জাতীয় পার্টি | মোহাম্মদ খালেদুর রহমান টিটো | ২৮,৪৮৩ | ১৬.১ | |||
জামায়াতে ইসলামী | খোদাদাত খান | ২২,৫৫৯ | ১২.৮ | |||
ইসলামী ঐক্য জোট | আনোয়ারুল করিম | ৬,৫৮৮ | ৩.৭ | |||
জাকের পার্টি | জাহিদ হাসান টুকুন | ৪,৪২৪ | ২.৫ | |||
ওয়ার্কার্স পার্টি | নুরুল আলম | ৯৮৪ | ০.৬ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৯৭ | ০.২ | ||||
ভোটার উপস্থিতি | ১,৭৬,৫০৭ | ৬৯.০ | ||||
থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "যশোর-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে যশোর-৩