জামালপুর-৩
অবয়ব
জামালপুর-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | জামালপুর জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
জামালপুর-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি জামালপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪০নং আসন।
সীমানা
[সম্পাদনা]জামালপুর-৩ আসনটি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা ও মেলান্দহ উপজেলা এবং মাদারগঞ্জ,মেলান্দ এবং হাজরাবাড়ি পৌরসভা নিয়ে গঠিত নিয়ে গঠিত।[২]
ইতিহাস
[সম্পাদনা]নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মির্জা আজম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মির্জা আজম | ১,৭১,৯২৬ | ৬৩.১ | +১৪.২ | |
বিএনপি | মোস্তাফিজুর রহমান বাবুল | ৯৯,১১৩ | ৩৬.৪ | +৩১.৮ | |
ন্যাশনাল পিপলস পার্টি | হারুন অর রশিদ | ১,১৪৪ | ০.৪ | প্র/না | |
কেএসজেএল | মো: হাসমত আলী | ৩০২ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭২,৮১৩ | ২৬.৭ | +২১.২ | ||
ভোটার উপস্থিতি | ২,৭২,৪৮৫ | ৮৮.৩ | +১৪.৩ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মির্জা আজম | ১,১৯,৬১১ | ৪৮.৯ | -০.৮ | |
স্বতন্ত্র | মোস্তাফিজুর রহমান বাবুল | ১,০৬,২৫৮ | ৪৩.৪ | প্র/না | |
বিএনপি | শফিকুল ইসলাম খোকা | ১১,২৭৪ | ৪.৬ | -২৩.১ | |
স্বতন্ত্র | মো: কামরুজ্জামান তারফদার | ৩,৯১৫ | ১.৬ | প্র/না | |
স্বতন্ত্র | ইসমত পাশা | ২,২৩৮ | ০.৯ | প্র/না | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | দৌলাতুজ্জামান আনসারী | ১,১৮৩ | ০.৫ | প্র/না | |
জাতীয় পার্টি | মো: লূৎফর রহমান | ১৮৭ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,৩৫৩ | ৫.৫ | −১৬.৫ | ||
ভোটার উপস্থিতি | ২,৪৪,৬৬৬ | ৭৪.০ | +১০.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মির্জা আজম | ৮০,০৫৬ | ৪৯.৭ | +১৭.২ | |
বিএনপি | মো: আব্দুল হাই | ৪৪,৬৬৬ | ২৭.৭ | +২.৪ | |
জাতীয় পার্টি | শফিকুল ইসলাম খোকা | ২৮,৬৯২ | ১৭.৮ | +১৪.৬ | |
জামায়াতে ইসলামী | নুর উদ্দিন মিয়া | ৪,৭২৫ | ২.৯ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | নঈম জাহাঙ্গীর | ২,১৩২ | ১.৩ | প্র/না | |
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | মো: হারুনুর রশীদ | ২৭৮ | ০.২ | প্র/না | |
বাংলাদেশ সর্বহারা পার্টি | মো: আবুল হাসান মন্ডল | ২৪৮ | ০.২ | প্র/না | |
জাকের পার্টি | এস এম আব্দুল মান্নান | ২৪১ | ০.২ | -১.৩ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৫,৩৯০ | ২২.০ | +১৪.৮ | ||
ভোটার উপস্থিতি | ১,৬১,০৩৮ | ৬৩.৯ | +১৯.২ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মির্জা আজম | ৩৯,৯০৭ | ৩২.৫ | |||
বিএনপি | শাহ মোহাম্মদ খায়রুল বাশার চিশতি | ৩১,০৩২ | ২৫.৩ | |||
স্বতন্ত্র | আবুল হোসেন | ১৯,১২১ | ১৫.৬ | |||
স্বতন্ত্র | মো: মোকলেছুর রহমান | ১২,০৮১ | ৯.৮ | |||
স্বতন্ত্র | মো: মোশাররফ হোসেন | ৫,৫৭৫ | ৪.৫ | |||
জাতীয় পার্টি | শহিদুল ইসলাম খোকা | ৩,৮৯২ | ৩.২ | |||
ঐক্য প্রক্রিয়া | নঈম জাহাঙ্গীর | ২,৫৬৭ | ২.১ | |||
বিকেএ | রুহুল আমিন | ১,৯৮৪ | ১.৬ | |||
বাংলাদেশ জনতা পার্টি | রেজাবুদ্দৌলা চৌধুরী | ১,৯২৮ | ১.৬ | |||
জাকের পার্টি | কিসমত পাশা | ১,৮৬৭ | ১.৫ | |||
জাসদ (রব) | শামসুল হুদা | ৭৭৭ | ০.৬ | |||
স্বতন্ত্র | জামাল উদ্দিন | ৫৮৬ | ০.৫ | |||
ফ্রিডম পার্টি | মো: নুরুল হক জঙ্গি | ৪২৭ | ০.৩ | |||
স্বতন্ত্র | এ কে এ হাসান হাজারী | ৩৩৮ | ০.৩ | |||
স্বতন্ত্র | মো: আব্দুল কাদের | ২৭৫ | ০.২ | |||
জাসদ (সিরাজ) | শাহাজাহান | ২০১ | ০.২ | |||
স্বতন্ত্র | আবুল হাসনাত এম | ৯৬ | ০.১ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | আজিজুল হক সরকার | ৬০ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৮,৮৭৫ | ৭.২ | ||||
ভোটার উপস্থিতি | ১,২২,৭১৪ | ৪৪.৭ | ||||
বাকশাল থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জামালপুর-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ ক খ "জামালপুরের সাবেক এমপি শফিকুল ইসলাম খোকার ইন্তেকাল"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-১৫। ২০১৮-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে জামালপুর-৩