শাহীন আক্তার
শাহিনা আক্তার চৌধুরী | |
---|---|
কক্সবাজার-৪ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৩০ ডিসেম্বর ২০১৮ – বর্তমান | |
পূর্বসূরী | আব্দুর রহমান বদি |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | আব্দুর রহমান বদি |
পেশা | রাজনীতিবিদ |
শাহিনা আক্তার চৌধুরী (আনুষ্ঠানিক নাম শাহীন আক্তার) একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদসের সংসদ সদস্য। তিনি কক্সবাজার-৪ আসন থেকে ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[১]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]শাহীন আক্তার কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নূরুল ইসলাম চৌধুরী (ঠাণ্ডা মিয়া) ও মাতার নাম গুলজার বেগম। তার পিতা উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বামী আব্দুর রহমান বদি কক্সবাজার-৪ আসনের নবম ও দশম জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]২০০৮ সালে শাহীন সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তার স্বামীর সমর্থনে সেটি প্রত্যাহার করে নেন।[২] তবে তৎকালীন সংসদ সদস্য ও তার স্বামী আব্দুর রহমান বদির বিরুদ্ধে রাষ্ট্রীয় সংস্থাসমূহে বাংলাদেশের মাদকের পৃষ্ঠপোষক হিসেবে নাম আসার পর গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সেটি নিয়ে সমালোচনা হয়।[৩][৪][৫][৬] এর প্রেক্ষিতে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার-৪ আসনের বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন প্রদান করে। নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।[৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ জনকণ্ঠ, দৈনিক। "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৬।
- ↑ "বদির বদলে নৌকা প্রতীক পাচ্ছেন তার স্ত্রী!"। আরটিভি। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।
- ↑ "আ.লীগের মনোনয়ন ফরম নিলেন ৪ 'ইয়াবা ব্যবসায়ী'"।
- ↑ "সাংসদ বদি সৌদি গেছেন"।
- ↑ Pratidin, Bangladesh। "বদি কেন আলোচনায় - বাংলাদেশ প্রতিদিন"।
- ↑ (www.dw.com), Deutsche Welle। "মাদকবিরোধী অভিযান: আলোচনায় এমপি বদি - DW - 24.05.2018"। DW.COM।
- ↑ "বিজয়ী হলেন বদির স্ত্রী শাহীন আক্তার"। আরটিভি। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।