রেজওয়ান আহাম্মদ তৌফিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেজওয়ান আহাম্মদ তৌফিক
কিশোরগঞ্জ-৪ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৮ জুলাই ২০১৩ - বর্তমান
পূর্বসূরীআবদুল হামিদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1969-10-27) ২৭ অক্টোবর ১৯৬৯ (বয়স ৫৪)
কিশোরগঞ্জ, বাংলাদেশ
জাতীয়তা বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পিতামাতাআবদুল হামিদ
রাশিদা হামিদ

রেজওয়ান আহাম্মদ তৌফিক (জন্ম: ২৭ অক্টোবর ১৯৬৯) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও জাতীয় সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত দশম ও ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশের সাবেক স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পুত্র। তিনি এই পর্যন্ত মোট ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

তৌফিকের পিতা আবদুল হামিদ হলেন বাংলাদেশের সাবেক স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি এবং মাতা রাশিদা হামিদ মহিলা আওয়ামী লীগের নেত্রী। তার এক ছোট ভাই রাসেল আহমেদ তুহিন এবং অপর ছোট ভাই ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার।

কর্মজীবন[সম্পাদনা]

২০১৩ সালে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে এই আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৌফিক বিজয়ী হন। ২০১৩ সালের জুলাই মাসে তিনি তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর তত্ত্বাবধানে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করেন।[১] ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।[২] ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ২৫৮,২২৩ ভোট পেয়ে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শপথ নিলেন রেজওয়ান আহাম্মদ"দৈনিক প্রথম আলো। ৮ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  2. "রেজওয়ান আহাম্মদ তৌফিক"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "সারা দেশে ভোটের ফলাফল"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ৩১ ডিসেম্বর ২০১৮। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]