বিষয়বস্তুতে চলুন

বাগেরহাট-৩

স্থানাঙ্ক: ২২°৩৪′ উত্তর ৮৯°৩৯′ পূর্ব / ২২.৫৬° উত্তর ৮৯.৬৫° পূর্ব / 22.56; 89.65
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাগেরহাট-৩
জাতীয় সংসদের
নির্বাচনী এলাকা
জেলাবাগেরহাট জেলা
বিভাগখুলনা বিভাগ
মোট ভোটার
  • ২,৫৪,৯০৫ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,২৭,১৮০
  • নারী ভোটার: ১,২৭,৭২২
  • হিজড়া ভোটার: ৩
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪

বাগেরহাট-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বাগেরহাট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৯৭নং আসন।

সীমানা

[সম্পাদনা]

বাগেরহাট-৩ আসনটি বাগেরহাট জেলার মোংলা উপজেলারামপাল উপজেলা নিয়ে গঠিত।[][]

ইতিহাস

[সম্পাদনা]

বাগেরহাট-৩ সংসদীয় আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন পুরাতন খুলনা জেলাকে ভেঙ্গে তিনটি জেলা (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) করা হয়েছিল।

নির্বাচিত সাংসদ

[সম্পাদনা]
নির্বাচন সদস্য দল
১৯৮৬ আফতাব উদ্দিন হাওলাদার জাতীয় পার্টি[][]
১৯৯১ তালুকদার আব্দুল খালেক বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ এ ইউ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ তালুকদার আব্দুল খালেক বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৮ হাবিবুন নাহার
২০১৪ তালুকদার আব্দুল খালেক
২০১৮ উপ-নির্বাচন হাবিবুন নাহার

নির্বাচন

[সম্পাদনা]

২০১০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]

খুলনা সিটি কর্পোশেনের মেয়র পদে দাড়াতে, তালুকদার আব্দুল খালেক ১০ এপ্রিল ২০১৮ সালে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। একমাত্র পার্থী হিসেবে তার স্ত্রী হাবিবুন নাহার ৪ জুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।[]

বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে তালুকদার আব্দুল খালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]
সাধারণ নির্বাচন ২০০৮: বাগেরহাট-৩[][]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ হাবিবুন নাহার ৯৭,০১৫ ৫৮.২ +৭.৩
জামাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ ৬৬,১৭৭ ৩৯.৭ প্র/না
ইসলামী আন্দোলন মোঃ মোজাম্মিল হক ৩,১৭৪ ১.৯ প্র/না
গণফ্রন্ট সেকেন্দার আলী মনি ২৭৪ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩০,৮৩৮ ১৮.৫ +১৩.৬
ভোটার উপস্থিতি ১,৬৬,৬৪০ ৮৯.৩ +৮.৮
আ.লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: বাগেরহাট-৩[১০]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ তালুকদার আব্দুল খালেক ৭৬,৭৭৯ ৫০.৯ +৬.৮
জামাত গাজী আবু বকর সিদ্দিক ৬৯,৩১০ ৪৫.৯ +১৭.০
জাপা (মঞ্জু) এম. এ. খালেক হাওলাদার ৩,০৫২ ২.০ প্র/না
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট এ. টি. এম. হেমায়েত উদ্দিন ১,৮০৩ ১.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭,৪৬৯ ৪.৯ −১০.৩
ভোটার উপস্থিতি ১,৫০,৯৪৪ ৮০.৫ +৩.৭
আ.লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বাগেরহাট-৩[১০]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ তালুকদার আব্দুল খালেক ৫২,৪৪৫ ৪৪.১ -২.৪
জামাত গাজী আবু বকর সিদ্দিক ৩৪,৩২১ ২৮.৯ -৩.৬
বিএনপি এ. ইউ. আহমেদ ২১,৫৫০ ১৮.১ +০.১
জাপা খান আমজাদ আলী ৪,৮০৯ ৪.০ +১.৪
ইসলামী ঐক্য জোট মোঃ মোজাম্মেল হক ৪,৭২৬ ৪.০ প্র/না
ওয়ার্কার্স পার্টি মহিউদ্দিন শেখ ৪৫০ ০.৪ প্র/না
জাকের পার্টি ইউনুস আলী মল্লিক ৩৮৫ ০.৩ -০.২
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) এস. এম. ইসলাম ১৫৪ ০.১ প্র/না
এনডিপি দানিয়েল বিশ্বাস ৪৮ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৮,১২৪ ১৫.২ +১.২
ভোটার উপস্থিতি ১,১৮,৮৮৮ ৭৬.৮ +২০.২
আ.লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: বাগেরহাট-৩[১০]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ তালুকদার আব্দুল খালেক ৪৬,১২৬ ৪৬.৫
জামাত গাজী আবু বকর সিদ্দিক ৩২,২০৫ ৩২.৫
বিএনপি এ এস এম মুস্তাফিজুর রহমান ১৭,৮১২ ১৮.০
জাপা শেখ আব্দুস সবুর ২,৫৯৩ ২.৬
জাকের পার্টি সৈয়দ একরামুল হক ৪৮৭ ০.৫
সংখ্যাগরিষ্ঠতা ১৩,৯২১ ১৪.০
ভোটার উপস্থিতি ৯৯,২২৩ ৫৬.৬
জাপা থেকে আ.লীগ অর্জন করে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বাগেরহাট-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ২৭ জুলাই ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮ 
  4. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "মেয়র খালেকের স্ত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"প্রথম আলো। বাগেরহাট। ৪ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮ 
  7. "একতরফা নির্বাচনে ভোটের আগেই ১৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে"দৈনিক সংগ্রাম। ঢাকা। ১৫ ডিসেম্বর ২০১৩। ১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]