উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুড়িগ্রাম-৩ জেলা কুড়িগ্রাম জেলা বিভাগ রংপুর বিভাগ মোট ভোটার ৩,৪৭,২৬৫ (ডিসেম্বর ২০২৩)[ ১] পুরুষ ভোটার: ১,৭১,৫৭৪ নারী ভোটার: ১,৭৫,৬৯১ হিজড়া ভোটার: ০ সৃষ্ট ১৯৮৪
কুড়িগ্রাম-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৭নং আসন।
কুড়িগ্রাম-৩ আসনটি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা নিয়ে গঠিত।[ ২]
একেএম মাইদুল ইসলাম ১১ মে ২০১৮ সালে মৃত্যুবরণ করেন। জুলাইয়ের উপ-নির্বাচনে আক্কাছ আলী নির্বাচিত হন।[ ৫]
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে একেএম মাইদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[ ৬]
জুন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে হুসেইন মুহাম্মদ এরশাদ পাঁচটি আসনে দাড়ান: রংপুর-২ ,[ ১০] রংপুর-৩ ,[ ১১] রংপুর-৫ ,[ ১২] রংপুর-৬ ,[ ১৩] ও কুডিগ্রাম-৩। সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি রংপুর-৩ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে বাকী চার আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।[ ১৪] উপ-নির্বাচনে জাতীয় পার্টির মোজাম্মেল হোসেন নির্বাচিত হন।
↑ "কুড়িগ্রাম-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ) । ecs.gov.bd । বাংলাদেশ নির্বাচন কমিশন । ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ ।
↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ) । নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ ।
↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ) । বাংলাদেশ সংসদ । ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ ।
↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ) । বাংলাদেশ সংসদ । ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ ।
↑ ক খ "কুড়িগ্রাম-৩ উপ-নির্বাচনে লাঙ্গল জয়ী" । দৈনিক নয়াদিগন্ত । ২৫ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯ ।
↑ "১৫৩ আসনে জয়ী যারা" । দৈনিক সমকাল । ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ ।
↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ) । বাংলাদেশ নির্বাচন কমিশন । ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ ।
↑ "মনোনয়ন জমাদানের তালিকা" । বাংলাদেশ নির্বাচন কমিশন । ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ ।
↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics" । ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ ।
↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics" । ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ ।
↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics" । ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ ।
↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics" । ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ ।
↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics" । ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ ।
↑ "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ) । বাংলাদেশ সংসদ । ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮ ।
↑ "Statistical Report: 7th Jatiya Shangshad Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৭ম জাতীয় সংসদ নির্বাচন] (পিডিএফ) । বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩১৪। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮ ।