সাহাদারা মান্নান শিল্পী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাহাদারা মান্নান শিল্পী
বগুড়া-১ আসনের সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৪ জুলাই ২০২০
পূর্বসূরীআব্দুল মান্নান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1965-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৬৫ (বয়স ৫৯)
সোনাতলা, বগুড়া জেলা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীআব্দুল মান্নান
সন্তান১ ছেলে ও ১ মেয়ে
পিতামাতাসাহাদত জামান, (পিতা)
জাহানারা জামান (মাতা)
ডাকনামশিল্পী

সাহাদারা মান্নান শিল্পী (জন্ম: ১৪ ফেব্রুয়ারী ১৯৬৫) বাংলাদেশের বগুড়া জেলার সারিয়াকান্দিসোনাতলা উপজেলার একজন নারী রাজনীতিবিদবগুড়া-১ আসনের সংসদ সদস্য[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সাহাদারা মান্নান শিল্পী বগুড়া জেলার সোনাতলা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া-১ আসন আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের স্ত্রী। তার ছেলে সাখাওয়াত হোসেন সজল আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক এবং মেয়ে মালিহা মান্নান আমেরিকা প্রবাসী। ছেলে সজল বর্তমানে রাজনীতির সাথে জড়িত।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

সাহাদারা মান্নান সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের ১৩ বছরের সফল সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সদস্য। তিনি ১৮ জানুয়ারি ২০২০ সালে বগুড়া-১ আসন আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুর পর বগুড়া-১ শূন্য আসনটির ১৪ জুলাই ২০২০ তারিখের উপনির্বাচনে সাহাদারা মান্নান শিল্পী সংসদ সদস্য নির্বাচিত হন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Shahdara Mannan wins Bogura-1 by-election"রাইজিংবিডি.কম (ইংরেজি ভাষায়)। ১৪ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০ 
  2. "নৌকা ১ লাখ ৪৫ হাজার, নিকটতম প্রার্থী ১ হাজার"জাগো নিউজ। ১৪ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২০