মোঃ মহিউদ্দিন বাচ্চু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাননীয় সংসদ সদস্য
মোঃ মহিউদ্দিন বাচ্চু
চট্টগ্রাম-১০ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩০ জুলাই ২০২৩
পূর্বসূরীআফছারুল আমীন
ব্যক্তিগত বিবরণ
জন্ম৯ জুলাই
চট্টগ্রাম, বাংলাদেশ
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীজিনাত বাচ্চু
সন্তান১ ছেলে ১ মেয়ে
বাসস্থানরহমান নগর পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম
পেশারাজনীতি

মহিউদ্দিন বাচ্চু একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও ২৮৭ নং (চট্টগ্রাম-১০) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি ২০২৩ সালের ৩০ জুলাই তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের উপ নির্বাচনে একজন “সংসদ সদস্য” হিসাবে নির্বাচিত হন। [১] তিনি চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক আহ্বায়ক।[২]

কর্মজীবন[সম্পাদনা]

মোঃ মহিউদ্দিন বাচ্চু ১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ টাইগারপাস ইউনিট (সাংগঠনিক ওয়ার্ড)-এর যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬-১৯৮৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগ ডবলমুরিং থানা শাখার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন। ১৯৮৯-১৯৯৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার গ্রন্হনা ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯১-১৯৯২ সালে তিনি চট্টগ্রামে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে গঠিত চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটিতে যুগ্ম-সম্পাদক এবং ২০১৩ সালে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৬ নভেম্বর, ২০২৩ইং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১০ আসনের জন্য আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "চট্টগ্রাম-১০: ভোটের হার ১১.৭%, বাচ্চু বিজয়ী"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৩০ জুলাই ২০২৩। ৩০ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৩ 
  2. "২৯ জনকে টপকে চট্টগ্রাম-১০ উপনির্বাচনে আ'লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু"SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-৩১