ওয়াসিকা আয়শা খান
ওয়াসিকা আয়শা খান | |
---|---|
বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ১ মার্চ ২০২৪ – ৫ আগস্ট ২০২৪ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
মন্ত্রী | আবুল হাসান মাহমুদ আলী |
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন সংসদ সদস্য-৪৭ | |
কাজের মেয়াদ ২৮ ফেব্রুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪ | |
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন সংসদ সদস্য-৭ | |
কাজের মেয়াদ ১৬ ফেব্রুয়ারি ২০১৯ – ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | |
দশম জাতীয় সংসদের ৩১ নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০ মার্চ ২০১৪ – ১৫ ফেব্রুয়ারি ২০১৯ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | চট্টগ্রাম, বাংলাদেশ | ২৪ জানুয়ারি ১৯৭১
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পিতামাতা | আতাউর রহমান খান কায়সার (পিতা) |
প্রাক্তন শিক্ষার্থী | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
জীবিকা | রাজনীতিবিদ |
ওয়াসিকা আয়শা খান হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৩১ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য যিনি অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।[১] তিনি জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে প্রথমাবস্থায় নির্বাচিত অপর ৪৭ জন সদস্যের সাথে ২০১৪ সালের ১৯ মার্চ সংসদ সদস্য পদে নির্বাচিত হন।[২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]ওয়াসিকা আয়শা খান ১৯৭১ সালের ২৪ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার পিতা আতাউর রহমান খান কায়সার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রখ্যাত রাজনীতিবিদ।[৩]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]ওয়াসিকা আয়শা খান ২০১৪ সালে ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ৩১ নং সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[২][৪]
তিনি ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হন।[৫] তিনি বিস্তার: চিটাগাং আর্টস কমপ্লেক্সের উপদেষ্টা। তিনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য ওকালতি করা ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ নামক নেটওয়ার্কের ভাইস চেয়ারপারসন। তিনি মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
তিনি ২০২১ সালের জুনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হন।
১ মার্চ ২০২৪ সালে আয়শা খান অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।[৬][৭] তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী।[৮]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ "৪৮ নারী এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম অনলাইন। ১৯ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ব্যুরো, চট্টগ্রাম। "আতাউর রহমান খানের স্মৃতিচারণে মেয়ে ওয়াসিকা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২১ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩।
- ↑ "সংরক্ষিত মহিলা আসনে এমপি হচ্ছেন যারা"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩।
- ↑ "আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে যাঁরা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৩।
- ↑ "মন্ত্রিসভার সদস্যগণের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন"। মন্ত্রিপরিষদ বিভাগ। ১ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৪।
- ↑ "সাত প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ"। বাংলাদেশ সংবাদ সংস্থা। ১ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৪।
- ↑ "দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান"। দেশ রূপান্তর। ১ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- মাননীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২৩-১০-০৯ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত সংক্ষিপ্ত জীবনী।
- ১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-০১-২৭ তারিখে - বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক প্রকাশিত ১০ম জাতীয় সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা।
- জীবিত ব্যক্তি
- বাংলাদেশী মুসলিম
- চট্টগ্রাম জেলার রাজনীতিবিদ
- রাজনীতিতে বাংলাদেশী নারী
- দশম জাতীয় সংসদ সদস্য
- জাতীয় সংসদের মহিলা সদস্য
- বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- সরকারি কমার্স কলেজ, চট্টগ্রামের প্রাক্তন শিক্ষার্থী
- একাদশ জাতীয় সংসদ সদস্য
- ১৯৭১-এ জন্ম
- ২১শ শতাব্দীর বাংলাদেশী নারী রাজনীতিবিদ