আনিসুল ইসলাম মাহমুদ
আনিসুল ইসলাম মাহমুদ | |
---|---|
চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৫ জানুয়ারি ২০১৪ – ৬ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | এ. বি. এম. ফজলে করিম চৌধুরী |
উত্তরসূরী | শূন্য |
কাজের মেয়াদ ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | এম আব্দুল ওয়াহাব |
উত্তরসূরী | সৈয়দ ওয়াহিদুল আলম |
চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৯ ডিসেম্বর ২০০৮ – ৫ জানুয়ারি ২০১৪ | |
পূর্বসূরী | রফিকুল আনোয়ার |
উত্তরসূরী | দিদারুল আলম |
বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী | |
কাজের মেয়াদ ১২ জানুয়ারি ২০১৪ – ৩ জানুয়ারি ২০১৮ | |
পূর্বসূরী | আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব |
উত্তরসূরী | মোহাম্মদ নজরুল ইসলাম |
কাজের মেয়াদ ১৯ জুলাই ১৯৮৫ – ১০ ডিসেম্বর ১৯৮৮ | |
পূর্বসূরী | সুলতান আহমেদ |
উত্তরসূরী | এম নাজিম উদ্দিন আল আজাদ |
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী | |
কাজের মেয়াদ ৩ জানুয়ারি ২০১৮ – ৬ জানুয়ারি ২০১৯ | |
পূর্বসূরী | আনোয়ার হোসেন মঞ্জু |
উত্তরসূরী | শাহাব উদ্দিন |
বাংলাদেশের শিক্ষামন্ত্রী | |
কাজের মেয়াদ ২৭ মার্চ ১৯৮৮ – ১০ ডিসেম্বর ১৯৮৮ | |
পূর্বসূরী | গোলাম সারোয়ার মিলন |
উত্তরসূরী | শেখ শহীদুল ইসলাম |
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী | |
কাজের মেয়াদ ১০ ডিসেম্বর ১৯৮৮ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | হুমায়ূন রশীদ চৌধুরী |
উত্তরসূরী | এ এস এম মোস্তাফিজুর রহমান |
বাংলাদেশের তথ্য মন্ত্রী | |
কাজের মেয়াদ ২৪ জানুয়ারি ১৯৮৮ – ২৭ মার্চ ১৯৮৮ | |
পূর্বসূরী | আনোয়ার জাহিদ |
উত্তরসূরী | সৈয়দ দীদার বখত |
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯ ডিসেম্বর ১৯৮৪ – ১৯ জুলাই ১৯৮৫ | |
পূর্বসূরী | শাহ মোয়াজ্জেম হোসেন |
উত্তরসূরী | কে.এম. আমিনুল ইসলাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | চট্টগ্রাম | ২০ ডিসেম্বর ১৯৪৭
নাগরিকত্ব | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
অন্যান্য রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সম্পর্ক | ছানাউল্লাহ (নানা) |
পিতামাতা | সিরাজুল ইসলাম মাহমুদ (পিতা), সাজেদা বেগম চৌধুরী (মাতা) |
প্রাক্তন শিক্ষার্থী | |
পেশা | রাজনীতি |
আনিসুল ইসলাম মাহমুদ (জন্ম: ২০ ডিসেম্বর ১৯৪৭) হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি চট্টগ্রাম-৪ ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এরশাদের মন্ত্রিসভা, শেখ হাসিনার তৃতীয় ও চতুর্থ মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আনিসুল ইসলাম মাহমুদ ২০ ডিসেম্বর ১৯৪৭ সালে চট্টগ্রামের হাটহাজারীর গুমানমর্দনের সাদেক নগরে জন্মগ্রহণ করেন। তার পিতা সিরাজুল ইসলাম মাহমুদ, মা সাজেদা বেগম চৌধুরী।[১][৩][৪]
তার দাদা ছিলেন খান আব্দুল হালিম চৌধুরী এবং নানা ছিলেন ড. মো. সানাউল্লাহ, বার-এট্-ল, পিএইচডি।[১][৪]
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে অর্থনীতিতে বিএ ডিগ্রি অর্জন করেন এবং ইসলামাবাদ কায়েদে আজম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসসি করেন।[১][৪]
তিনি যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য কমনওয়েলথ বৃত্তি অর্জন করেন এবং ১৯৭২ সালে সেখান থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন।[১][৪]
১৯৭৫ সালে তিনি যুক্তরাজ্যের (লন্ডন) লিংকনস্ ইন, বার-এট্-ল থেকে ডিগ্রি অর্জন করেন।[১][৪]
কর্মজীবন
[সম্পাদনা]আনিসুল ইসলাম মাহমুদ ১৯৭৩ থেকে ১৯৭৭ পর্যন্ত হাটফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে একজন লেকচারার ছিলেন।[১][৪]
১৯৭২ থেকে ১৯৭৩ পর্যন্ত তিনি যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ায় অর্থনীতি বিভাগে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ছিলেন।[১][৪]
১৯৬৯ থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন।[১][৪]
তিনি ১৯৮৯ থেকে ১৯৯০ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি ছিলেন। ১৯৮৭ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি বাংলাদেশ ফ্লাইং ক্লাব লিমিটেডের সভাপতি ছিলেন।[১][৪]
তিনি শাশা ডেনিমসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক।[৫]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।[৬]
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন
[সম্পাদনা]আনিসুল ইসলাম মাহমুদ ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[৭]
১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগদিয়ে তিনি তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৮]
১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৯]
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি।[১০]
১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৫ আসন থেকে অংশগ্রহণ করলেও পরাজিত হন।[১০]
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি প্রার্থী হিসেবে মহাজোটের হয়ে চট্টগ্রাম-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১১] নবম জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[১০]
তিনি চট্টগ্রাম-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মহাজোটের হয়ে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য মনোনীত হন।
২০১৮ সালের সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি প্রার্থী হিসেবে মহাজোটের হয়ে চট্টগ্রাম-৫ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন।[১২][১৩][১৪]
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি প্রার্থী হিসেবে মহাজোটের হয়ে চট্টগ্রাম-৫ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন।[১৫] দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা ছিলেন।[২] ৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[১৬][১৭][১৮]
মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন
[সম্পাদনা]আনিসুল ইসলাম মাহমুদ ১৯ ডিসেম্বর ১৯৮৪ থেকে ১৯ জুলাই ১৯৮৫ সাল পর্যন্ত তিনি শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯ জুলাই ১৯৮৫ থেকে ১০ ডিসেম্বর ১৯৮৮ পর্যন্ত সেচ, পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
২৪ জানুয়ারি ১৯৮৮ থেকে ২৭ মার্চ ১৯৮৮ পর্যন্ত তিনি বাংলাদেশের তথ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২৭ মার্চ ১৯৮৮ থেকে ১০ ডিসেম্বর ১৯৮৮ পর্যন্ত শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১০ ডিসেম্বর ১৯৮৮ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
৩০ জানুয়ারি ২০১৪ সাল থেকে ৩ জানুয়ারি ২০১৮ সাল পর্যন্ত এবং তিনি বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[১০]
৭ জানুয়ারি ২০১৮ সাল থেকে তিনি ৬ জানুয়ারি ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[১][৬]
হত্যা মামলা
[সম্পাদনা]আনিসুল ইসলাম মাহমুদ বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের চান্দগাঁও থানায় হত্যা মামলা হয়। ১৬ জুলাই ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিতে আহত হয় এবং গত ২৩ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । আসামিদের কয়েকজনের নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়েছিলো। সেদিন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আসামিদের অনেকেই হামলায় যোগ দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।[১৯][২০]
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সালে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ তাকে ওয়ান ইলেভেনের হোতা হিসেবে আখ্যায়িত করেন।[২১]
পারিবারিক জীবন
[সম্পাদনা]আনিসুল ইসলাম মাহমুদের এক ছেলে ও এক মেয়ে।[১][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ "নতুন মন্ত্রণালয়ে যোগদান করলেন আনিসুল ইসলাম"। জাগোনিউজ২৪.কম। ৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৪।
- ↑ ক খ "সংসদে বিরোধী নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ"। ডেইলি স্টার। ২৮ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৪।
- ↑ "Mr.Anisul Islam Mahmud"। জাতীয় সংসদ। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৪।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ "আনিসুল ইসলাম মাহমুদ"। প্রিয়.কম।
- ↑ "শাশা ডেনিমসের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ"। শেয়ার বিজ। ৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৪।
- ↑ ক খ "মেনন-মঞ্জু-আনিসুল-তারানার দফতর বদল"। জাগোনিউজ২৪.কম। ৩ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৪।
- ↑ "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ গ ঘ "শুক্রবার চট্টগ্রাম আসছেন ব্যারিস্টার আনিস"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৬ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৪।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২২।
- ↑ "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)। ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃষ্ঠা ২৩০। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা"। www.prothomalo.com। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯।
- ↑ "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। আরটিভি। ৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪।
- ↑ "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"। বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "জাতীয় সংসদ বিলুপ্ত"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪।
- ↑ "হাটহাজারীর ব্যারিস্টার আনিসের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের"। দৈনিক আজাদী। ২১ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৪।
- ↑ "চট্টগ্রামে জাপার ব্যারিস্টার আনিস-সোলায়মান শেঠসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধ হত্যা মামলা"। দৈনিক সকালের সময়। ২১ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৪।
- ↑ "ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ওয়ান ইলেভেনের হোতা"। বিডি২৪লাইভ ডট কম। ২৯ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৪।
- ১৯৪৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- বাংলাদেশী মুসলিম
- জাতীয় পার্টির রাজনীতিবিদ
- দশম জাতীয় সংসদ সদস্য
- নবম জাতীয় সংসদ সদস্য
- একাদশ জাতীয় সংসদ সদস্য
- দ্বাদশ জাতীয় সংসদ সদস্য
- চট্টগ্রাম জেলার রাজনীতিবিদ
- শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভার সদস্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- এরশাদের মন্ত্রিসভার সদস্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
- দ্বিতীয় জাতীয় সংসদ সদস্য
- তৃতীয় জাতীয় সংসদ সদস্য
- চতুর্থ জাতীয় সংসদ সদস্য
- বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক রাজনীতিবিদ
- বাংলাদেশের তথ্যমন্ত্রী
- বাংলাদেশের শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
- চট্টগ্রাম জেলার আইনবিদ
- কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক