রংপুর-৫
রংপুর-৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | রংপুর জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← রংপুর-৪ রংপুর-৬ → |
রংপুর-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রংপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩নং আসন।
সীমানা
[সম্পাদনা]রংপুর-৫ আসন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এইচ এন আশিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]সাধারণ নির্বাচন ২০০৮: রংপুর-৫[৮][৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | এইচ এন আশিকুর রহমান | ১,২৪,৬৮৪ | ৪৩.৯ | +১১.৬ | ||
জাতীয় পার্টি | এসএম ফখর-উজ-জামান | ১,০০,৩৪৮ | ৩৫.৪ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | শাহ মোঃ হাফিজুর রহমান | ৫৬,০৫৩ | ১৯.৮ | -২.৯ | ||
ইসলামী আন্দোলন | আব্দুল গনি | ১,৫৪২ | ০.৫ | প্র/না | ||
বাসদ | মোঃ মোমিনুল ইসলাম | ৮৭১ | ০.৩ | প্র/না | ||
প্রগদ | মোঃ রফিকুল ইসলাম সরকার | ২৭৭ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৪,৩৩৬ | ৮.৬ | -২.৭ | |||
ভোটার উপস্থিতি | ২,৮৩,৭৭৫ | ৯০.৪ | +৭.৯ | |||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: রংপুর-৫[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | শাহ মোঃ সোলায়মান আলম | ১,০১,৯৫৬ | ৪৩.৬ | |||
আওয়ামী লীগ | এইচ এন আশিকুর রহমান | ৭৫,৬০৮ | ৩২.৩ | |||
জামায়াতে ইসলামী | আবু বকর ওয়াহেদি | ৫৩,১৭৯ | ২২.৭ | |||
কমিউনিস্ট পার্টি | মোঃ শামসুজ্জামান | ১,২৫৫ | ০.৫ | |||
জাতীয় পার্টি | মোস্তাফিজুর রহমান | ৮৭১ | ০.৪ | |||
স্বতন্ত্র | মোঃ রুস্তম আলী | ৩৫৬ | ০.২ | |||
স্বতন্ত্র | মোঃ কামরুজ্জামান | ২৫৫ | ০.১ | |||
স্বতন্ত্র | মোঃ নজমুচ সাকিব প্রধান | ২২৮ | ০.১ | |||
স্বতন্ত্র | তাজুল কবির চৌধুরী | ৭৫ | ০.০ | |||
স্বতন্ত্র | মোঃ কামরুল হাসান | ৫০ | ০.০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৬,৩৪৮ | ১১.৩ | ||||
ভোটার উপস্থিতি | ২,৩৩,৮৩৩ | ৮২.৫ | ||||
আওয়ামী লীগ থেকে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]জুন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে হুসেইন মুহাম্মদ এরশাদ পাঁচটি আসনে দাড়ান: রংপুর-২,[১১] রংপুর-৩,[১২] রংপুর-৫,[১০] রংপুর-৬,[১৩] ও কুডিগ্রাম-৩।[১৪] সবগুলি আসনে জয়ী হবার পর, তিনি রংপুর-৩ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে বাকী চার আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালের উপ-নির্বাচনে এইচ এন আশিকুর রহমান নির্বাচিত হন।[১৫]
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: রংপুর-৫[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি | হুসেইন মুহাম্মদ এরশাদ | ৮৭,৩৮৭ | ৫১.৫ | ||
আওয়ামী লীগ | এইচ এন আশিকুর রহমান | ৫০,৮৩৯ | ৩০.০ | ||
জামায়াতে ইসলামী | আবু মোজাফফর আহমেদ | ২৪,৫৩১ | ১৪.৫ | ||
বিএনপি | মোঃ নুরুল হুদা | ৩,৩০৫ | ২.০ | ||
গণতন্ত্রী পার্টি | মোঃ শামসুজ্জামান | ১,২৬৩ | ০.৭ | ||
জাকের পার্টি | মোঃ তাসলিম প্রধান | ১,০২০ | ০.৬ | ||
স্বতন্ত্র | মোজাম্মেল হোসেন | ৩৩৭ | ০.২ | ||
ফ্রিডম পার্টি | মোঃ মজিবুর রহমান সরকার | ৩২৬ | ০.২ | ||
স্বতন্ত্র | গোলাম মোহাম্মদ কাদের | ৩১০ | ০.২ | ||
স্বতন্ত্র | মোঃ নজমুচ সাকিব প্রধান | ২৪২ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৬,৫৪৮ | ২১.৬ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৯,৫৭০ | ৭৪.১ | |||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯১ সালের সাধারণ নির্বাচনে হুসেন মুহাম্মদ এরশাদ জেল থেকে পাঁচটি আসনের নির্বাচনে দাড়ান: রংপুর-১,[১৬] রংপুর-২,[১১] রংপুর-৩,[১২] রংপুর-৫,[১০] ও রংপুর-৬।[১৩] সবগুলি আসনে জয়লাভের পর তিনি রংপুর-৩ আসনকে প্রতিনিধিত্ব করার বেছে নেন, ফলে বাকি চার আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।[১৭] ১৯৯১ সালের উপ-নির্বাচনে মিজানুর রহমান চৌধুরী নির্বাচিত হন।
সাধারণ নির্বাচন ১৯৯১: রংপুর-৫[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
জাতীয় পার্টি | হুসেইন মুহাম্মদ এরশাদ | ৭১,১৩২ | ৫০.২ | |||
আওয়ামী লীগ | এইচ এন আশিকুর রহমান | ৩৮,৮১০ | ২৭.৪ | |||
জামায়াতে ইসলামী | আবু বকর ওয়াহেদি | ২৫,৪২৫ | ১৮.০ | |||
বিএনপি | মোঃ নুরুল হুদা | ৩,০৬৬ | ২.২ | |||
জাকের পার্টি | মোঃ তাসলিম প্রধান | ২,০০০ | ১.৪ | |||
কমিউনিস্ট পার্টি | মোঃ আহমুদ আলী | ৪০৮ | ০.৩ | |||
ফ্রিডম পার্টি | মোঃ মজিবুর রহমান সরকার | ৩৬৫ | ০.৩ | |||
স্বতন্ত্র | মোঃ শাহজাহান মণ্ডল | ৩৫১ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৩২,৩২২ | ২২.৮ | ||||
ভোটার উপস্থিতি | ১,৪১,৫৫৭ | ৬১.৩ | ||||
থেকে জাতীয় পার্টি অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রংপুর-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ ঘ ঙ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা"। বাংলাদেশ সংসদ। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৫ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে রংপুর-৫