নূর-ই-আলম চৌধুরী
নূর-ই-আলম চৌধুরী | |
---|---|
জাতীয় সংসদের চীফ হুইপ | |
কাজের মেয়াদ ২০১৪ – ৬ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | আ. স. ম. ফিরোজ |
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৯১ – ২৪ নভেম্বর ১৯৯৫ | |
পূর্বসূরী | ইলিয়াস আহমেদ চৌধুরী |
উত্তরসূরী | আবুল খায়ের চৌধুরী |
কাজের মেয়াদ ১২ জুন ১৯৯৬ – ৬ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | আবুল খায়ের চৌধুরী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মাদারীপুর জেলা, বাংলাদেশ | ১ জুন ১৯৬৪
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
সম্পর্ক | মজিবুর রহমান চৌধুরী (ভাই) |
পিতামাতা | ইলিয়াস আহমেদ চৌধুরী (পিতা), ফিরোজা বেগম (মাতা) |
নূর-ই-আলম চৌধুরী (জন্ম: ১ জুন, ১৯৬৪) বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ ছিলেন। [১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]নূর-ই-আলম চৌধুরী ১৯৬৪ সালের ১ জুন মাদারীপুর জেলার শিবচর থানাধীন দত্তপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইলিয়াস আহমেদ চৌধুরী এবং মাতার নাম ফিরোজা বেগম। তিনি ১৯৮২ সালে এসএসসি ও ১৯৮৪ সালে এইচএসসি পাশ করেন। তার ভাই মজিবুর রহমান চৌধুরী ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]নূর-ই-আলম চৌধুরী ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালের ১২ জুন ৭ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত্র স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের ১ অক্টোবর ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এই সংসদে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এ সংসদে জাতীয় সংসদের হুইপ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি অনুমিত হিসাব কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় দলের সচিব, সংসদ কমিটি, সংসদীয় সভাপতি এবং বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ইলিয়াস আহম্মেদ চেধৈুরী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নূরুল আমিন কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয় এর পরিচালনা পরিষদের সভাপতি। তিনি অভ্যনত্মরীণ নৌ-পরিবহন মালিক সমিতি গ্রুপের সাবেক সভাপতি ছিলেন। তিনি গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য।
পারিবারিক জীবন
[সম্পাদনা]নূর-ই-আলম চৌধুরী স্ত্রীর নাম জিনাত পারভীন চৌধুরী। তিনি চার কন্যা ও এক পুত্র সন্তানের পিতা।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ মাদারীপুর-১, নূর-ই-আলম চৌধুরী। "Constituency 218_10th_Bn"। www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৪।