বিষয়বস্তুতে চলুন

কুমিল্লা-১০

স্থানাঙ্ক: ২৩°১০′ উত্তর ৯১°১২′ পূর্ব / ২৩.১৬° উত্তর ৯১.২০° পূর্ব / 23.16; 91.20
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুমিল্লা-১০
জাতীয় সংসদের
নির্বাচনী এলাকা
জেলাকুমিল্লা জেলা
বিভাগচট্টগ্রাম বিভাগ
মোট ভোটার
  • ৬,২১,৯৩২ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ৩,১৯,০৪৯
  • নারী ভোটার: ৩,০২,৮৮০
  • হিজড়া ভোটার: ৩
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

কুমিল্লা-১০ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কুমিল্লা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৫৮নং আসন।

সীমানা

[সম্পাদনা]

কুমিল্লা-১০ আসনটি কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলানাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

[সম্পাদনা]
নির্বাচন সদস্য দল
১৯৭৩ ওয়ালী আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ রেদয়ান আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
সীমানা পরিবর্তন
১৯৮৬ রফিকুল হোসেন জাতীয় পার্টি[]
১৯৮৮ সাইফুল ইসলাম []
১৯৯১ এটিএম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ তাজুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ আনওয়ারুল আজিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ আ হ ম মোস্তফা কামাল বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪
২০১৮
২০২৪

নির্বাচন

[সম্পাদনা]

২০১০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আ হ ম মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]
সাধারণ নির্বাচন ২০০৮: কুমিল্লা-১০[][]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ আ হ ম মোস্তফা কামাল ১,৩৮,০৮৯ ৫৯.৭ +২১.৭
বিএনপি মোবাশের আলম ভুইয়া ৮৯,৮২১ ৩৮.৮ -১৯.৩
ইসলামী আন্দোলন গাজীউল হক মজুমদার ১,২৯৮ ০.৬ প্র/না
ন্যাশনাল পিপলস পার্টি অহিদুর রহমান ৯৯৯ ০.৪ প্র/না
বিএনপি আব্দুল গফুর ভুইয়া ৬২৯ ০.৩ প্র/না
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) জমিরুল আক্তার ৫১৭ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪৮,২৬৮ ২০.৯ +০.৮
ভোটার উপস্থিতি ২,৩১,৩৫৩ ৮১.৫ +১১.৪
বিএনপি থেকে আ.লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: কুমিল্লা-১০[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আনওয়ারুল আজিম ১,০৭,৭৬৯ ৫৮.১ +২৩.৫
আ.লীগ তাজুল ইসলাম ৭০,৪৩৪ ৩৮.০ +১.৩
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট গোলাম মোস্তফা কামাল ৬,৫১৮ ৩.৫ প্র/না
জাসদ মনিরুল আনোয়ার ৩৮৮ ০.২ প্র/না
স্বতন্ত্র এটিএম আলমগীর ২৫৬ ০.১ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) ইয়াসিন মিয়া ১৪৮ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৭,৩৩৫ ২০.১ +১৮.০
ভোটার উপস্থিতি ১,৮৫,৫১৩ ৭০.১ −২.১
আ.লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: কুমিল্লা-১০[১০]
দল প্রার্থী ভোট % ±%
আ.লীগ তাজুল ইসলাম ৪৯,২৯৮ ৩৬.৭ +৩.৬
বিএনপি এটিএম আলমগীর ৪৬,৪৭৯ ৩৪.৬ -১.৪
স্বতন্ত্র মকছেদ আলী ২৩,৬০৫ ১৭.৬ প্র/না
জামাত রেজাউল করিম ১৩,২৮৫ ৯.৯ প্র/না
স্বতন্ত্র গোলাম মোস্তফা কামাল ৭০৮ ০.৫ প্র/না
জাকের পার্টি রুহুল আমিন ৪৮২ ০.৪ প্র/না
ন্যাপ (ভাসানী) মোহাম্মদ লোকমান হোসেন ৪৭০ ০.৩ প্র/না
জাসদ (রব) মনিরুল আনোয়ার ১৬৮ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২,৮১৯ ২.১ −০.৮
ভোটার উপস্থিতি ১,৩৪,৪৯৫ ৭২.২ +৩০.২
বিএনপি থেকে আ.লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: কুমিল্লা-১০[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি এটিএম আলমগীর ৩৬,৬৫৮ ৩৬.০
আ.লীগ খোরশেদ আলম সুরুজ ৩৩,৭০৯ ৩৩.১
জামাত আব্দুর রব পাটোয়ারী ১৬,১৫১ ১৫.৯
জাপা হাবিবুর রহমান মজুমদার ১২,৮৮৩ ১২.৭
জাকের পার্টি মোক্তার আহমেদ ৭৯৩ ০.৮
ইসলামী ঐক্য জোট একেএম রুহুল আমিন চৌধুরী ৫৯১ ০.৬
ওয়ার্কার্স পার্টি সুভাস ভৌমিক ৫৮৪ ০.৬
ন্যাপ (মুজাফফর) জীন্নাত আলী ৪৬৯ ০.৫
সংখ্যাগরিষ্ঠতা ২,৯৪৯ ২.৯
ভোটার উপস্থিতি ১,০১,৮৩৮ ৪২.০
থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কুমিল্লা-১০ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]