কক্সবাজার-২
অবয়ব
কক্সবাজার-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | কক্সবাজার জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
কক্সবাজার-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি কক্সবাজার জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৯৫নং আসন।
সীমানা
[সম্পাদনা]কক্সবাজার-২ আসনটি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা ও মহেশখালী উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আশেক উল্লাহ রফিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জামায়াতে ইসলামী | এ এইচ এম হামিদুর রহমান আযাদ | ১,০৪,২৭১ | ৫৩.৯ | প্র/না | ||
আওয়ামী লীগ | আনসারুল করিম | ৮৬,৯৪৪ | ৪৫.০ | +১২.৯ | ||
ইসলামী ঐক্য জোট | মোহাম্মদ সোলাইমান | ১,৩৩৫ | ০.৭ | প্র/না | ||
জাতীয় গণ ফ্রন্ট | গোলাম মওলা | ৪৬৭ | ০.২ | প্র/না | ||
জাকের পার্টি | মোহাম্মদ ইলিয়াস | ৩৪০ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৭,৩২৭ | ৯.০ | −২৬.৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৯৩,৩৫৭ | ৮৫.৬ | +১৩.৯ | |||
বিএনপি থেকে জামায়াতে ইসলামী অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ | ১,০৩,৫০৩ | ৬৭.৬ | +২৬.৮ | |
আওয়ামী লীগ | ফরিদুল ইসলাম চৌধুরী | ৪৯,১৯০ | ৩২.১ | +২.৩ | |
স্বতন্ত্র | আ ন ম সহিদ উদ্দিন | ৪২৬ | ০.৩ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫৪,৩১৩ | ৩৫.৫ | +২৪.৫ | ||
ভোটার উপস্থিতি | ১,৫৩,১১৯ | ৭১.৭ | +১.৮ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ | ৪৪,৪৪৫ | ৪০.৮ | +১৫.৭ | ||
আওয়ামী লীগ | সিরাজুল ইসলাম | ৩২,৪৪৩ | ২৯.৮ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | সাইফুল্লাহ কুতুবী | ২১,৮৫৯ | ২০.০ | -৮.৫ | ||
জাতীয় পার্টি | জহিরুল ইসলাম | ৫,৭৯৩ | ৫.৩ | -০.১ | ||
ইসলামী ঐক্য জোট | আমজাদ আলী | ৩,৬৮৩ | ৩.৪ | প্র/না | ||
সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন | শামীম আরা দুলান | ৬০৪ | ০.৬ | প্র/না | ||
গণফোরাম | একেএম ফাইজুল করিম | ১৯৮ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১২,০০২ | ১১.০ | +৮.১ | |||
ভোটার উপস্থিতি | ১,০৯,০২৫ | ৬৯.৯ | +২১.৭ | |||
বাকশাল থেকে বিএনপি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বাকশাল | মোঃ ইসহাক বি এ | ২৫,৭২৭ | ৩১.৪ | |||
জামায়াতে ইসলামী | শাফি উল্লাহ | ২৩,৩৪৫ | ২৮.৫ | |||
বিএনপি | মোঃ রশীদ | ২০,৫৬৩ | ২৫.১ | |||
ইসলামী ফ্রন্ট | শফিকুল আলম | ৫,৭৪৭ | ৭.০ | |||
জাতীয় পার্টি | শাকের উল্লাহ | ৪,৪৬১ | ৫.৪ | |||
এনডিপি | মোস্তাক আহমেদ চৌধুরী | ১,৮৬২ | ২.৩ | |||
স্বতন্ত্র | সিরাজুল মোস্তফা | ১০১ | ০.১ | |||
স্বতন্ত্র | নুর বকস | ১০০ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২,৩৮২ | ২.৯ | ||||
ভোটার উপস্থিতি | ৮১,৯০৬ | ৪৮.২ | ||||
জাতীয় পার্টি থেকে বাকশাল অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কক্সবাজার-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে কক্সবাজার-২
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |