মৌলভীবাজার-৪
মৌলভীবাজার-৪ | |
---|---|
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা | |
![]() | |
জেলা | মৌলভীবাজার জেলা |
বিভাগ | সিলেট বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
বর্তমান সাংসদ | পদশূন্য |
মৌলভীবাজার-৪ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি মৌলভীবাজার জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩৮নং আসন। ২০২৪ সালের অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করার পর থেকে এই আসনে কোনো সংসদ সদস্য নেই।[২]
সীমানা
[সম্পাদনা]মৌলভীবাজার-৪ আসনটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ও কমলগঞ্জ উপজেলার ইউনিয়ন নিয়ে গঠিত।[৩]
ইতিহাস
[সম্পাদনা]১৯৮৪ সালে সিলেট-১৫ নির্বাচনী এলাকা থেকে মৌলভীবাজার-৪ নির্বাচনী এলাকা গঠিত হয়, যখন বৃহত্তর সিলেট জেলাকে বিভক্ত করে চারটি নতুন জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ) গঠিত হয়েছিল।
২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ২০০১ সালে আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পুনঃনির্ধারণ করে। ২০১৮ সালের সাধারণ নির্বাচনের আগে, নির্বাচন কমিশন কমলগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন (আদমপুর, আলীনগর, ইসলামপুর, এবং শমশেরনগর) এ আসনের সাথে যোগ করে নির্বাচনী এলাকার সীমানা প্রসারিত করেছে।
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আব্দুস শহীদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৬]
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আ.লীগ | আব্দুস শহীদ | ১,৩১,৭৪০ | ৬১.৪ | +১৭.৩ | |
বিএনপি | মুজিবুর রহমান চৌধুরী | ৭৯,৫৯৯ | ৩৭.১ | +২১.২ | |
স্বতন্ত্র | পঙ্কজ আলেসিওস কুন্ড | ২,২৭৭ | ১.১ | প্র/না | |
ইসলামী ফ্রন্ট | আবদুল মুহিত হাসানী | ৬৩২ | ০.৩ | প্র/না | |
জাসদ | এম. এ. মালেক | ২০১ | ০.১ | ০.০ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫২,১৪১ | ২৪.৩ | +১২.৪ | ||
ভোটার উপস্থিতি | ২,১৪,৪৪৯ | ৮৫.৭ | +৯.৭ | ||
আ.লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আ.লীগ | আব্দুস শহীদ | ৯৬,৩২৯ | ৪৪.১ | -৬.৯ | |
স্বতন্ত্র | মুজিবুর রহমান চৌধুরী | ৭০,৩৬৪ | ৩২.২ | প্র/না | |
বিএনপি | মোঃ মাহসিন মিয়া | ৩৪,৭২৬ | ১৫.৯ | +২.৩ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ আসকির মিয়া | ১৬,৯৭৫ | ৭.৮ | প্র/না | |
জাসদ | এলেমান কবির | ২৮৮ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৫,৯৬৫ | ১১.৯ | −৫.৯ | ||
ভোটার উপস্থিতি | ২,১৮,৬৮২ | ৭৬.০ | +০.৩ | ||
আ.লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আ.লীগ | আব্দুস শহীদ | ৯১,৮১১ | ৫১.০ | -০.৫ | |
জাপা | আহাদ মিয়া | ৫৯,৮২৫ | ৩৩.৩ | -৭.৯ | |
বিএনপি | শফিকুর রহমান | ২৪,৪৮৮ | ১৩.৬ | +৯.১ | |
জামাত | আব্দুল গণি তরফদার | ২,৬৮৪ | ১.৫ | প্র/না | |
জাকের পার্টি | শামসুজ্জামান | ৫৭২ | ০.৩ | প্র/না | |
স্বতন্ত্র | রাম কান্ত সিংহ | ২৭৫ | ০.২ | প্র/না | |
গণফোরাম | আব্দুল রশীদ চৌধুরী | ২৬৬ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩১,৯৮৬ | ১৭.৮ | +৭.৫ | ||
ভোটার উপস্থিতি | ১,৭৯,৯২১ | ৭৫.৭ | +১৫.৯ | ||
আ.লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আ.লীগ | আব্দুস শহীদ | ৭৫,৩২১ | ৫১.৫ | |||
জাপা | আহাদ মিয়া | ৬০,২১৫ | ৪১.২ | |||
বিএনপি | সাইফুর রহমান | ৬,৫৯৪ | ৪.৫ | |||
জামাত | সিরাজুল ইসলাম মোতালিব | ১,৫৪৭ | ১.১ | |||
বাকশাল | সৈয়দ আবু জাফর আহমেদ | ১,৫৪৭ | ১.১ | |||
জাকের পার্টি | শামসুজ্জামান | ৯১৪ | ০.৬ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৫,১০৬ | ১০.৩ | ||||
ভোটার উপস্থিতি | ১,৪৬,১৩৮ | ৫৯.৮ | ||||
জাপা থেকে আ.লীগ অর্জন করে |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মৌলভীবাজার-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ রিপোর্ট, স্টার অনলাইন (২০২৪-০৮-০৬)। "জাতীয় সংসদ বিলুপ্ত"। দ্য ডেইলি স্টার Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে মৌলভীবাজার-৪