লক্ষ্মীপুর-৩
লক্ষ্মীপুর-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | লক্ষ্মীপুর জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার | ৩,৩০,৭৯৭ (২০১৮)[১] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | পদ শূন্য |
লক্ষ্মীপুর-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি লক্ষ্মীপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৭৬নং আসন।
সীমানা[সম্পাদনা]
লক্ষ্মীপুর-৩ আসনটি লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহ ব্যতীত লক্ষীপুর সদর উপজেলা নিয়ে গঠিত: উত্তর হামছাদী, দক্ষিণ হামছাদী, দালাল বাজার, চর রুহিতা, পার্বতী নগর, শাকচর, টুমচর, চর রমনীমহোন ও বশিকপুর [২]
অন্তভূক্ত ইউনিয়ন ১) ভবানীগঞ্জ ইউনিয়ন ২) তেওয়ারিগঞ্জ ইউনিয়ন ৩)লাহারকান্দি ইউনিয়ন ৪) বাঙগাখা ইউনিয়ন ৫) চন্দ্রগঞ্জ থানা এবং ৬) লক্ষ্মীপুর পৌরসভা
নির্বাচিত সাংসদ[সম্পাদনা]
নির্বাচনী ফলাফল[সম্পাদনা]
২০১৪[সম্পাদনা]
সাধারণ নির্বাচন, ২০১৮: লক্ষ্মীপুর-৩ | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | এ. কে. এম. শাহজাহান কামাল | ২,৩৩,৭২৮ | ৭০.৬৩ | ||
বিএনপি | শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি | ১৪,৪৯২ | ৪.৩৮ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন, ২০১৪: লক্ষ্মীপুর-৩ | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% |
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এ. কে. এম. শাহজাহান কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৩]
২০০৮[সম্পাদনা]
সাধারণ নির্বাচন, ২০০৮: লক্ষ্মীপুর-৩ | ||||
---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | |
বিএনপি | শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি | ১,০৯,৬৩১ | ৫৬.৭ | |
আওয়ামী লীগ | মোহাম্মদ আবুল হাশেম | ৮২,০৫০ | ৪২.৪ | |
দল নাই | অন্যান্য ২ প্রার্থী | ১,৮৪২ | ০১.০% | |
সর্বমোট ভোট | ১৯৩,৫২৩ | ১০০.০ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০১[সম্পাদনা]
সাধারণ নির্বাচন, ২০০১: লক্ষ্মীপুর-৩ | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি | ৬৮.০২ | |||
আওয়ামী লীগ | ২৯.৪৬ | ||||
জাতীয় পার্টি | ২.৫৩ | ||||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
জুন ১৯৯৬[সম্পাদনা]
খায়রুল এনাম
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)