আফতাব উদ্দিন সরকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বীর মুক্তিযোদ্ধা
আফতাব উদ্দিন সরকার
নীলফামারী-১ আসনের
জাতীয় সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৯ জানুয়ার ২০১৪
পূর্বসূরীজাফর ইকবাল সিদ্দিকী
ডিমলা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান
কাজের মেয়াদ
১৯৭৩-১৯৮৩
ব্যক্তিগত বিবরণ
জন্মমোঃ আফতাব উদ্দিন
(1950-04-06) ৬ এপ্রিল ১৯৫০ (বয়স ৭৩)
ডিমলা, নীলফামারী
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পিতামাতামোঃ ইমাজ উদ্দিন সরকার ও নাসরিন বেগম
শিক্ষাএইচ.এস.সি[১]
পেশারাজনীতি
জীবিকাব্যবসায়
ধর্মইসলাম

আফতাব উদ্দিন সরকার (জন্ম: ৬ এপ্রিল ১৯৫০) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে ৩ জানুয়ারী ২০১৯ তারিখে একাদশ সংসদের সংসদ সদস্য হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন।[২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

আফতাব উদ্দিন সরকার ১৯৫০ সালের ৬ এপ্রিল নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম খড়িবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ ইমাজ উদ্দিন সরকার ও মাতা নাসরিন বেগম। আফতাবের পিতা ১৯৪৭ ভারত বিভাগের সময় ভারত থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন। ১৯৭১ সালে তিনি একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে নিজ এলাকায় মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।

কর্মজীবন[সম্পাদনা]

আফতাব ১৯৭৩-১৯৮৩ সাল পর্যন্ত ডিমলা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছিলেন।[৩] ১৯৮৭ সালের প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ডিমলা উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৯০ পর্যন্ত দায়িত্ব পালন করেন।[৪] ২০০৯ সালে পুনরায় উপজেলা পরিষদ নির্বাচন হলে তিনি আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আফতাব ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন এবং নির্বাচনে তিনি ২ লাখ ৩ হাজার ৭২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।[৫]

সমালোচনা[সম্পাদনা]

আফতাব উদ্দিন সরকার তার নিজের জামাই ও ভাতিজার নেতৃত্বে আগুন খাওয়া টিম তৈরি করেছেন, এলাকায় তার বিরোধীদের দমন ও নির্যাতনের জন্য।[৬][৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নির্বাচনী এলাকাঃ ১২ নীলফামারী-১"www.parliament.gov.bd। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  2. "শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা"www.prothomalo.com। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯ 
  3. "পূর্বতন চেয়ারম্যানগণ"। জাতীয় ওয়েবপোর্টাল-ডিমলা সদর ইউপি। ২৪ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮ 
  4. "পূর্বতন উপজেলা চেয়ারম্যানবৃন্দ"। ডিমলা উপজেলা বাতায়ন। ৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮ 
  5. "নীলফামারী-১: বেসরকারিভাবে বিজয়ী নৌকার প্রার্থী আফতাব উদ্দিন সরকার"। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০১  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  6. "নীলফামারী-১ আসনে প্রার্থী পরিবর্তন চান এলাকাবাসী"দৈনিক জনকণ্ঠ। ১২ অক্টোবর ২০১৮। ১৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৮ 
  7. "ডিমলায় সম্ভাব্য প্রার্থীর কার্যালয় ভাংচুর"web.dailyjanakantha.com। ১ অক্টোবর ২০১৮। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৮