এস এম ব্রহানী সুলতান মামুদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এস এম ব্রহানী সুলতান মামুদ
নওগাঁ-৪ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১০ জানুয়ারি ২০২৪
ব্যক্তিগত বিবরণ
জন্মএস এম ব্রহানী সুলতান মামুদ গামা
নওগাঁ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পিতামাতাআব্দুল জব্বার (পিতা),
খায়রন বেওয়া মৈনম (মাতা)
পেশারাজনীতিবিদ

এস এম ব্রহানী সুলতান মামুদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

এস এম ব্রহানী সুলতান মামুদ নওগাঁর মান্দায় জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল জব্বার ছিলেন শহীদ নাজমুল হক কলেজের অধ্যক্ষ। তার মাতা খায়রন বেওয়া মৈনম।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

এস এম ব্রহানী সুলতান মামুদ নওগাঁ জেলা আ. লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২] নির্বাচনে তিনি ৮৫ হাজার ১৮০ ভোট পান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাহিদ মোর্শেদ ৬২ হাজার ১৩২ ভোট পান।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"আরটিভি। ৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৪ 
  2. "ব্রহানী সুলতান মামুদ, আসন নং: ৪৯, নওগাঁ-৪, দল: স্বতন্ত্র (ট্রাক)"দৈনিক প্রথম আলো। ৭ জানুয়ারি ২০২৪। ৯ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৪ 
  3. "নওগাঁ-৪ আসনে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর জয়"জাগোনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৪