বিষয়বস্তুতে চলুন

মৌলভীবাজার-৩

স্থানাঙ্ক: ২৪°২৯′ উত্তর ৯১°৪৬′ পূর্ব / ২৪.৪৮° উত্তর ৯১.৭৭° পূর্ব / 24.48; 91.77
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মৌলভীবাজার-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলামৌলভীবাজার জেলা
বিভাগসিলেট বিভাগ
মোট ভোটার
  • ৪,৫৬,৩৯২ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,৩১,৮৪২
  • নারী ভোটার: ২,২৪,৫৪৭
  • হিজড়া ভোটার: ৩
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
বর্তমান সাংসদপদশূন্য

মৌলভীবাজার-৩ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি মৌলভীবাজার জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩৬নং আসন। ২০২৪ সালের অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করার পর থেকে এই আসনে কোনো সংসদ সদস্য নেই।[]

সীমানা

[সম্পাদনা]

মৌলভীবাজার-৩ আসনটি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলামৌলভীবাজার সদর উপজেলা নিয়ে গঠিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৮৪ সালে মৌলভীবাজার-৩ নির্বাচনী এলাকা গঠিত হয়, যখন বৃহত্তর সিলেট জেলাকে বিভক্ত করে চারটি নতুন জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ) গঠিত হয়েছিল।

নির্বাচিত সাংসদ

[সম্পাদনা]
নির্বাচন সদস্য দল
১৯৮৬ আজিজুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৮৮ গিয়াস উদ্দিন চৌধুরী জাতীয় পার্টি[]
১৯৯১ আজিজুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
জুন ১৯৯৬ সাইফুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
নভেম্বর ২০০১ উপ-নির্বাচন এম. নাসের রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ সৈয়দ মহসিন আলী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ সৈয়দ মহসিন আলী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৫ উপ-নির্বাচন সৈয়দা সায়রা মহসীন বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ নেছার আহমদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ মোহাম্মদ জিল্লুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

[সম্পাদনা]

২০১০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]

সৈয়দ মহসিন আলী ২০১৫ সালের সেপ্টেম্বরে মারা যান। ২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশ নির্বাচন কমিশন চার প্রার্থীকে অযোগ্য ঘোষণা করলে সৈয়দা সায়রা মহসীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে সৈয়দ মহসিন আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]
সাধারণ নির্বাচন ২০০৮: মৌলভীবাজার-৩[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ সৈয়দ মহসিন আলী ১,৪৪,৯২১ ৫৫.৩ প্র/না
বিএনপি সাইফুর রহমান ১,১২,৮৯৫ ৪৩.১ -৫১.২
স্বতন্ত্র শামিম আফজাল ১,৯৫০ ০.৭ প্র/না
কমিউনিস্ট পার্টি সৈয়দ আবু জাফর আহমেদ ১,২৬৪ ০.৫ প্র/না
বাসদ মামুনুর রশিদ সোহেল ৯৯৭ ০.৪ প্র/না
জাসদ অলিউর রহমান ৯৭ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩২,০২৬ ১২.২ -৭৬.৪
ভোটার উপস্থিতি ২,৬২,১২৪ ৮৪.৮ +৪৫.৩
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

২০০১ সালের সাধারণ নির্বাচনে সাইফুর রহমান দুটি আসনে দাড়ান: সিলেট-১ ও মৌলভীবাজার-৩। দুটি আসনে জয়ী হবার পর, তিনি সিলেট-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন; এর ফলে অন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নভেম্বর ২০০১ সালের উপ-নির্বাচনেতাঁর ছেলে নাসের রহমান নির্বাচিত হন।[১০]

মৌলভীবাজার-৩ উপনির্বাচন, নভেরম্বর ২০০১[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি এম. নাসের রহমান ১,০২,৯৮৭ ৯৪.৩ +৪২.৩
জাতীয় পার্টি সৈয়দ সাহাব উদ্দিন আহমদ ৬,২০১ ৫.৭ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৯৬,৭৮৬ ৮৮.৬ +৮২.৩
ভোটার উপস্থিতি ১,০৯,১৮৮ ৩৯.৫ -৩৫.৭
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: মৌলভীবাজার-৩[১২]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি সাইফুর রহমান ১,০৮,৫১৩ ৫২.০ +২.৪
আওয়ামী লীগ আজিজুর রহমান ৯৫,৩১৯ ৪৫.৭ +৮.৫
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট সুলেমান খান ৩,৯৮০ ১.৯ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) মামুনুর রশিদ ৪৮৫ ০.২ প্র/না
স্বতন্ত্র মোঃ আব্দুল মতিল ৩৭১ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৩,১৯৪ ৬.৩ -৬.১
ভোটার উপস্থিতি ২,০৮,৬৬৮ ৭৫.২ -০.৩
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: মৌলভীবাজার-৩[১২]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি সাইফুর রহমান ৮৪,২৯২ ৪৯.৬ +২৩.০
আওয়ামী লীগ আজিজুর রহমান ৬৩,১৭৭ ৩৭.২ -৪.৯
জাতীয় পার্টি গিয়াস উদ্দিন চৌধুরী ১৫,১৭০ ৮.৯ -২০.১
জামায়াতে ইসলামী সিরাজুল ইসলাম মোতালিব ৩,৫৩০ ২.১ প্র/না
ইসলামী ঐক্য জোট জোবায়ের আহমেদ চৌধুরী ২,২৩৭ ১.৩ প্র/না
জাসদ মোঃ আব্দুল হক ৫৩৫ ০.৩ -১.৫
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) মোঃ আব্দুল মতিন ৪২৭ ০.৩ প্র/না
স্বতন্ত্র নিলুফার জামান নিলা চৌধুরী ২৫৫ ০.২ প্র/না
জাকের পার্টি সাঈদ উল্লাহ ২৪৯ ০.২ ০.০
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) বদরুল হোসেন ২১০ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২১,১১৫ ১২.৪ -০.৭
ভোটার উপস্থিতি ১,৭০,০৮২ ৭৫.৫ +২৪.৬
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: মৌলভীবাজার-৩[১২]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আজিজুর রহমান ৫৫,৯৭৭ ৪২.১
জাতীয় পার্টি গিয়াস উদ্দিন চৌধুরী ৩৫,৫২৮ ২৯.০
বিএনপি সাইফুর রহমান ৩৫,৩৯৬ ২৬.৬
জাসদ মোঃ আব্দুল হক ২,৩৪৪ ১.৮
জাসদ (রব) নাসির উদ্দীন চৌধুরী ৪১৯ ০.৩
জাকের পার্টি ইব্রাহিম খলিল আজাদী ২৯৭ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ১৭,৪৪৯ ১৩.১
ভোটার উপস্থিতি ১,৩২,৯৬১ ৫০.৯
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মৌলভীবাজার-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. রিপোর্ট, স্টার অনলাইন (২০২৪-০৮-০৬)। "জাতীয় সংসদ বিলুপ্ত"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬ 
  3. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  4. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত"জাগোনিউজ২৪.কম অনলাইন। ২৩ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮ 
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  11. "Statistical Report: 8th Parliament Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৮ম সংসদ নির্বাচন] (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩৫৮, ৩৬৭। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮ 
  12. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]